মাওবাদীদের নাম করে বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ, মঙ্গলকোট পঞ্চায়েত সদস্য অঞ্জন মুন্সি-সহ তিন জনের মাথা চেয়ে পোস্টার পড়ল বৃহস্পতিবার গভীর রাতে। পোস্টারগুলি পড়েছে মঙ্গলকোটের নতুনহাট বাসস্ট্যান্ড ও বাজার এলাকায়। পুলিশ জানিয়েছে, খবরের কাগজের উপর আলতা দিয়ে লেখা ওই পোস্টারগুলিতে লেখা আছে ‘মাওবাদী জিন্দাবাদ’।
শুক্রবার সকালে মঙ্গলকোটের বিডিও সুশান্ত কুমার মণ্ডল ওই পোস্টারগুলি দেখার পরেই পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতটি পোস্টার ছিঁড়ে দেয়। পুলিশ জানিয়েছে, কাজল শেখ, অঞ্জন মুন্সি ছাড়াও আজাদ মুন্সিরও ‘মাথা’ চাওয়া হয়েছে। বর্ধমান ও বীরভূমের বেশ কিছু থানায় আজাদ মুন্সির নামে খুন, রাহাজানি-সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আদালত অন্তত ১০টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বর্ধমান জেলা পুলিশের এক কর্তা বলেন, “এই পোস্টার কারা দিয়েছে সেটা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই পোস্টারের পিছনে রয়েছেন তৃণমূলের কাজল শেখ ও অঞ্জন মুন্সির বিরোধী গোষ্ঠীর লোকেরা। তৃণমূল অবশ্য পোস্টারের দায় চাপিয়েছে সিপিএমের উপর।
কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ সাহানেওয়াজের ভাই তথা বীরভূমের নানুর এলাকার তৃণমূল নেতা কাজল শেখ বলেন, “এর পিছনে সিপিএমের হাত রয়েছে।” একই অভিযোগ করেছেন মঙ্গলকোট ব্লক তৃণমূল সভাপতি অপূর্ব চৌধুরী। তিনি বলেন, “পঞ্চায়েত গঠনের আগে মাওবাদীদের নামে পোস্টার দিয়ে সিপিএম কিছু এলাকায় অশান্তি পাকাতে চাইছে।” সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। সিপিএমের ভাগীরথী-অজয় জোনাল কমিটির সম্পাদক দুর্যোধন সর বলেন, “আমাদের কেউ এ ধরণের কাজে যুক্ত নয়। আর পোস্টার সংক্রান্ত খবরও আমার কাছে ছিল না।” |