পাশাপাশি শব্দছক ৫১০৪ উপর নীচে
অভদ্র
প্রাচীন বাংলার এই সুলতানের
নামেই এক উৎকৃষ্ট চালের
দাদখানি নামকরণ হয়।
গায়ের জোর খাটানো।
গৃহস্থজীবন।
জঠরাগ্নি।
১১ রাষ্ট্রসম্বন্ধীয়।
১২ শরীরের সূক্ষ্মতা।
১৪ সামান্য পার্থক্য।
১৬ রসজ্ঞানহীন।
২০ জমজমাট।
২২ এক ধরনের ছোট লাল ফুল।
২৩ জোঁক।
২৪ (সম্বোধনে) হে রাজ।
২৫ এ থেকে জ্বলা একটি স্ফুলিঙ্গই
অঘটন ঘটিয়ে দিতে পারে।
২৭ নব্যতা।
২৮ তালজ্ঞানহীন।
৩০ কুরুচিকর রসিকতা।
৩২ ফুলের তোড়া।
৩৫ ধনদেবতা কুবেরের পুরী।
৩৬ পালিয়ে নাগালের বাইরে চলে যাওয়া।
৩৮ যা স্বল্পকালের মধ্যেই ভেস্তে যায়।
৪০ শ্রীচৈতন্যদেব।
৪১ যে ব্যাধিতে বিছানায় শুলে
গায়ে কাঁটা বেঁধার অনুভূতি হয়।
৪২ অতিক্রম করা।
উপকৃত।
আয়োজন, বন্দোবস্ত।
মাতার পিতা বা পিতৃব্য।
উদার।
প্রধানত লিখতে অক্ষম এমন
কোনও ব্যক্তির পক্ষে যে স্বাক্ষর করে।
অন্য বা ভিন্ন প্রকার।
অবস্থা, হাল।
১০ এই জনপ্রিয় লেখকের
ছদ্মনাম ছিল পরশুরাম।
১৩ মানমর্যাদা।
১৫ ধরন, প্রকার।
১৭ সুমেরু পর্বত।
১৮ বাংলার এই ছোট্ট পাখিটির
আরেক নাম দরজি পাখি।
১৯ নীল রঙের সুন্দর ছোট ফুল।
২১ হাঁকডাক।
২৩ জ্বরের ভাব কবলিত।
২৬ দরদাম।
২৭ ‘কী মুরতি তব নীল
আকাশে নয়নে, উঠে গো’...।
২৯ প্রজাস্বার্থ বিরোধী আইন।
৩১ পূর্বপ্রস্তুতি ছাড়াই করা হয় এমন।
৩৩ গোরস্থান।
৩৪ প্রসাধনের প্রলেপ।
৩৫ অসাড়।
৩৭ রংকারী।
৩৯ কেঁচে গেছে এমন।
সমাধান ৫১০৩
 
First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.