উত্তরবঙ্গ |
উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি, বরফ টাইগার হিলে |
 |
নিজস্ব প্রতিবেদন: কুয়াশা ইলশেগুঁড়ি বৃষ্টির মধ্যেই রবিবার দুপুরে টাইগার হিলে ঘোরাফেরা করছিলেন মাত্র জনা কয়েক পর্যটক। হঠাৎই বৃষ্টির ফোঁটার সঙ্গে তুলোর মতো দানা দানা পড়তে দেখে, আনন্দে চিৎকার করে ওঠেন কয়েক জন। কয়েক মিনিটের মধ্যেই টাইগার হিলে তুষারপাতের খবর ছড়িয়ে পড়ে। প্রায় ৫ কিলোমিটার দূরে জোড়বাংলো থেকে চলে আসেন স্থানীয়রাও। নিরাশ হননি তারাও। |
|
ভূমিহীনদের পাট্টা বিলি কোচবিহারে |
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: বাংলা মাধ্যমের স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ুয়াদের ভর্তি সমস্যা ক্রমেই বাড়ছে। এখনও অন্তত চারশোর বেশি ছাত্রছাত্রী ভর্তি না হতে পারায় অভিভাবকেরা দুশ্চিন্তায় রয়েছেন বলে স্কুলগুলি সূত্রে জানা গিয়েছে। যদিও হিন্দি মাধ্যমের স্কুলগুলিতে ভর্তির সমস্যা মেটাতে স্কুল পরিদর্শকের দফতর থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। |
শিক্ষা দফতরের
ভূমিকায় ক্ষোভ |
|
এখনও অধরা ১৭ আবাসিক |
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: ম্যায় হুঁ ডন—চিৎকার করে বলত সে। হুঙ্কার শুনে সঙ্গে থাকা অন্য কিশোররা ভয়ে সিঁটিয়ে গেলেও হোম কর্তাদের কেউ এত দিন তেমন গা করেনি। হল্লা শুনে ‘ওঁরা এমনটা করে’ বলে এড়িয়ে গিয়েছেন। এ ভাবে কোনও এক সময়ে ‘লিটল ডন’ হয়ে ওঠা ওই বাংলাদেশি কিশোর বিচারাধীন বন্দি, শুক্রবার রাতে ২২ জনকে নিয়ে পালিয়ে সমাজ কল্যাণ দফতরের অধীন জলপাইগুড়ির কোরক- কর্তাদের ঘুম কেড়ে নিয়েছে। |
|
ব্যবসায়ীদের নতুন কমিটি |
টুকরো খবর |
|
|
|

উত্তরের চিঠি |
|
চিত্র সংবাদ |
|
|