তৃতীয় টেস্টে ‘অজি-বধ’ ভারতের
|
‘শেষ রক্ষা’ হল না ‘ব্যাগি গ্রিন’দের। চতুর্থ দিনের শেষে ৩ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহে ছিল ৭৫ রান। আজ পঞ্চম দিনের শুরুতেই অশ্বিন ও জাডেজার সাঁড়াশি আক্রমণে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজিদের মিডল অর্ডার। চা বিরতির আগেই ২২৩ রানে শেষ হয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। আর ভারতের কাছে জেতার লক্ষ্য রাখে ১৩৩ রান। মিচেল স্টার্ক ও ডোহার্টির পার্টনারশিপে ভাঙন ধরিয়ে শেষ উইকেটটি জাডেজা নিজের ঝুলিতে ভরার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে অজিদের ইনিংস। |
চা বিরতির পর থেকে অল্প সময়ের মধ্যে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছল ভারত। সেই সঙ্গে ধোনির বাউন্ডারির মাধ্যমে বেজে উঠল তৃতীয় টেস্ট জয়ের দামামা। টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন শিখর ধবন।
|
সাহাগঞ্জ ও দমদমে ২টি দেহ উদ্ধার |
হুগলির সাহাগঞ্জে ডানলপ কারখানার চত্বরে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ মিলল। স্থানীয় বাসিন্দারা আজ ভোরে রাস্তার পাশে জঙ্গলে পড়ে থাকতে দেখেন ওই যুবককে। তাঁর দেহে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বাসিন্দাদের অভিযোগ, কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে এই অঞ্চলে দুষ্কৃতীদের দৌরাত্ম্য ব্যাপক হারে বেড়েছে। অথচ প্রশাসন নির্বিকার। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিচয় এবং বিষয়টি খুন না আত্মহত্যা তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
অন্য দিকে, দমদমের ক্ষুদিরাম কলোনীতে পুকুরে এক বৃদ্ধার মৃতদেহ ভেসে থাকতে দেখেন বাসিন্দারা। মৃতের নাম রেবা দত্ত। বাসিন্দারা জানিয়েছেন, গতকাল রাতে পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যান ওই বৃদ্ধা। তারপর আজ সকালে তাঁর মৃতদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা।
|
৪ মাসের এক শিশুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাগুইআটির দিপুরমাঠ এলাকায়। জানা গিয়েছে, আজ সকালবেলায় এক কাগজ কুড়ানি প্লাস্টিকে মোড়া একটি ব্যাগ দেখে সেটিকে তুলতে গিয়েই শিশুটিকে দেখতে পায়। বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় থানায়। কে বা কারা শিশুটিকে ফেলে গিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
রেল অবরোধ উঠল আসানসোল ডিভিশনে |
আজ সকালে আসানসোল ডিভিশনের চিত্তরঞ্জন-জামতারা স্টেশনের মাঝে বদমা হল্ট স্টেশনে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, তপশিলি জাতি ও উপজাতিদের স্বীকৃতির দাবিতে তাদের এই অবরোধের সিদ্ধান্ত। আর এই অবরোধের জেরে হাওড়া-দিল্লি মেন শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। কলকাতা-জসিডি ও আসানসোল-জসিডি প্যাসেঞ্জার বাতিল করা হয় বলে রেলসূত্রে খবর। অন্য দিকে, এই ঘটনার জন্য বিহারের ঝাঁঝাঁ স্টেশনে আটকে ছিল ডাউন জনশতাব্দী এক্সপ্রেস। ১২.৩০ নাগাদ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বাসিন্দারা।
|
দু’ঘণ্টা পর বর্ধমান মেন শাখায় স্বাভাবিক ট্রেন পরিষেবা |
আজ সকাল ৭.৩০ থেকে হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ায় নিত্যযাত্রীরা দুর্ভোগের মুখে পড়েন। জানা গিয়েছে, পাণ্ডুয়া ও সিমলাগড়ের মাঝখানে ডাউন লাইনে প্রায় ৩ ইঞ্চি মত ফাটল ধরে। একজন কিম্যান ফাটলটি দেখতে পেয়ে স্টেশনে খবর দেন। ফাটলের বেশ কিছু দূরেই থামিয়ে দেওয়া হয় বর্ধমান থেকে ব্যান্ডেলে আসার একটি ট্রেন। আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ডাউন লাইনে ঘণ্টা দু’য়েক ট্রেন চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থলে ইঞ্জিনিয়াররা পৌঁছে দ্রুত মেরামতির কাজ শুরু করেন। সকাল ১০টা নাগাদ ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়।
|
আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
|
নিম্নচাপ অক্ষরেখার কারণে আজও কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। প্রসঙ্গত, গতকালই আবহাওয়া দফতর থেকে ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সেই মতো দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাতও হয়েছে। আবহাওয়া দফতরের রেকর্ড অনুযায়ী মার্চ মাসে দু’বার কালবৈশাখি হয়। এ মাসের অর্ধেক অতিক্রান্ত হয়ে গেলেও কালবৈশাখির এখনও পর্যন্ত কোনও দেখা মেলেনি। তা ছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকার কারণে কালবৈশাখির সৃষ্টিতে কিছুটা বিঘ্ন ঘটছে বলে মত আলিপুরের। |