ধৃতের চার দিনের পুলিশি হেফাজত
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
জুতোর দোকানের কর্মী খুনের ঘটনায় ধৃতকে চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল বোলপুর আদালত। মঙ্গলবার সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “জুতোর দোকানের কর্মী প্রফুল্ল হাজরা-র (৪৩) খুনের ঘটনায় ওই দোকানেরই প্রাক্তন কর্মী সুমন দত্ত-র জামিন আবেদন নামঞ্জুর করেছেন বোলপুরের এসিজেএম পীযূষ ঘোষ। তিনি ধৃত যুবককে চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।” আগামী শনিবার (১৮ মে) ধৃতকে ফের আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারক। সোমবারই ধৃতের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিলেন নিহতের স্ত্রী মীরা হাজরা। রবিবার রাতে বোলপুর থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে খুন হয়েছিলেন প্রফুল্লবাবু। পরের দিন সকালে বোলপুর-নতুনহাট রাস্তার ধারে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ পাওয়ার পরে ওই দিনই ঘটনার তদন্তকারী অফিসার সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় বোলপুর শহরের বাসিন্দা সুমন দত্ত-কে (একই দোকানের প্রাক্তন কর্মী) আটক করেন। আটক করা হয় সুমনের এক সঙ্গীকেও। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের পরে সুমনকে গ্রেফতার করা হলেও ছেড়ে দেওয়া হয় তার ওই সঙ্গীকে। মঙ্গলবার বোলপুর আদালতে হাজির করিয়ে পুলিশ ধৃতকে ১০ দিন নিজেদের হেফাজতে রাখার আবেদন করে। বিচারক অবশ্য চার দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
|
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
ব্যক্তিগত কাজে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নার বাসনপত্র নিয়ে চলে গিয়েছেন ওই কেন্দ্রের এক কর্মী, এই অভিযোগ তুলে কেন্দ্রটি দু’ দিন ধরে তালা বন্ধ করে রাখলেন ক্ষুব্ধ গ্রামবাসীর একাংশ। নলহাটি থানার হরিসড়া গ্রামের ৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। মঙ্গলবার সকালে পুলিশ গিয়ে ওই তালা খুলে দেয়। নলহাটি ১ ব্লকের সিডিপিও সামসুল হোদা বলেন, “ওই অঙ্গনওয়াড়ি কর্মীকে গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে কাজ করতে বলা হয়েছে।” ওই ঘটনায় নিজের ভুল স্বীকার করেছেন অভিযুক্ত অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী হাঁসিরানি। এ দিকে গ্রামবাসীদের আরও অভিযোগ, ওই কেন্দ্রে নিম্ন মানের খাবার বিলি করা হয়, খড় দিয়ে রান্না করা হয়। এমনকী কেন্দ্রের নিজস্ব ভবন থাকা সত্ত্বেও রান্না করার জন্য চাল, ডাল ওই কর্মীর বাড়িতে রাখা হয় বলেও বাসিন্দাদের দাবি। হাঁসিরানিদেবী অবশ্য সেই অভিযোগ মানেননি।
|
দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
রাস্তার পাশে অবৈধ ভাবে জড়ো করে রাখা বাঁশ সরানোর সময় তাতে ধাক্কা লেগে জখম হলেন এক বাইক আরোহী। এর জেরে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে সিউড়ির বেণীমাধব মোড়ের কাছে ঘটনাটি ঘটে। বাসিন্দাদের ক্ষোভ, বেণীমাধব স্কুলের সীমানা প্রাচীর ঘেঁষে সিউড়ি-রাজনগর রাস্তার পাশে দীর্ঘদিন প্রচুর বাঁশ বিক্রির জন্য জড়ো করে রাখা ছিল। সামনে রাস্তার ধারে বেশ কিছু দোকানও রয়েছে। স্বাভাবিক ভাবে রাস্তা সঙ্কীর্ণ হয়ে যায়। অন্য দিকে, মঙ্গলবার দুপুরে মহম্মদবাজারের কাপাসডাঙা সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যায়বাস। ৬ জন যাত্রী জখম হয়েছেন।
|
গাঁজা-সহ এক যুবককে গ্রেফতার করল দুবরাজপুর থানার পুলিশ। মঙ্গলবার ধৃত কাঁকরতলা থানার বড়রা গ্রামের বাসিন্দা শেখ ফিরোজকে মঙ্গলবার দুবরাজপুর আদালতে তোলা হলে ১৪ দিন জেলহাজত হয়। পুলিশ জানায়, সোমবার দুবরাজপুর পাওয়ার হাউস মোড় এলাকা থেকে ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। |