টুকরো খবর
কুলির পেশা বাছলেন রাজস্থানের মহিলা
ঘর-বাহির সামলে নারী যে সত্যিই দশভুজা, ফের তার প্রমাণ দিল রাজস্থানের এক গৃহবধূ। সংসারের দায়দায়িত্ব সামলাতে জয়পুর স্টেশনের কুলিদের দলে নাম লেখালেন তিনি। সংসারের চৌহদ্দির বাইরে এসে, কুলি-বৃত্তি পেশা হিসেবে গ্রহণ করে রাজস্থানের ইতিহাসে রীতিমতো নজির গড়লেন বছর তিরিশের ওই বিধবা। গোটা জয়পুর এখন তাঁকে এক ডাকে চেনে। তাঁর নাম, মঞ্জু দেবী। কিছু দিন আগে পর্যন্তও আর পাঁচটা গৃহবধূর মতোই সাদামাঠা জীবন ছিল তাঁর। স্বামী ও তিন সন্তানকে নিয়ে সুন্দরপুরা গ্রামে ছিল তাঁর সুখের সংসার। স্বামী মহাদেব পেশায় ছিলেন কুলি। কিন্তু স্বামীর অকালমৃত্যুতে হঠাৎই বদলে গেল সব। সংসারের যাবতীয় দায়ভার এসে বর্তাল মঞ্জু দেবীর উপর। ছেলেমেয়ের পড়াশোনার খরচ কী করে জুটবে? সংসারের হাল কে ধরবে? এ রকমই একের পর এক প্রশ্নের মুখে স্বামীর পেশাই বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। যোগাযোগ করলেন রেল কর্তৃপক্ষের সঙ্গে। দুই মেয়ে, ও কোলের ছেলেকে হারসোলি গ্রামে মামার কাছে রেখে এসে ঠাঁই নিলেন জয়পুর স্টেশন সংলগ্ন এক কামরার ভাড়া বাড়িতে। সেটাই এখন তাঁর আস্তানা। শুক্রবারই স্বামী মহাদেবের লাইসেন্স ও ব্যাচ নং মঞ্জু দেবীর হাতে তুলে দেন রেল কর্তৃপক্ষ। লাল পোশাক গায়ে, পুরুষ সহকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনে ১০-১২ ঘণ্টা পরিশ্রম করে চলেছেন তিনি। চেহারায় ক্লান্তি স্পষ্ট। তবুও নিষ্ঠায় খামতি নেই। দিনের শেষে আয় ১০০ থেকে ১৫০ টাকা। আশা রাখেন, টাকা জমিয়ে শিগ্গিরই ছেলেমেয়েকে জয়পুরে নিয়ে আসবেন, ভর্তি করবেন শহরেরই কোনও ভাল স্কুলে।

সুইস মহিলাকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ছয়
দাতিয়ার জঙ্গলে সুইস মহিলাকে গণধর্ষণের ঘটনায় ছ’জনকে গ্রেফতার করল মধ্যপ্রদেশ পুলিশ। ধৃতদের মধ্যে তিন জনের নাম বিষ্ণু কাঞ্জর, রাম কাঞ্জর, গাজা কাঞ্জর। বাকি দু’ জনের পরিচয় জানা যায়নি এখনও। পুলিশ জানিয়েছে, ধৃতেরা তাদের অপরাধের কথা কবুল করেছে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া ল্যাপটপ, মোবাইল, ও অন্যান্য দামি জিনিষপত্র। চলছে জেরা। “খুব শিগ্গিরই ধৃতদের ডিএনএ পরীক্ষা করা হবে, ধর্ষণ প্রমাণিত হলে কড়া শাস্তি দেওয়া হবে তাদের,” জানালেন চম্বল রেঞ্জের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল দিলীপ আর্য। গত কালই প্রকাশ্যে আসে স্বামীর সঙ্গে ভারত ঘুরতে আসা এক সুইস মহিলাকে ধর্ষণের ঘটনা। ওর্চা থেকে আগরা যাওয়ার পথে দাতিয়ার জঙ্গল এলাকায় গণধর্ষণের শিকার হতে হয় ওই বিদেশিনিকে। প্রহৃত হন স্বামীও। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ২০ জনকে আটক করে মধ্যপ্রদেশ পুলিশ। কিন্তু নির্দিষ্ট প্রমাণের অভাবে গ্রেফতার করা যায়নি তাদের। এ দিন আটক ওই ২০ জনের মধ্যে পাঁচ জনকে শনাক্ত করে পুলিশ। ধর্ষণের মামলা দায়ের করা হয় তাদের বিরুদ্ধে। সুইস পর্যটককে ধর্ষণের কড়া নিন্দা করেছেন সুইৎজারল্যান্ডের রাষ্ট্রদূত লিনাস ভন কাস্টেলমুর।

আলফায় শিবসাগরের ১৩ যুবক
পরেশ বরুয়ার আলফায় যোগ দিলেন ১৩ যুবক। সংবাদমাধ্যমে রীতিমতো বিবৃতি পাঠিয়ে শিবসাগরের চড়াইদেও মহকুমার বাসিন্দা ১৩ যুবক জানান, রাজ্যের ও যুব প্রজন্মের সমস্যা সমাধানে রাজ্য সরকার ব্যর্থ, তাই তাঁরা এই পথ নিলেন। সম্প্রতি পরেশ বরুয়াকে ছেড়ে দলের উপ-সেনাধ্যক্ষ বিজয় চাইনিজ আত্মসমর্পণ করেছে। পুলিশের দাবি ছিল, আলফার প্রতি মানুষের আকর্ষণ কমে আসছে। তখনই এমন ঘটনায় পুলিশ উদ্বিগ্ন। বিবৃতিতে পবিত্র, পাপু, গণেশ, বিনোদ, জিতু, নোমাল ও খগেন অসমের সই রয়েছে। শিবসাগরের এসপি বি জি কুলিগ্রাম জানান, বিবৃতিটি কতটা সত্য তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য দিকে, সংগ্রামপন্থী আলফার তরফে রশ্মিতা অসম ওরফে জাহ্নবীর স্মৃতিতে একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়। প্রয়াত শিক্ষিকা জাহ্নবী মহন্ত রাজকোঁয়রের বিভিন্ন সময়ের ছবি, আলফা শিবিরে সামরিক পোশাক ও একে-৪৭সহ কোলাজ ব্যবহার করে ভিডিওটি তৈরি। পেশাদারি কায়দায় স্টুডিও ব্যবহার করে আবৃত্তি ও সঙ্গীতের যুগলবন্দির মাধ্যমে ‘শহীদ রশ্মিতা’কে শ্রদ্ধা জানিয়েছে পরশপন্থী আলফা। ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছে। এই প্রথম এমন আধুনিক কায়দায় আলফা কোনও সদস্যকে শ্রদ্ধা জানাল।

জেলে যেতে পারেন রাষ্ট্রদূত,দাবি
ইতালীয় রাষ্ট্রদূত ড্যানিয়েল মানচিনিকে জেলে পাঠাতে পারে সুপ্রিম কোর্ট। এই মন্তব্য করেছেন আইনজীবী হরিশ সালভে। ভারতীয় মৎস্যজীবী খুনে অভিযুক্ত দুই ইতালীয় নৌসেনার মামলায় ইতালির আইনজীবী ছিলেন তিনি। ইতালি নৌসেনাদের ফেরত পাঠাতে রাজি না হওয়ায় আর মামলা লড়তে অস্বীকার করেছেন সালভে। এক সাক্ষাৎকারে সালভে জানিয়েছেন, ইতালীয় রাষ্ট্রদূত সুপ্রিম কোর্টে মুচলেকা দিয়েছিলেন। তার ভিত্তিতেই ভোট দিতে দুই নৌসেনাকে ইতালি ফেরার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। নৌসেনারা না ফেরায় মানচিনি আদালত অবমাননার দায়ে পড়েছেন বলে মনে করেন সালভে। তাঁর মতে, প্রয়োজনে মানচিনিকে জেলে পাঠানো যায়। তবে সোমবার সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় বা ভারত সরকার কী ভাবে এগোতে চায়, তার উপরেই সব কিছু নির্ভর করছে।

ধনকুবের ভারতীয়
তৃতীয় বিশ্বের দেশেও যে একশো কোটি ডলারের বেশি অর্থের মালিক হওয়া যায়, তার সব চেয়ে বড় উদাহরণ হয়ে উঠলেন এক ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী, বিনোদ চৌধরী। চলতি মাসের গোড়ার দিকে ফোর্বস পত্রিকার বিলিওনিয়ারদের তালিকায় প্রথম নেপালি হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। ৫৭ বছরের বিনোদ নিজের উদ্যোগে পারিবারিক ব্যবসার চৌহদ্দি বাড়িয়েছেন অনেকটাই। সিমেন্ট থেকে শুরু করে নির্মাণ সংস্থা সবই রয়েছে চৌধরী গ্রুপের ব্যবসার তালিকায়। কিন্তু ১৯৮০ সালে নেপালে প্রথম চালু নুড্ল্সের কোম্পানিটি সব চেয়ে বেশি খ্যাতি এনে দিয়েছে তাঁকে। কোটিপতিদের তালিকায় জায়গা করে নিতে পেরে খুশি বিনোদ। তিনি জানান, “পরবর্তী প্রজন্মের কাছে উদাহরণ হয়ে উঠতে চাই আমি। এ দেশে থেকেও কিছু করা যায়, আমিই তার প্রমাণ।”

খাদে গাড়ি পড়ে গিয়ে মৃত ৭
অধিক যাত্রী-বোঝাই একটি গাড়ি মেঘালয়ের পাহাড়ি খাদে গড়িয়ে পড়ে সাত জন প্রাণ হারিয়েছেন। লাইড্রিমবাই থেকে গাড়িটি কালাইনের উদ্দেশে রওয়ানা হয়েছিল। কাল বিকেলে বদরপুর-জোয়াই জাতীয় সড়কের কুলিয়াংয়ে বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়ি গড়িয়ে পড়ে ২০০ ফুট গভীর খাদে। পূর্ব জোয়াই জেলার উমকিয়াং থানা সূত্র জানিয়েছে, গাড়িটিতে চালক-সহ ১৮ জন ছিলেন। অধিকাংশের বাড়ি বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে। তাঁরা কাজ করতেন মেঘালয়ের কয়লাখনিতে। জখমদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে তিন জন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মইনুদ্দিন লস্কর নামে একজন রয়েছেন উমকিয়াং হাসপাতালে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে চালক জেনি পালং-সহ ছ’জনকে এখনও পর্যন্ত শনাক্ত করা গিয়েছে। ময়নাতদন্তের পর তাঁদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

ঢাকা অভিমুখে বিজেপি-র লং মার্চ
বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ও সে দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে জামাতের ভূমিকার প্রতিবাদে আগরতলা থেকে ঢাকা, ‘লং মার্চ’-এর কর্মসূচি ঘোষণা করেছে ত্রিপুরা বিজেপি। দলের রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত জানান, “কাল বেলা ১২টায় তাঁরা আগরতলা প্রেস ক্লাব থেকে যাত্রা শুরু করবেন। লক্ষ্য আখাউড়া সীমান্ত পেরিয়ে ঢাকায় পৌঁছে সরকারের হাতে স্মারকলিপি তুলে দেওয়া।” বিজেপি-র এই পরিকল্পনার প্রেক্ষিতে রাজ্য সরকার বিশেষ সতর্কতা গ্রহণ করেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আখাউড়া সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে।

গ্রেফতার মন্ত্রীপুত্র
জনরোষে ও বিরোধী দলগুলির চাপে শেষ পর্যন্ত পুলিশ ওড়িশার সদ্য পদত্যাগী আইনমন্ত্রী রঘুনাথ মোহান্তির ছেলে রাজাশ্রীকে গ্রেফতার করল। তাঁর পরিবারের বিরুদ্ধে রাজাশ্রীর স্ত্রী বরষা সম্প্রতি পণের দাবিতে অত্যাচারের অভিযোগ করেন। এর পরেই মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নির্দেশে রঘুনাথ মোহান্তিকে মন্ত্রিসভা থেকে ইস্থফা দিতে হয়। যদিও মোহান্তির দাবি, তাঁর পুত্রবধূর আনা অভিযোগ ভিত্তিহীন।

ত্যাগীর নামে
প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগী, তাঁর তিন ভাই ও আরও পাঁচ জনের বিরুদ্ধে ‘লুক-আউট নোটিস’ জারি করল সিবিআই। তাঁরা যাতে কোনও বিমানবন্দর দিয়েই দেশ ছেড়ে যেতে না পারেন সে জন্যই এই সতর্কতা। ইতালীয় সংস্থা ফিনমেকানিকার কাছ থেকে কপ্টার কেনার সময়ে ঘুষের অভিযোগ আনা হয়েছে ত্যাগী-সহ ১২ জনের বিরুদ্ধে।

কথা বলার শাস্তি
ক্লাসে কথা বলেছিল প্রথম শ্রেণির ছাত্রটি। তাই তাকে অন্য ছাত্রদের সঙ্গে শেকলে বেঁধে ঘোরানো হয় সারা স্কুলে। পরে তাকে দিয়ে শৌচাগার সাফ করিয়ে একটি ঘরে আটকে রাখা হয়। দাদারের একটি স্কুলের বিরুদ্ধে এই অভিযোগই করেছেন ছাত্রটির বাবা।

ধর্ষণে বাধা, খুন
ধর্ষণে বাধা দেওয়ায় খুন হতে হল এক ব্যক্তিকে। ১১ বছরের একটি মেয়েকে বাড়ির ছাদে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করছিল এক নাবালক। তাতে বাধা দেন হাজি আবদুল জব্বর শেখ। সেই আক্রোশে পাঁচ সঙ্গীকে নিয়ে ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করে সে।

কোর্টের দায়িত্ব
বৈবাহিক সম্পর্কে সমঝোতার চেষ্টাই করা উচিত আদালতের। যদি স্বামী-স্ত্রী আদালতের বাইরে সমঝোতায় রাজি থাকেন তবে স্ত্রীর আনা অত্যাচারের অভিযোগও খারিজ করা যেতে পারে। এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.