আমরণ অনশন শুরু করলেন মোর্চার ১৬ নেতা
তৃণমূল নেতা খুশনারায়ণ সুব্বার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ধৃত চন্দ্র ইয়ংজনের মুক্তি-সহ চার দফা দাবিতে আমরণ অনশন শুরু করল গোর্খা জনমুক্তি মোর্চার ১৬ জন নেতা। রবিবার দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ও মিরিকের প্রশাসনিক দফতরের সামনে তাঁরা অনশনে বসেন। তাঁদের মধ্যে বিনয় তামাংয়ের মতো দলের শীর্ষ নেতাও রয়েছেন। দার্জিলিং শহরে মিছিল ও জনসভা করে মোর্চা সমর্থকরা।
মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “রাজ্য সরকার প্রতিশ্রুতি মতো জিটিএ-র সমস্ত দফতর হস্তান্তর করেনি। স্বাধীনভাবে জিটিএ কাজ করতে পারছে না। এটা রাজ্য সরকারকে সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি, ইয়ংজনের মুক্তি-সহ মোর্চা নেতাদের বিরুদ্ধে নানা সময়ে করা মামলাগুলি তুলে নিতে হবে। না হলে আমাদের আন্দোলন চলবে।” বিনয় তামাং বলেন, “রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। দাবিপূরণ না হওয়া পর্যন্ত অনশন আন্দোলন চলবে।”
দার্জিলিঙে অনশনে মোর্চা নেতারা। ছবি: রবিন রাই।
গত শুক্রবার গরুবাথানের জিটিএ সদস্য চন্দ্র ইয়ংজন গ্রেফতার হওয়ার পরে পাহাড় জুড়ে বন্ধের ডাক দিয়েছিল মোর্চা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কড়া বার্তা’ এবং পাহাড়ে পর্যটন, হোটেলের ব্যবসায়ীদের আবেদনের পরে পর্যটনের ভরা মরসুমের কথা জানিয়ে বন্ধ থেকে পিছু হঠেন মোর্চা নেতৃত্ব। পরিবর্তে আমরণ অনশনের ডাক দেয় মোর্চা। আজ, সোমবার থেকে পাহাড়ের সরকারি দফতরগুলিতে কর্মবিরতির ডাকও দেওয়া হয়েছে।
এদিন সকাল ১১টা ১৯ মিনিটে অনশন শুরু করেন মোর্চা নেতারা। দার্জিলিঙের জেলাশাসকের দফতরের সামনে বিনয় তামাংয়ের নেতৃত্বে অনশনে বসেন ৭ জিটিএ সদস্য। কালিম্পংয়ে জিটিএ-র কার্যকরী সমিতির সদস্য সুনীলচন্দ্র প্রধানের নেতৃত্বে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে অনশনে বসেন ৩ জন। তাঁরা সকলেই জিটিএ সদস্য। কার্শিয়াঙে মহকুমা শাসকের দফতরে সামনে প্রণয় থাপার নেতৃত্বে ৩ জন জিটিএ সদস্য অনশন শুরু করেন। একই ভাবে মিরিক পুরসভা ভবনের সামনে জিটিএ সদস্য অরুণ ঘিসিঙের নেতৃত্বে আরও তিন জন অনশন পালন করছেন। দার্জিলিং শহরে রোশন গিরি, আশা গুরুঙ্গের নেতৃত্বে মিছিল করেন মোর্চা কর্মী, সমর্থকেরা। দার্জিলিং স্টেশন থেকে শুরু হওয়া মিছিলটি চৌরাস্তা হয়ে চকবাজারে শেষ হয়। সেখানে জনসভা করে মোর্চা নেতৃত্ব।
জিএনএলএফ থেকে তৃণমূলে যোগ দিয়েছেন খুশনারায়ণ সুব্বা। বুধবার তাঁর গরুবাথানে ঢোকা নিয়ে গোলমালের সূত্রপাত। দু’দিনের গোলমালে গরুবাথানে ঢুকতে না পেরে সুব্বা মালবাজারে আশ্রয় নেন। এর মধ্যে গত বৃহস্পতিবার তাঁর বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে মোর্চা সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার পরেই পুলিশ চন্দ্র ইয়ংজনকে গ্রেফতার করে।
এর পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা পাহাড়ে। থানা ঘেরাওয়ের পাশাপাশি কালিম্পংয়ে বন্ধ পালন করে মোর্চা। রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পাহাড় বন্ধের ডাক দেয় তারা। যদিও ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নানা ‘চাপে’র মুখে পড়ে পুরানো অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে বন্ধ প্রত্যাহারও করে নেন মোর্চা নেতৃত্ব।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.