আজ তেখালিতে মুখ্যমন্ত্রীর সভা
জ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক জনসভা করতে আসছেন খেজুরির তেখালিতে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম হয়ে খেজুরির তেখালিতে আসবেন। সভার পরে খেজুরির ভেতর দিয়ে হেঁড়িয়া হয়ে দিঘায় যাবেন তিনি। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সৈকতাবাসে রাত্রিবাস। পরদিন, ১৩ ফেব্রুয়ারি জেলার উচ্চপদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে দফায়-দফায় বৈঠক করা ছাড়াও তাজপুর, মন্দারমণি ও দেশপ্রাণ ব্লকের পেটুয়াঘাট মস্যবন্দর পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী।
খেজুরিতে সভা ও দিঘায় মুখ্যমন্ত্রীর আসাকে কেন্দ্র করে সাজো-সাজো রব পড়ে গিয়েছে জেলায়। খানাখন্দ ভরা রাস্তা মেরামতের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। দিঘার সৈকতাবাসে যাবতীয় বুকিং বাতিল করে নিরাপত্তার বেড়াজালে মুড়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দিঘায় থাকার প্রস্তুতি নিয়ে রবিবার জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি দিঘা-শঙ্করপুর উন্নয়ন পষর্দের নির্বাহী আধিকারিক সৌমেন পাল-সহ স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনিক সূত্রে খবর, এ দিন মুখ্যমন্ত্রী জনসভা থেকেই ৮টি সেতু, ৪টি ছাত্রাবাস, ৪টি গ্রামীন হাসপাতালের শিলান্যাস ও ৮৪ কোটি টাকা ব্যয়ে সমুদ্রবাঁধ মেরামতির কাজের আনুষ্ঠানিক সূচনা করবেন। এ ছাড়াও ৪টি বিদ্যুৎ সাব স্টেশনেরও উদ্বোধন করা হবে। পাট্টা বিলি, ছাত্রীদের সাইকেল বিতরণ-সহ সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের বৃত্তি, তফসিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণিদের শংসাপত্র প্রদান করবেন মুখ্যমন্ত্রী। জেলা তৃণমূল সম্পাদক মামুদ হোসেন জানিয়েছেন, জেলার নির্মীয়মাণ ৮টি ৩৩/১১ কেভি বিদ্যুৎ সাবস্টেশনের মধ্যে ৬টি উদ্বোধনের কথা থাকলেও সে দিন মাত্র ৪টি সাবস্টেশনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ সাব-স্টেশনগুলি চালু হতে আরও দুই থেকে তিন মাস সময় লাগবে।
পূর্ব মেদিনীপুরের অনুষ্ঠান থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার দু’টি আইটিআইয়ের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গড়বেতা-১ ও ডেবরা-এই দু’টি ব্লকে দু’টি আইটিআই হওয়ার কথা। বামফ্রন্ট সরকারের আমলেই অবশ্য এই আইটিআই দু’টি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি আইটিআই তৈরির অনুমোদনও মিলেছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার-যৌথ ভাবে ব্যয় বহন করবে। মুখ্যমন্ত্রীর শিলান্যাসের পরেই কাজ শুরু হবে।
এ দিকে পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার জায়গা হিসাবে নন্দীগ্রাম সীমানার তেখালিকে বেছে নেওয়ার কারণ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। বিরোধী সিপিএমের অভিযোগ, নন্দীগ্রাম আন্দোলনের স্মৃতি উস্কেই এ বারের পঞ্চায়েত ভোটের বৈতরণী পার হতে চাইছে তৃণমূল। সেই কারণেই জননী ইটভাটার পাশেই জনসভার জন্য মঞ্চ তৈরির কাজ চলছে।
পূর্ব মেদিনীপুর জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য তথা কাঁথির প্রাক্তন সাংসদ প্রশান্ত প্রধান বলেন, “গত পাঁচ বছর জেলা পরিষদে ক্ষমতাসীন থাকার কারণে এ বার জেলার মানুষের কাছে তৃণমূলকে তাদের কাজের কৈফিয়ত দিতে হবে। উন্নয়নের ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা ও পঞ্চায়েতে তৃণমূলের কাজ নিয়ে যে প্রশ্নের অবকাশ থাকছে তা বুঝেই নন্দীগ্রামের জমি আন্দোলনের স্মৃতিকে উস্কে জনতার মন পেতে চাইছে শাসকদল।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.