রায়গঞ্জে সিসিইউ তৈরির কাজ এগোল
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রায়গঞ্জ জেলা হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ইউনিট ও ডায়ালেসিস বিভাগ চালু আরও একধাপ এগোলো। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের মুখপাত্র সুমন বিশ্বাসের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শন করে পরিকাঠামো খতিয়ে দেখেন। প্রায় সাড়ে ৪ কোটি টাকা খরচে হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ইউনিট ও ডায়ালেসিস বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুমনবাবু বলেন, “ক্রিটিকাল কেয়ার ইউনিট ও ডায়ালেসিস ইউনিট করার চালুর জন্য হাসপাতালে প্রয়োজনীয় ঘর রয়েছে। তবে ওই দুটি ইউনিট চালু করতে গেলে চিকিৎসার আধুনিক যন্ত্রসামগ্রী সহ প্রযুক্তিগত কিছু পরিকাঠামোর উন্নয়নের প্রয়োজন। এ বছরের মধ্যেই দুটি ইউনিট চালুর চেষ্টা হচ্ছে।” হাসপাতালের সুপার সোমনাথ চট্টোপাধ্যায় জানান, প্রস্তাবিত দু’টি বিভাগের জন্য স্বাস্থ্য দফতর প্রশিক্ষিত ৮ জন চিকিৎসক এবং ১৫ জন নার্স নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এ দিন স্বাস্থ্য দফতরের ওই প্রতিনিধি দলের সদস্যরা মেল সার্জিকাল ওয়ার্ডের উল্টোদিকে অব্যবহৃত চারটি ঘর চিহ্নিত করেছেন। দুটি ঘরে ১২ শয্যার ক্রিটিকাল কেয়ার ইউনিট ও বাকি দুটি ঘরে ৫ শয্যার ডায়ালিসিস ইউনিট চালু করা হবে বলে আপাতত ঠিক হয়েছে।
|
স্বাস্থ্য দফতরের অনড় মনোভাবের মুখে পড়ে ইন্টার্নেরা সুর নরম করলেন। বিচ্ছিন্ন ভাবে এ দিন জেলা ও কলকাতার কয়েকটি মেডিক্যাল কলেজে কিছু ইন্টার্ন কাজে আসেননি ঠিকই। তবে সংখ্যাগরিষ্ঠ জুনিয়র ডাক্তার কর্মবিরতি থেকে সরে আসায় পরিষেবায় বিশেষ বিঘ্ন ঘটেনি। স্বাস্থ্য (শিক্ষা) অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও বিষয়ে আপত্তি থাকলে ওঁরা কথা বলুন। আলোচনার পথ খোলা।”
|
দু’দিন ব্যাপী এক স্বাস্থ্যশিবির হয়ে গেল উস্থিতে। আয়োজন ছিল ‘চেতনা’ নামে একটি সংস্থা। গত ৬ ফেব্রুয়ারি থেকে ওই শিবিরে ২৭ জলের চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। |