টুকরো খবর
ইটের ঘায়ে জখম পুলিশ
তৃণমূলের থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়াল রামনগর থানা এলাকায়। সে সময় বাইরে দাঁড়িয়ে থাকা তৃণমূল সমর্থকেরা থানা লক্ষ্য করে ইট ছুড়লে নরেশ দাস-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন। নরেশবাবু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। কাঁথির এসডিপিও ইন্দ্রজিৎ বসু জানান, ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সিপিএম সন্ত্রাস করছে এবং পুলিশ নিষ্ক্রিয়, এই অভিযোগ তুলে থানায় স্মারকলিপি দিতে আসেন স্থানীয় তৃণমূল বিধায়ক অখিল গিরি, রামনগর ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দেবব্রত দাস, নিতাইচরণ সার-সহ তৃণমূল কর্মী সমর্থকেরা। বাইরে ভিড় করেছিলেন আরও তৃণমূল সমর্থকেরা। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, শঙ্করপুরে এক তৃণমূল প্রার্থীকে মারধর, বাড়ি ভাঙচুরে নেতৃত্ব দিয়েছেন প্রাক্তন সিপিএম বিধায়ক স্বদেশ নায়ক। এ ব্যাপারে পুলিশ কাউকেই গ্রেফতার করেনি। প্রসঙ্গত, এর আগেও তৃণমূলের পক্ষ থেকে ব্যবস্থা না নেওয়ায় তৃণমূলের অন্দরে ক্ষোভ ছিল। তারই প্রতিবাদে এ দিনের কর্মসূচি। আর তাতেই পুলিশ আক্রান্ত হয় বলে অভিযোগ।

দুর্ঘটনায় ৮ জন
তিনটি গাড়ির পরস্পর ধাক্কা লাগায় জখম হলেন ৮ জন। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে শালবনি থানার দক্ষিণশোলে, ৬০ নম্বর জাতীয় সড়কে। স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। জখমদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের মধ্যে একজনের আঘাত গুরুতর। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, একটি ১০ চাকার লরি জাতীয় সড়ক ধরে মেদিনীপুরের দিক থেকে চন্দ্রকোনা রোডের দিকে যাচ্ছিল। একটি ম্যাটাডোর আসছিল মেদিনীপুরের দিকে। ম্যাটাডোরে জনা আষ্টেক লোক ছিলেন। দক্ষিণশোলের কাছাকাছি লরি এবং ম্যাটাডোর যখন কাছাকাছি চলে এসেছিল, তখনই একটি ট্রাক্টর গ্রামের মোরাম রাস্তা পেরিয়ে জাতীয় সড়কে উঠছিল। ট্রাক্টরে ছিলেন ৩ জন। তিনটি গাড়ি একই সময়ে একই জায়গায় চলে এলে পরস্পরকে ধাক্কা মারে। সব মিলিয়ে ৮ জন জখম হন। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামলায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.