সাত দিন যেমন

অসীম দাস

শনিবারের রাশি: সিংহ।
নক্ষত্র: মঘা।
শুভ রং: লাল, কালো ও আকাশি।
এড়িয়ে চলুন: ঘন নীল, সবুজ ও বেগুনি।
শুভ সংখ্যা: ২, ৩ ও ৬।
এড়িয়ে চলুন:১ ও ৭।
এ দিন চন্দ্র কেতুর নক্ষত্রে থাকায় এবং রাশির নবমে কেতু ও মঙ্গলের সহাবস্থানের জন্য চাকরিজীবীদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা বাড়লেও শুভ পরিবর্তনের সম্ভাবনা থাকবে। পরিবহণ-ব্যবসায়ীদের জন্য উপার্জন বৃদ্ধির যোগ দেখা যায়। বড় ভাইয়ের স্বাস্থ্যকে কেন্দ্র করে পরিবারে দুশ্চিন্তা বাড়তে পারে। ভাই বা বোনের কোনও বন্ধুর সঙ্গে প্রেমে জড়াতে পারেন। পারিবারিক কোনও ব্যক্তিকে কেন্দ্র করে দাম্পত্যে অশান্তি বাড়তে পারে।
রবিবারের রাশি: সিংহ।
নক্ষত্র: পূর্বফাল্গুনী।
শুভ রং: লাল, তামাটে, গোলাপি ও মেরুন।
এড়িয়ে চলুন: বেগুনি, হলুদ ও বাদামি।
শুভ সংখ্যা: ৩, ৪ ও ৮।
এড়িয়ে চলুন:৫ ও ৬।
এ দিন চন্দ্র শুক্রের নক্ষত্রে থাকায় এবং রাশির দশমে শুক্রের, রবি, বুধ ও বৃহস্পতির সঙ্গে সহাবস্থানের জন্য কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন আধিকারিকের সুনজরে পড়তে পারেন। শিল্পী ও কলাকুশলীদের জন্য শুভ পরিবর্তনের সম্ভাবনা আসতে পারে। বড় ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। বাইরের কোনও ব্যক্তির প্রভাব সংসারে অশান্তি নিয়ে আসতে পারে। সন্তানের জন্য কোনও সুখবর পেতে পারেন। প্রভাবশালী কোনও ব্যক্তিত্বের সঙ্গে প্রেমে জড়াতে পারেন। দাম্পত্যে ভ্রমণের পরিকল্পনা সার্থক হতে পারে। ব্লাড সুগার বা চোখে কোনও সমস্যা হলে সতর্ক হোন।
সোমবারের রাশি: সিংহ।
নক্ষত্র:উত্তরফাল্গুনী।
শুভ রং: সাদা, আকাশি, সবুজ, লেমন ও গেরুয়া।
এড়িয়ে চলুন:কালো, ঘন নীল ও উজ্জ্বল লাল।
শুভ সংখ্যা: ৪, ৭ ও ৯।
এড়িয়ে চলুন: ৫ ও ৮।
এ দিন চন্দ্র রবির নক্ষত্রে থাকায় ও রাশির দশমে রবির, বুধ, বৃহস্পতি ও শুক্রের সঙ্গে সহাবস্থানের জন্য চাকরিজীবীদের স্থান পরিবর্তনের সম্ভাবনা আসতে পারে। রাস্তা নির্মাণের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা কোনও রাজনৈতিক নেতার সান্নিধ্যে আসতে পারেন। মায়ের ভুল চিকিত্‌সার আশঙ্কা থাকতে পারে। সন্তানের উচ্চশিক্ষার সম্ভাবনা উজ্জ্বল হতে পারে। একাধিক মানসিক সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। দাম্পত্যে গৃহ সাজানোর পরিকল্পনা করতে পারেন। মাইগ্রেন ও ঘাড়ের সমস্যা হলে সতর্ক হোন।
মঙ্গলবারের রাশি: কন্যা।
নক্ষত্র: হস্তা।
শুভ রং: লেমন, গেরুয়া, কমলা ও লাল।
এড়িয়ে চলুন: নীল, সবুজ ও বেগুনি।
শুভ সংখ্যা:৫, ৬ ও ৯।
এড়িয়ে চলুন: ৪ ও ৮।
এ দিন চন্দ্র নিজের নক্ষত্রে বুধের ক্ষেত্রে থাকায় এবং রাশির নবমে বুধের, রবি, বৃহস্পতি ও শুক্রের সঙ্গে সহাবস্থান করার জন্য কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সুখবর পেতে পারেন। রাজনীতিকদের জন্য নতুন কোনও সুযোগ পরিবেশ অনুকূল করতে পারে। পারিবারিক সূত্রে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা হতে পারে। ভাই বা বোনের স্বাস্থ্য নিয়ে দুর্ভাবনা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে হঠকারিতার জন্য সম্পর্কে চিড় ধরতে পারে। দাম্পত্যে নতুন কোনও সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন। ফুসফুস ও গলার কোনও সমস্যা হলে সতর্ক হোন।
বুধবারের রাশি: কন্যা।
নক্ষত্র: চিত্রা।
শুভ রং: কালো, বাদামি, সবুজ ও লাল।
এড়িয়ে চলুন:লেমন, ঘন নীল ও বেগুনি।
শুভ সংখ্যা: ১, ৬ ও ৮।
এড়িয়ে চলুন: ৩ ও ৫।

এ দিন চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকায় এবং রাশির অষ্টমে মঙ্গল, কেতুর সঙ্গে সহাবস্থান করার জন্য কর্মক্ষেত্রে জরুরি কোনও ফাইল নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। রিয়েল এস্টেটের ব্যবসায়ীদের উপার্জন বৃদ্ধির যোগ দেখা যায়। সন্তানের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আসতে পারে। শরিকি সম্পত্তি নিয়ে অশান্তির জেরে বাবার শরীরের অবনতির আশঙ্কা থাকবে। প্রেমের ক্ষেত্রে মেজাজ সংযত রাখা উচিত। দাম্পত্যে সুখানুভূতি বাড়তে পারে। আগুন বা আঘাতজনিত ঘটনা থেকে সাবধান থাকুন।
বৃহস্পতিবারের রাশি: তুলা।
নক্ষত্র: স্বাতী।
শুভ রং: সবুজ, হলুদ বাদামি ও আকাশি।
এড়িয়ে চলুন:লাল, মেরুন ও গোলাপি।
শুভ সংখ্যা: ৩, ৭ ও ৯।
এড়িয়ে চলুন: ২ ও ৪।
এ দিন চন্দ্র রাহুর নক্ষত্রে শনি ও রাহুর সঙ্গে একযোগে থাকায় কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটিতে উত্তেজনা বাড়লেও উপার্জন বাড়ার সম্ভাবনা থাকবে। নিকট কোনও আত্মীয়কে কেন্দ্র করে বাড়িতে অশান্তি বাড়তে পারে। সন্তানের বন্ধুসঙ্গ নিয়ে দুর্ভাবনা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে দুঃসাহসী মনোভাব সামাজিক সুনামকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ছোট কোনও ঘটনাকে কেন্দ্র করে দাম্পত্যে ভুল বোঝাবুঝি হতে পারে। ধুলো থেকে অ্যালার্জি অথবা শরীরে কোনও শুকনো ঘা হলে সতর্ক হোন।
শুক্রবারের রাশি: তুলা।
নক্ষত্র: বিশাখা।
শুভ রং: হলুদ, আকাশি ও সাদা।
এড়িয়ে চলুন: সবুজ, বাদামি ও গাঢ় নীল।
শুভ সংখ্যা: ৩, ৮ ও ৯।
এড়িয়ে চলুন:১।
এ দিন চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে রাহু ও শনির সঙ্গে একত্রে অবস্থান করায় এবং রাশির অষ্টমে বৃহস্পতির, মঙ্গল, শুক্র ও বুধের সঙ্গে সহাবস্থান করায় কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনা বাড়বে। ওষুধ ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তদের কোনওরকম ঝঁকিপূর্ণ লগ্নি করা উচিত হবে না। সন্তানের আচরণ দুশ্চিন্তা বাড়াতে পারে। মায়ের শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা থাকবে। বেশি বয়সের ব্যবধানের কারও সঙ্গে মানসিক ভাবে জড়িয়ে পড়তে পারেন। শরীরকে কেন্দ্র করে দাম্পত্যে দুশ্চিন্তা বাড়তে পারে। লিভার ও থাইরয়েডের সমস্যা হলে সতর্ক হোন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.