অভিযুক্তদের জেল হাজত
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
একাদশ শ্রেণির ছাত্রী নিকিতা হত্যা মালালায় তিন অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। সোমবার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতের বিচারক ধৃতদের জামিন নাকচ করে জেল হেফাজতের নিদের্শ দেন। গত ২৮ জুলাই সকালে ফালাকাটার সুভাষপল্লি এলাকায় রাস্তায় নিকিতা দত্ত নামে এক স্কুল ছাত্রীকে গুলি করে খুন করা হয়। ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে ব্যাপক গণআন্দোলন গড়ে ওঠে ফালাকাটায়। সরকারি আইনজীবী মহম্মদ রফি জানান, ভারপ্রাপ্ত বিচারক রাজীব সিংহ ধৃতদের জামিন নামঞ্জুর করে দিয়েছেন। মামলার কেস ডায়রি তলব করা ছাড়াও খুনের ঘটনার অভিযুক্ত গোপাল আচার্য, তাপস দাস ওরফে খুলু ও বিজিৎ দত্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ২৯ জুলাই ধৃতদের আদালতে তোলার সময় খুলুকে তাড়া করেছিল উত্তেজিত জনতা। সেই বিষয়টি মাথা রেখে পুলিশ লক আপেই ধৃতদের রাখা হয়। আদালতে হাজির করানো হয়নি। |
কেএলও-র নাশকতার আশঙ্কা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্বাধীনতা দিবসে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও) শিলিগুড়ি ও লাগোয়া এলাকায় নাশকতা চালানোর ছক কষেছে বলে আশঙ্কা করছেন পুলিশ ও গোয়েন্দারা। কেন্দ্রীয় এবং রাজ্য গোয়েন্দা দফতর সূত্রের খবর, গত কয়েকমাস ধরে নিম্ন অসম এবং উত্তরবঙ্গে কেএলও ফের সক্রিয় হয়ে উঠেছে। তাতেই নাশকতার ছক কষার বিষয়টি নিয়ে আশঙ্কা বেড়েছে। গোয়েন্দাদের তরফে প্রতিটি জেলা পুলিশকে বাড়তি সতর্কতা অবলম্বন এবং কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের এক পদস্থ কর্তা জানান, বিভিন্ন সূত্র মারফত কিছু খবর পৌঁছেছে। তাতে কেএলও জঙ্গিদের নানা পরিকল্পনার কথা সামনে আসছে। সেই মোতাবেক সতর্কতা জারি হয়েছে। |
মাথায় মেরে খুন চালককে
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
মাথায় আঘাত করে খুন করা হয়েছে এক গাড়ি চালককে। সোমবার রাতে ঘটনাটি ঘটে জয়গাঁ থানার চাইনিজ লাইন এলাকায়। নিহতের নাম রমেশ বিশ্বকর্মা (২৭)। তিনি জয়গাঁ ছোট মেচিয়া বস্তির বাসিন্দা। জয়গাঁ থানার ওসি পঙ্কজ থাপা জানান, দোষীদের চিহ্নিত করা যায়নি। প্রাথমিক ভাবে মনে হচ্ছে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করায় চালকের মৃত্যু হয়েছে। ওই রাতে রমেশ ভুটানের ফুন্টশেলিং শহর থেকে গাড়ি চালিয়ে একা জয়গাঁ ফেরেন। রাত সাড়ে দশটা নাগাদ তাঁকে তিন চার জন যুবকের সঙ্গে চাইনিজ লাইন এলাকায় কথা বলতে দেখা গিয়েছে। পরে সেখানেই তাঁকে রক্তাক্ত পড়ে থাকতে দেখা যায়। |
হদিস মেলেনি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
বৃহস্পতিবার থেকে নিখোঁজ বীরপাড়ার গ্যারাজ মালিক বাবুল ঘোষের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাবুলবাবু শিলিগুড়িতে সরঞ্জাম কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যান। তদন্তে পুলিশ তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন ইসলামপুর এবং উত্তরাখন্ডে পেয়েছে। পরে মোবাইলটি বন্ধ রয়েছে। ওই এলাকায় নিখোঁজ মানিকবাবুর আত্মীয় থাকেন। সেখানে খোঁজ চলছে। পারিবারিক বিবাদে তিনি নিজে কোথাও চলে গিয়েছেন না অপহরণ হয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে। বাবুলবাবুর স্ত্রী প্রীতিলতা বলেন, “বৃহস্পতিবার দুপুরে ওর সঙ্গে কথা হয়। অস্বাভাবিকতা ছিল না। কী যে হল কিছুই বুঝতে পারছি না।” |
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
স্মারকলিপি দিতে গিয়ে প্রশাসনিক কর্তাদের না পেয়ে বিক্ষোভ দেখাল আদিবাসী বিকাশ পরিষদের সদস্যরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে কালচিনি বিডিও অফিসে। কয়েক দফা দাবি নিয়ে পরিষদের নেতারা কালচিনি ব্লক অফিসে গিয়ে গিয়ে আধিকারিকদের না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। বিডিও চন্দ্রসেন খাতি বলেন, “জরুরি বৈঠকে জলপাইগুড়ি শহরে যেতে হয়।’’ বিকাশ পরিষদের কালচিনির নেতা রাজেশ বারলা জানান, কালচিনি ব্লকে সরকারি হিন্দি কলেজে, আই টি আই, পলেটেকনিক কলেজ তৈরি-সহ আট দফা দাবি নিয়ে বিডিও অফিসে গিয়েছিলাম। কোনও আধিকারিক না থাকায় বিক্ষোভ দেখানো হয়েছে। |
চুরির চেষ্টায় ধৃত কিশোর
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
নাগরাকাটার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি করার চেষ্টায় ঘুলঘুলি ভেঙে ঢুকে পড়া এক কিশোরকে ধরল পুলিশ। ১৪ বছর বয়সী ওই কিশোরীর নাম অবিনাশ ওঁরাও। গত শুক্রবার রাতে সে ব্যাঙ্কটিতে চুরির চেষ্টা করে। সেখানে সিসিটিভিতে তার ছবিও ধরা পড়ে। পরে রবিবার রাতে নাগরাকাটার আরেকটি একটি বাড়িতে চুরির চেষ্টা করার সময় স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে এবং তাকে পুলিশের হাতে তুলে দেয়। সেই সময় ব্যাঙ্কে চুরির চেষ্টার সিসিটিভির ফুটেজের সঙ্গে তার চেহারার মিল ধরা পড়ে। |
বাড়ি থেকে একশ মিটার দূরে হাটে অগ্নিদগ্ধ গৃহবধূর দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার ভোরে পথচলতি মানুষজন দেহটি দেখে পুলিশকে খবর দেন। ডুয়ার্সের বানারহাট থানার গয়েরকাটায় ঘটনাটি ঘটেছে। মৃতার নাম গীতা বসুরায় (৫৫)। তাঁর স্বামী ও তিন ছেলে রয়েছেন। তিনি অবসাদে ভুগছিলেন বলে পরিবারের তরফে দাবি করা হয়। |
সিটু থেকে কংগ্রেস এলেন ৪৫ জন। সোমবার ইসলামপুর পুর ভবনে চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল এ কথা জানান। সিটুর উত্তর দিনাজপুরের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য বিকাশ দাস জানান, আমাদের কোনও কর্মী কংগ্রেসে যাননি। |