৬ই হিডকোয় অভিযোগ কেন্দ্র
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সারদা গোষ্ঠীর তছরুপ নিয়ে ৬ মে থেকে রাজারহাটে হিডকোর ফিনান্সিয়াল হাবে অভিযোগপত্র জমা নেওয়া হবে। বৃহস্পতিবার সারদা কাণ্ডে গঠিত তদন্ত কমিশনের তরফে এ কথা জানানো হয়েছে। কমিশনের চেয়ারম্যান, বিচারপতি শ্যামলকুমার সেন জানান, আপাতত দু’টি কেন্দ্র খোলা হচ্ছে। একটি রাজারহাটে। ৬ তারিখেই সেটি চালু হয়ে যাবে। অন্য কেন্দ্রটি ১০ মে চালু হবে শিলিগুড়ির মাটিগাড়ায়। আমানতকারী ও এজেন্টরা ওই দু’টি কেন্দ্রে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। কাউন্সিল হাউস স্ট্রিটে কমিশনের দফতরে শুধু স্পিডপোস্ট ও ই-মেলের মাধ্যমে অভিযোগপত্র জমা নেওয়া হবে। কমিশনের এক মুখপাত্র জানান, প্রথম দফায় ৩২ জনের শুনানি শেষ হয়েছে। আজ, শুক্রবার আরও ২০ জনের শুনানি হবে। বৃহস্পতিবারেও প্রায় এক হাজার মানুষ কমিশনে অভিযোগপত্র জমা দিয়েছেন।
|
সহারার আর্জি স্থগিত
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
লগ্নিকারীদের ২৪ হাজার কোটি টাকা ফেরত ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশের বিরুদ্ধে সহারা ও কর্ণধার সুব্রত রায়ের করা মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের বেঞ্চ। সহারা যাতে সময় নষ্ট না-করতে পারে সে জন্য তাদের সব মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যেতেও বলা হয়েছে।
|
আইকিয়ার লগ্নি প্রস্তাবে সায় |
ভারতে সুইডিশ সংস্থা আইকিয়ার ১০,৫০০ কোটি টাকার লগ্নি প্রস্তাবে বৃহস্পতিবার সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। পরিষ্কার হল দেশে বিশ্বের বৃহত্তম আসবাবপত্র নির্মাতাটির লগ্নি আসার পথ। এটিই এখনও পর্যন্ত ভারতে একক ব্র্যান্ডের খুচরো ব্যবসায় প্রস্তাবিত বৃহত্তম বিদেশি লগ্নি। বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন। ভারতের ছোট ও মাঝারি সংস্থাগুলি যাতে এই বিদেশি সংস্থাকে কাঁচা মাল জোগানের সঙ্গে যুক্ত হতে পারে, তার জন্য উদ্যোগী হবেন তিনি। ধুঁকতে থাকা সংস্থা অ্যান্ড্রু ইউলকে চাঙ্গা করার প্রকল্পেও এ দিন সম্মতি দিয়েছে কমিটি। সে ক্ষেত্রে সংস্থার ৪১.৫২ কোটি টাকার ঋণকে শেয়ারে রূপান্তরিত করতে ও ৩৩.৪৩ কোটি টাকার সুদ মকুবে সায় দিয়েছে তারা।
|
মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ-এর তদানীন্তন শাখা আই পি সি এলের শেয়ারে ২০০৭-এর বেআইনি লেনদেনে ১১ কোটি টাকা জরিমানা করল সেবি। রিলায়্যান্স পেট্রোইনভেস্টমেন্টসকে এই জরিমানা করা হয়েছে। পরে আই পি সি এল মিশে যায় আরআইএলে। |