ভাতে পোকা, ঘেরাও শিক্ষিকা
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
জেনেশুনে কৃষ্ণনগরের ঝিটকাপোতা জুনিয়র বেসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভারতী ঘোষ মিড-ডে মিলের জন্য পোকাধরা চাল রান্নার অনুমতি দিয়েছিলেন। এই অভিযোগ তুলে গ্রামবাসীরা ওই শিক্ষিকাকে বুধবার দুপুরে দীঘর্ক্ষণ ঘেরাও করে রাখেন। ঘটনার পর স্কুলে ছুটে যান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অর্চনা ঘোষ সরকার। তিনি দোষী শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করার আশ্বাস দিলে উঠে যায় বিক্ষোভ।
অভিযুক্ত ভারতীদেবী ওই ঘটনার দায় চাপিয়েছেন রাঁধুনির ঘাড়ে। তিনি বলেন, “চালের মান খুব খারাপ। রাঁধুনিদের ভালো করে দেখে রান্না করতে বলেছিলাম। ওরা তা না করে উল্টে আমাকে অপমান করেছে।” রাঁধুনি বুলু বিবি বলেন, “চালে পোকা দেখে প্রধান শিক্ষিকাকে জানিয়েছিলাম। উনি সব জেনেও ওই চালই রান্না করতে বলেছিলেন।”
|
মারণ খাবার
সংবাদসংস্থা • মাদুরাই |
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খাওয়ার পরেই মারা গেল আকাশ নামে চার বছরের এক বালক। আরও আট বাচ্চা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তিরুমালনাথামের ঘটনা। খাবার খাওয়ার পরেই ৯ বাচ্চা বমি করতে শুরু করে। সকলকেই স্থানীয় সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে পরে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা আকাশকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আট বাচ্চার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। |
জলাতঙ্কে মৃত্যু গরুর, টিকা গ্রামবাসীদের |
জলাতঙ্কে মারা গিয়েছে একটি গরু। যার দুধ থেকে তৈরি সিন্নি বিভিন্ন সময়ে খেয়েছিলেন গ্রামের অনেকে। রোগাক্রান্ত হওয়ার আশঙ্কায় তাঁদের অনেকে জলাতঙ্কের প্রতিষেধকও নিয়েছেন। আরামবাগের তেঘড়ি গ্রামের পশুপালক স্বদেশ দাসের গরুটি মারা যায় মঙ্গলবার। অসুস্থ গরুটিকে মহকুমা পশু হাসপাতালে আনার পরে চিকিৎসকেরা জানান, সে জলাতঙ্কে আক্রান্ত। ওই গরুর দুধ থেকে গ্রামের বহু বাড়িতে নানা পালা-পার্বণে সিন্নি তৈরি হয়েছে। অনেকে তা খেয়েওছেন। কেউ কেউ সে কথা মনে করতে পেরে আতঙ্কিত হয়ে পড়েন। জলাতঙ্কের প্রতিষেধক নিতে বুধবার সকাল থেকে আরামবাগ হাসপাতালে ভিড় করেন অনেকে। এ দিন ১১ জনকে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার নির্মাল্য রায়। তিনি বলেন, “জলাতঙ্কে আক্রান্ত গাভীর দুধ খেয়ে মানবশরীরেও ওই রোগ বাসা বাঁধার নজির কিছু ক্ষেত্রে পাওয়া গিয়েছে। রোগাক্রান্ত গরুর লালা যদি দুধে মেশে, তা হলেই সংক্রমণ ছড়াতে পারে।” সুপার জানান, কাঁচা অবস্থায় ওই দুধ যদি সিন্নি তৈরির মতো কোনও কাজে ব্যবহার হয়, তা হলে সংক্রমণের আশঙ্কা থাকে। সে ক্ষেত্রে প্রতিষেধক নেওয়া ভালই। তবে দুধ ফুটিয়ে খেলে অসুবিধা নেই। তা ছাড়া, এই প্রতিষেধক নিলে শরীরে ক্ষতির সম্ভাবনা থাকে না। |
মিড-ডে মিল খেয়ে অসুস্থ ৪০ স্কুলছাত্র |
মিড-ডে মিলের ভাত খেয়ে অসুস্থ হল প্রায় ৪০ জন ছাত্র। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আমডাঙার ভগবতী স্মৃতি বিদ্যামন্দিরে। অসুস্থদের মধ্যে ১৭ জনের অবস্থা খারাপ হওয়ায় তাঁদের আমডাঙা হাসপাতালে ভর্তি করাতে হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, খাবারে বিষক্রিয়ার কারণেই এই বিপত্তি। কী ভাবে এই কাণ্ড ঘটল তা জানতে খাবারের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। |