স্পট ফিক্সিং নিয়ে প্রশ্নে ধোনির মুখে কুলুপ
ভারত অধিনায়ক এখন চান আজমল-রহস্যের সমাধান
ইপিএল, ফিক্সিং কেলেঙ্কারি পিছনে ফেলে বিলেত চললেন মহেন্দ্র সিংহ ধোনি। বুঝিয়ে যেতে চাইলেন ও সব আর মনে রাখতে চান না তিনি। কিন্তু অধরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ক্রিকেট খেলাটার প্রতি ক্রিকেটপ্রেমীদের বিশ্বাস ফেরাতে চান, এটুকু বললেই তো ভারতীয় ক্রিকেটের আকাশ থেকে বেশ কিছুটা কালো মেঘ সরে যেত। সেটুকুই বা বললেন কই ভারত অধিনায়ক? জাতীয় দলের বিদেশ সফর নিয়ে যা বললেন, তা এর আগেও তাঁকেই বহু প্রেস কনফারেন্সে বহু বার বলতে শোনা গিয়েছে। নতুন আশার কথা তেমন কিছুই নেই।
ফিক্সিং-কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন এড়াতে যিনি পরপর দু’দিন আইপিএল ফাইনালের সাংবাদিক বৈঠকেই আসেননি, সেই ধোনি ইংল্যান্ড রওনা হওয়ার আগে মুম্বইয়ে সাংবাদিকদের সামনে আসার আগেই যে স্পট ফিক্সিং সংক্রান্ত প্রশ্নের উপর ফতোয়া জারি হবে, এমনটাই স্বাভাবিক। হলও তাই। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরের কাছে পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠক শুরুর আগেই জানিয়ে দেওয়া হল, আইপিএল নিয়ে কোনও প্রশ্ন চলবে না। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রশ্ন হলে তবেই জবাব দেবেন, তার বাইরে একটা কথাও নয়।
বছর দুই ইংল্যান্ডের মাঠেই তো চুনকাম হতে হয়েছিল। মনে আছে তো? জবাবে ভারত অধিনায়ক বললেন, “সে বার টেস্টে আমরা খুব খারাপ খেলেছিলাম। তবে ওয়ানডে-তে ততটা খারাপ নয়। আসলে তখন আবহাওয়াটা একটা বড় ফ্যাক্টর হয়ে গিয়েছিল। বল ভিজে যাওয়ায় আমাদের স্পিনারদেরও সেই সিরিজে বল গ্রিপ করতে অসুবিধা হয়েছিল। এ বার আশা করি সে রকম হবে না। কোনও বার চ্যাম্পিয়ন্স ট্রফি পাইনি আমরা। এ বারই এই টুর্নামেন্টটার শেষ এডিশন। তাই এ বার জিততেই হবে।”
মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই
নিজের দল সম্পর্কে ধোনি বললেন, “আমরা এ বার ভাল দল নিয়ে যাচ্ছি। দলের কম্বিনেশন আর ফর্ম দু’টোই ভাল। এখন শুধু ইংল্যান্ডের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া দরকার। এটা যত তাড়াতাড়ি করতে পারবে দলের ছেলেরা, ততই ভাল কিছু করে দেখাতে পারব আমরা।”
সদ্য আইপিএল খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামছেন। এটাকেই ভাল প্রস্তুতি বলছেন ভারত অধিনায়ক। তাঁর মতে, “ওখানে গিয়ে দু’টো প্রস্তুতি ম্যাচ (অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে) খেলব আমরা। তা ছাড়া লিগ ম্যাচগুলোর মধ্যে যথেষ্ট সময়ও পাচ্ছি। ওয়ান ডে-র নতুন নিয়ম আসার পর এই প্রথম আমরা উপমহাদেশের বাইরে খেলছি। সুতরাং এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ।” ভারতের গ্রুপে এ বার পাকিস্তানও। ১৫ জুন চিরপ্রতিদ্বন্দ্বীদের সেই লড়াই। সেই ম্যাচ নিয়ে ধোনির মন্তব্য, “আমরা দু’দলই ব্যালান্সড। ওদের সৈয়দ আজমল রহস্য-স্পিনার। ওর রহস্য সমাধান করতে হবে আমাদের।”
নিজের দলের পেসারদের দিকে যে তাকিয়ে রয়েছেন ভারত অধিনায়ক, তা জানিয়ে বললেন, “ওখানকার পরিবেশকে কাজে লাগিয়ে ভাল বল করার মতো পেসার আমাদের দলে রয়েছে। ভুবনেশ্বর, উমেশরা আদর্শ পরিবেশ পাবে ওখানে। তাই ওদের ভাল কিছু করে দেখানো উচিত। তবে ওদের ওয়ান ডে-র নতুন নিয়মের সঙ্গে মানিয়ে সেই অনুযায়ী বল করতে হবে। এটা ঠিকঠাক করতে পারলে আমরা ভাল ফলই করব আমরা।”
আনকোরা ওপেনিং জুটি নিয়ে ইংল্যান্ডে গেলেও শিখর ধবন ও মুরলী বিজয়ের উপর যথেষ্ট ভরসা রয়েছে ধোনির। “ওরা দু’জনেই ভাল ফর্মে আছে। ওখানেও আশা করি তেমনই থাকবে।”
কিন্তু ধোনির বক্তব্যের কোথাও ফিক্সিং-এর ‘ফ’-ও নেই!




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.