খেলার টুকরো খবর

ব্যাডমিন্টন
টিম ইভেন্ট ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়ে গেল মেমারির মহেশডাঙা ক্যাম্পের দক্ষিন পাড় বিবেকানন্দ স্মৃতি সঙ্ঘের মাঠে। প্রতিযোগিতায় পাণ্ডুুয়া, পাল্লা, রসুলপুর, মেমারি থেকে ১৬টি দল যোগ দেয়। ফাইনালে মহেশডাঙা সেবক সমিতিকে ২-১ সেটে হারিয়ে ট্রফি জেতে পারিজাতনগর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। সেমিফাইনালে সেবক সমিতি ২-০ সেটে সবুজ সঙ্ঘকে ও পারিজাতনগর ২-০ সেটে প্রান্তিক পাঠাগারকে হারায়। তৃতীয় স্থানে রয়েছে প্রান্তিক পাঠাগার। উদ্যোক্তাদের তরফে তিন দলকেই ট্রফি দেওয়া হয়েছে। বিশিষ্ট খেলোয়াড় ও আম্পায়ার অভিজিৎ রায় বলেন, “জেলায় টিম ইভেন্ট ব্যাডমিন্টন প্রতিযোগিতা এই প্রথম। আগে যা হয়েছে, তা হয় সিঙ্গলস নয়তো ডাবলস্।” প্রতিযোগিতার সেরা নির্বাচিত হয়েছেন তন্ময় বিশ্বাস।

ওয়ার্ড ক্রিকেট
ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় সোমবার জিতল ১৩ নম্বর ও ১২ নম্বর ওয়ার্ড। কাটোয়া পুরসভার উদ্যোগে কাটোয়া স্টেডিয়াম ময়দানে প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল ৭ নম্বর ও ১৩ নম্বর ওয়ার্ড। প্রথমে ব্যাট করতে নেমে সুদীপ্ত চক্রবর্তীর ১০১ রানের দৌলতে ৭ নম্বর ওয়ার্ড ১৮৪ রান করে। ১৩ নম্বর ওয়ার্ড অবশ্য ৬ উইকেটে জিতে যায়। দ্বিতীয় খেলায় ১২ নম্বর ওয়ার্ড চার উইকেটে ১৮৮ রান করে। ১০ নম্বর ওয়ার্ড ১৬ ওভারে সব উইকেট হারিয়ে ১২৫ রান করে। ৬৩ রানে ১২ নম্বর ওয়ার্ড জিতে যায়।

ফাইনালে দক্ষিণখণ্ড
কেন্দা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী হল দক্ষিণখন্ড ইউসি। কেন্দা ফুটবল মাঠে তারা আসানসোল সুপার ডায়ালকে ৪ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আসানসোল ৮ উইকেটে ১৫৭ রান করে। জবাবে দক্ষিণখন্ড ৬ উইকেটে জয়ের রান তুলে নেয়। আয়োজক সংস্থার পক্ষে প্রহ্লাদ বন্দ্যোপাধ্যায় জানান, ২০ ফেব্রুয়ারি বিজয়ী দল পঞ্জাবী মোড় দেবজ্যোতি সঙ্ঘের সঙ্গে ফাইনাল খেলবে।

জয়ী পাঠান
জামুড়িয়া ব্লক ১ যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত দেবাশিস ঘটক ও রবীন কাজী স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় সোমবারের খেলায় জয়ী হল পাঠান একাদশ। জামুড়িয়া আজাদ হিন্দ মাঠে তারা বার্নপুর সিসিকে ২২ রানে হারায়। প্রথমে ব্যাট করে পাঠান একাদশ সব উইকেট হারিয়ে ১০৩ রান করে। জবাবে ৮১ রানে শেষ হয়ে যায় বার্নপুর।

জিতল বাঁকোলা
আন্তঃ ইসিএল টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে সোমবার জয়ী হল বাঁকোলা এরিয়া। ইসিএলের সাকতোড়িয়া স্টেডিয়ামে তারা মগমা এরিয়াকে ৪ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে মগমা ৬ উইকেট হারিয়ে ৯৩ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বাঁকোলা। খেলার সেরা বিজয়ী দলের রাজীব পান্ডে।

জয় ভালাডিহির
কুইলাপুর ইয়ুথ ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় সোমবারের খেলায় বিজয়ী হল ভালাডিহি সবুজ সঙ্ঘ। কুইলাপুর জলট্যাঙ্কি মাঠে তারা হারামডিহি সিসিকে ১৪৭ রানে হারায়। প্রথমে ব্যাট করে সবুজ সঙ্ঘ ৬ উইকেটে ২৫২ রান করে। জবাবে ১০৫ রান করে হারামডিহি।

জয়ী সাদ্দাম সমিতি
মিহির কুমার দে স্মৃতি রক্ষা কমিটি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হল সাদ্দাম সমিতি ক্লাব। চিত্তরঞ্জন শ্রীলতা মাঠে তারা কালীঘাট এসএসকে ১-০ গোলে হারায়। গোল করেন ম্যাচের সেরা বিজয়ী দলে নীরেন ধাওয়ান।

হারল মুরারডি
সালানপুর বাবু ক্লাব আয়োজিত ক্রিকেটে সোমবারের খেলায় সুপার ওভারে জিতল এইচসিএল বয়েজ ক্লাব। সালানপুর স্কুল মাঠে তারা মুরারডি সিসিকে হারায়। প্রথমে ব্যাট করে মুরারডি সব উইকেটে ১২৮ রান করে। জবাবে এইচসিএল ৯ উইকেটে রান তুলে নেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.