সোনা আমদানিতে বিধিনিষেধ জারি
ব্যাঙ্কের মাধ্যমে সোনা আমদানির উপর তড়িঘড়ি বিধিনিষেধ আরোপ করল রিজার্ভ ব্যাঙ্ক। এ বার শুধু রফতানির উদ্দেশ্যে গয়না তৈরির জন্যই তা আমদানি করতে পারবে ব্যাঙ্কগুলি। এপ্রিলে সোনা-রুপো আমদানি এক লাফে ১৩৮% বাড়ার খবর সোমবার প্রকাশিত হওয়ার পরই এই নির্দেশ জারি করল শীর্ষ ব্যাঙ্ক। যদিও রিজার্ভ ব্যাঙ্ক সোনা আমদানি বন্ধের নির্দেশ জারি করতে পারে, এটা আঁচ করে গত বৃহস্পতিবার থেকেই বেশ কিছু ব্যাঙ্ক আমদানির বরাত বাতিল করতে শুরু করে। চলতি খাতে বৈদেশিক বাণিজ্যে লাগামছাড়া ঘাটতিকে বাগে আনতে শীর্ষ ব্যাঙ্ক এই নির্দেশ দিলেও এর ফলে সাধারণ মানুষের ব্যবহারের জন্য গয়না তৈরির সোনায় টান পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। পাশাপাশি বাজারে আকাল দেখা দিতে পারে সোনার কয়েন বা বিস্কুটের, যার মাধ্যমে সোনায় লগ্নি করতেন অনেকে।
দেশে ১৮টি ব্যাঙ্ক ছাড়াও এমএমটিসি, এসটিসি-সহ আরও গোটা পাঁচেক রাষ্ট্রায়ত্ত সংস্থা সোনা আমদানি করে থাকে। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ ওই সব ব্যাঙ্ক এবং বাকি সংস্থাগুলির উপরেও প্রযোজ্য।
দেশে যে-সব পণ্য আমদানি করা হয়, তার মধ্যে অশোধিত তেলের পরেই সব থেকে বেশি বিদেশি মুদ্রা খরচ হয় সোনা আমদানি করতে। ২০১২ সালে ভারতে ৮৬৫ টন সোনা আমদানি হয়েছে। কেন্দ্রীয় সরকার এর আমদানিতে রাশ টানতে চাইলেও দেশে হলুদ ধাতুটির চাহিদা কিন্তু ক্রমশই বাড়ছে। ২০১৩ সালে তার চাহিদা বেড়ে ৯০০ টন হবে বলে সোনা ব্যবসায়ী মহল সূত্রের খবর। তবে ব্যবসায়ীদের আশঙ্কা, সরকার সোজা পথে আমদানি কমালে চোরাপথে তা বাড়বে।

রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বাড়তি লগ্নির দাওয়াই কেন্দ্রের
অর্থনীতিকে চাঙ্গা করতে এ বার ২৩টি কেন্দ্রীয় সরকারি সংস্থাকে লক্ষ্যমাত্রা মেনে বাড়তি লগ্নির পথে হাঁটার নির্দেশ দিল প্রধানমন্ত্রীর দফতর। তা না-করতে পারলে তাদের উঁচু হারে ডিভিডেন্ড দিতে হবে কেন্দ্রকে। ওএনজিসি, গেইল, এনটিপিসি, ভেলের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা আছে এই তালিকায়। বিভিন্ন প্রকল্পে রাষ্ট্রায়ত্ত সংস্থার লগ্নির বিষয়টি পর্যালোচনা করতে এ দিন বৈঠকে বসেন প্রধানমন্ত্রীর প্রধান সচিব পুলক চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রীর দফতর আয়োজিত ওই বৈঠকেই সংস্থাগুলির সামনে চলতি অর্থবর্ষের জন্য লগ্নির লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয় ১.৪২ কোটি টাকা। তবে ৪টি ত্রৈমাসিকে আলাদা আলাদা করে তা ভেঙে দেওয়া হয়েছে। প্রতি ত্রৈমাসিকে লক্ষ্যমাত্রা পূরণ হল কি না, তা-ও কড়া ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে দফতর। প্রকল্পে ছাড়পত্র সংক্রান্ত কোনও বিষয় লগ্নির পথে বাধা হলে সংশ্লিষ্ট সংস্থার সিএমডি-কে বিষয়টি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সংশ্লিষ্ট কমিটির দ্বারস্থ হতে বলা হয়েছে। প্রসঙ্গত, বেশি লগ্নি টেনে অর্থনীতিকে চাঙ্গা করতে গত অর্থবর্ষ থেকেই ১৭টি রাষ্ট্রায়ত্ত মূলধনী খাতে ব্যয় ও লগ্নি পরিকল্পনার উপর কড়া নজর রেখেছে কেন্দ্র। এ দিন সেই তালিকায় আনা হল আরও ছ’টি সংস্থাকে। যারা লক্ষ্য ছুঁতে পারবে না, তাদের সরকারের হাতে বাড়তি নগদ জুগিয়ে তা আর্থিক বৃদ্ধি ও কর্মসংস্থানের কাজে লাগাতে বেশি ডিভিডেন্ড দিতে হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.