টুকরো খবর
বামফ্রন্টের অভিযোগ
উত্তর দিনাজপুর জেলা পরিষদের বোর্ড গঠনের আগে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস বামফ্রন্টের বিরুদ্ধে অপপ্রচার করছে বলে অভিযোগ করলেন জেলা বামফ্রন্টের চেয়ারম্যান তথা সিপিএমের জেলা সম্পাদক বীরেশ্বর লাহিড়ী। রবিবার সিপিএম পার্টি অফিসে তিনি সাংবাদিক বৈঠক করেন। বীরেশ্বরবাবু বলেন, “জেলা পরিষদের ৫০ শতাংশ আসন দখল করে আমরা কংগ্রেস ও তৃণমূলের চাইতে এগিয়ে রয়েছে। কিন্তু দুই দলের তরফে অপপ্রচার করা হচ্ছে। বামফ্রন্ট না কি ভাঙবে। এসব বাডজে কথা। আমরা ঐক্যবদ্ধভাবে লড়ব।” আর জেলা বামফ্রন্টের সচিব তথা সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অপূর্ব পালের দাবি, “বামফ্রন্টের সভাধিপতি আসনের প্রার্থী আমাদের নির্বাচিত ১৩ জন সদস্যরই ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠের বিচারে সভাধিপতি নির্বাচিত হবেন।” জেলা পরিষদের ২৬ আসনের মধ্যে বামফ্রন্ট ১৩টি আসন দখল করেছে। এরমধ্যে শরিকদল আরএসপি ও ফরওয়ার্ড ব্লকের দখলে যথাক্রমে এক ও দুটি আসন রয়েছে। অন্যদিকে, কংগ্রেস ৮টি ও তৃণমূল পাঁচটি আসন দখল করেছে। জেলা পরিষদের ফল ত্রিশঙ্কু হতেই নানা জল্পনা শুরু হয়। কংগ্রেস প্রথমে বিরোধী আসনে বসার কথা বললেও পরে সভাধিপতি নির্বাচনে লড়াই করার কথা ঘোষণা করেছেন। প্রথমে একই ভাবে বিরোধী দলের কথা বললেও পরে তৃণমূল জানিয়েছে, কংগ্রেসের সমর্থন নিতে আপত্তি নেই। বামেদের অভিযোগ, “কংগ্রেস ও তৃণমূল নেতারা বলছেন, বামেদের কেউ তাঁদের ভোট দিতে পারে। এটা ভিত্তিহীন।” বামদের অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে কংগ্রেস ও তৃণমূল জানিয়েছে।

১২ ভোটকেন্দ্র
২১ সেপ্টেম্বর ১১ ওয়ার্ডে হলদিবাড়ি পুর নির্বাচন। ১১ আসনের মধ্যে ৬ টি আসন সংরক্ষিত। ১২টি ভোটগ্রহণ কেন্দ্র বাসিন্দারা ভোট দেবেন। পুর ভোটে রিটার্নিং অফিসার মেখলিগঞ্জ মহকুমাশাসক জ্যোতির্ময় তাঁতি বলেন, “৬ নম্বর ওয়ার্ডের ভোটার সংখ্যা বেড়ে যাওয়াতে ২টি ভোট কেন্দ্রে থাকছে। হলদিবাড়ি পুরসভার ১১টি আসনের মধ্যে ৪টি আসন মহিলাদের জন্যে ও ২ আসন তফসিলি প্রার্থীদের জন্যে সংরক্ষিত থাকছে।” ১ এবং ৮ নম্বর ওয়ার্ড সাধারণ মহিলা, ৩ এবং ৭ নম্বর ওয়ার্ড তফসিলি জাতির মহিলা প্রার্থীর জন্যে সংরক্ষিত। ৪ এবং ৬ নম্বর ওয়ার্ড তফসিলি জাতির প্রার্থীদের জন্যে সংরক্ষিত থাকছে। ২, ৫, ৯, ১০ এবং ১১ নম্বর ওয়ার্ডে সাধারণ প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করবেন। মহকুমা নির্বাচন দফতর শনিবার ভোটার তালিকা প্রকাশ করেছেন। হলদিবাড়ি পুর নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৯,৮০৪ জন। পুরুষ ৫০৩৫, মহিলা ৪৭৬৯। গত পুরসভার নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৮,৮৬০। ৫ বছর পর ৯৪৪ জন নতুন ভোটার এবারের পুর নির্বাচনে ভোট দেবেন। মহকুমাশাসক জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ১৬ অগস্ট নির্বাচন কমিশন থেকে পুর নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। ওই দিন থেকে মনোনয়ন জমা নেওয়া হবে। শেষ দিন ২৩ অগস্ট। নির্বাচন বিধি অনুসারে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের দু’দিন পরে তা পরীক্ষা করে দেখা হয়। তার দুই দিন পরে মনোনয়ন প্রত্যাহারের দিন থাকবে।

হাঁসুয়ায় হত বাবা
সম্পত্তি নিয়ে বিবাদের বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলের নামে। শনিবার রাত সাড়ে দশটায় কালিয়াচক থানার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের নামোপাড়ায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নিহতের নাম হোসেন শেখ (৫৫)। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “অভিযুক্ত মহসিন শেখকে ধরতে পুলিশ তল্লাশি শুরু করেছে।” পুলিশ সুত্রে জানা গিয়েছে, হোসেন শেখের ছয় সন্তান। তিনি পেশায় মাংস বিক্রেতা। ছেলে মহসিন শেখও একই কাজ করেন। কিছুদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে মহসিনের সঙ্গে বাবার গোলমাল চলছিল। গত রাতে খাওয়ার পর হোসেন শেখ ঘুমাতে গিয়েছিলেনয় সেই সময় মেজ ছেলে মহসিন শেখ হাঁসুয়া নিয়ে বাবাকে কোপানো বলে অভিযোগ। বাবার চিত্‌কার শুনে অন্য ছেলেরা ছুটে আসলে মহসিন পালিয়ে যায় বলে অভিযোগ। জখম হোসেন শেখ হাসপাতালে মারা যান।

পদত্যাগ পেশ
পদত্যাগ করলেন ছাত্র পরিষদের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি এহেসানুল হক। রবিবার বিকেলে ইসলামপুরে সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেছেন, ফ্যাক্স মারফত তিনি রাজ্য নেতৃত্বের কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন। এহেসানুল হক বলেন, “জেলার মূল সংগঠনের সহযোগিতা না পাওয়ার কারণে আমারা সংগঠন চালাতে সমস্যায় পড়ছি। সে কারণে সভাপতি পদ থেকে সরে গেলাম। তবে কংগ্রেস ছেড়ে অন্য কোনও দলে যায়নি।” ছাত্র পরিষদের রাজ্য সভাপতি রাহুল রায় বলেন, “এহেসানুলের ফ্যাক্স বা ই-মেল আমার কাছে এখনও এসে পৌঁছয়নি।” এবিষয়ে কংগ্রেসের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত জানিয়েছেন, “ও যে পদত্যাগ করবে, সেই বিষয়ে আমাকেও কিছু জানায়নি। বিষয়টি খোঁজ নিচ্ছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.