হতোদ্যম ইংল্যান্ড অ্যাসেজ হারানোর দোরগোড়ায়
পারথে তৃতীয় টেস্টের চতুর্থ দিন অ্যাসেজ-এর ছোট্ট ট্রফির গায়ে একটা হাত দিয়ে ফেলল অস্ট্রেলিয়া। ২০০৭-এর পর প্রথম বারের জন্য। টেস্টের ইতিহাসে এই প্রথম টানা তৃতীয় বার কোনও দলের সামনে জেতার জন্য পাঁচশো অধিক রানের টার্গেট হল। এবং সেই হতভাগ্য দল ইংল্যান্ড এই সিরিজে ব্রিসবেন, অ্যাডিলেডের পর ওয়াকায় চতুর্থ ইনিংসে ৫০৪ রান তাড়া করতে নেমে দিনের শেষে ২৫১-৫। এখনও ২৫৩ রান পিছনে এবং ক্রিজে শেষ ব্যাটিং জুড়িবেন স্টোকস ও ম্যাট প্রায়র। এর পরেই ইংরেজ ব্যাটিংয়ের লেজ। আর সেখানে স্টুয়ার্ট ব্রডের আগের দিন জনসনের ইয়র্কারের আঘাতে পায়ের হাড় না ভাঙুক, ব্যাটিং করা অনিশ্চিত। বক্সিং ডে-টেস্টেও তাঁর নামা নিশ্চিত নয়।

কুক-বিদায়ের উল্লাসে! ছবি: রয়টার্স।
জিওফ বয়কট আবার ভবিষ্যদ্বাণী করেছেন, তাঁর দেশ সিরিজ ০-৫ হারবে। এবং পারথে সোমবার ইংল্যান্ডকে যে রকম ব্যাট-বল-ফিল্ডিং তিন বিভাগেই হতোদ্যম দেখাল তাতে বয়কটের কথা উড়িয়ে দেওয়ার নয়। ওয়ার্নারের পর অস্ট্রেলিয়া এ দিন শেন ওয়াটসনের সেঞ্চুরির (১০৩) দাপটে ৩৬৯-৬ তুলে দ্বিতীয় ইনিংস ছেড়ে দেয়। ইনিংসের শেষ ওভারে জিমি অ্যান্ডারসনের থেকে ২৮ রান (দু’টি বাউন্ডারি, তিনটি ছক্কা) নিয়ে টেস্টে এক ওভারে সর্বাধিক রান তোলার বিশ্বরেকর্ড (ব্রায়ান লারা ’০৩ জো’বার্গে দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসনের এক ওভারে) ছুঁলেন মাত্র তৃতীয় টেস্ট খেলা জর্জ বেইলি। ইংল্যান্ডের এক নম্বর পেসার অবশ্য নতুন বিশ্বরেকর্ড করে ফেলেন! কারণ, এত দিন টেস্টে পেসারদের এক ওভারে সবচেয়ে বেশি রান খরচের নজির ছিল ’৮০-’৮১-তে পোর্ট অব স্পেনে অ্যান্ডি রবার্টসের। ইয়ান বোথামের সামনে ২৫ রান।
রানের পাহাড়ের সামনে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ইংল্যান্ড অধিনায়ক কুক (০) বোল্ড হন রায়ান হ্যারিসের দুর্দান্ত ডেলিভারিতে। নিজের শততম টেস্টে এ রকম ‘গোল্ডেন ডাক’ ১৩৬ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে কুকের কপালেই প্রথম জুটল। ইংরেজ ড্রেসিংরুমের বিড়ম্বনা আরও বাড়ালেন কেভিন পিটারসেন। সিরিজে ফের গোয়াতুর্মি দেখিয়ে বিপজ্জনক শট খেলে আউট হলেন কেপি (৪৫), ক্রিজে জমে গিয়েও। স্পিনার নাথন লিয়ঁকে মাঠের বাইরে পাঠাতে গিয়ে লং-অফে অহেতুক উঁচু ক্যাচ দেন। নাসের হুসেন যদিও পিটারসেনের এহেন ‘স্বাভাবিক ব্যাটিং’ সমর্থন করেছেন। এ দিনের ডিআরএস-গুলোও ইংল্যান্ডের বিপক্ষে যায়। জো রুট কট বিহাইন্ড হয়ে রিভিউ চেয়ে ব্যর্থ হন। অথচ ইয়ান বেলের (৬০) দামী উইকেট রিভিউ চেয়ে পেয়ে যান মাইকেল ক্লার্ক। সবেধন নীলমণি স্টোকসের অপরাজিত ৭২ নিয়েই ইংরেজ মিডিয়া যা আশার আলো দেখছে!

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.