মূল্যবৃদ্ধি কমলেও সমস্যা বাণিজ্য ঘাটতি
১৪ মাসে সবচেয়ে বড় পতন সূচকের
ফের আতঙ্কের গ্রাসে শেয়ার বাজার। যা এক দিনে মুছে দিল লগ্নিকারীদের ১ লক্ষ কোটি টাকার সম্পদ। সোমবার সেনসেক্স ৪৩১ পয়েন্ট পড়ে ফিরে গেল এক সপ্তাহ আগের জায়গায়, ১৯,৬৯১.৬৭ অঙ্কে। গত ১৪ মাসে এটাই সূচকের সবচেয়ে বড় পতন। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি-ও ১২৭ পয়েন্ট কমে নামল ৬ হাজারের নীচে, ৫৯৮০.৩৫ পয়েন্টে।
বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ার জন্য লেনদেনকারীরা কাঠগড়ায় তুলেছেন লাফিয়ে বাড়তে থাকা চলতি খাতে বৈদেশিক বাণিজ্য ঘাটতিকে। যার জন্য দায়ী সোনা আমদানি। এপ্রিলে সোনা-রুপো আমদানি এক ঝটকায় ১৩৮% বেড়ে হয়েছে ৭৫০ কোটি ডলার। এর জেরে বাণিজ্য ঘাটতি ১৭৭০ কোটি ডলার বা ৯৭,৩৫০ কোটি টাকা ছুঁয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান।
হঠাত্‌ ধাক্কায় বিব্রত ব্রোকার। ছবি: রয়টার্স
মার্চের ঘাটতির তুলনায় তা ৭২% বেশি। বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি সোনার দাম অনেকটা কমে যাওয়ার সুযোগ নিতেই ক্রেতারা বাড়িয়ে দিয়েছেন সোনার চাহিদা। বিশ্ব জুড়ে গত দু’সপ্তাহে সোনা-রুপোর দাম কমেছে ১৭%। ভারতেও দর কমেছে ও সেটা ঘটেছে বিয়ের মরসুমে, যখন চিরাচরিত ভাবেই চাহিদার চাপ বেশি থাকে বলে বাজার সূত্রে খবর। ফলে বাড়তি আমদানি করে চাহিদা মেটাতে গিয়ে চাপ পড়েছে বাণিজ্য ঘাটতিতে। আমদানি-রফতানির হিসাব প্রকাশ করে এ দিন উদ্বিগ্ন বাণিজ্য সচিব এস আর রাও বলেন, “এপ্রিলে সোনা আমদানি মাত্রা ছাড়ানোয় ১০.৯% বেড়ে ৪১৯৫ কোটি ডলার ছুঁয়েছে সার্বিক আমদানি। রফতানি বেড়েছে মাত্র ১.৬%। ফলে বাণিজ্য ঘাটতি এতটা বেড়েছে। এটা অপ্রত্যাশিত।” তখনই তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন। আর তার পরেই সোনা আমদানি নিয়ন্ত্রণে নির্দেশ জারি করে রিজার্ভ ব্যাঙ্ক।
বাণিজ্য ঘাটতি বাড়ার খবরে এ দিন আর ঘুরে দাঁড়াতে পারেনি শেয়ার বাজার। খুচরো বাজারের মূল্যবৃদ্ধি এপ্রিলে বেশ কিছুটা কমার খবরও চাঙ্গা করতে পারেনি বাজারকে। শাক-সব্জি, ভোজ্য তেল ইত্যাদির দাম কমার হাত ধরে ভোগ্যপণ্যের মূল্য সূচকের ভিত্তিতে হিসাব করা এই হার কমে হয়েছে ৯.৩৯%। মার্চে তা ছিল ১০.৩৯%।
ঋণপত্র লেনদেন। ঋণপত্র লেনদেনের বিভাগ চালু করল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ফলে এ বার থেকে সেখানে শেয়ারের মতো ঋণপত্রও কেনা-বেচা করতে পারবেন লগ্নিকারীরা।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.