মিলল আশ্বাস, অনশন উঠল কুষ্ঠ রোগীদের
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
সরকারি আধিকারিকদের আশ্বাসে অবশেষে অনশন ভাঙলেন ছাতনার গৌরীপুর কুষ্ঠ হাসপাতালের রোগীরা। গত ৩১ ডিসেম্বর থেকে ওই হাসপাতালের চিকিৎসক বাণীপ্রসাদ চট্টোপাধ্যায়ের বদলির নির্দেশের বিরুদ্ধে অনশনে বসেছিলেন শতাধিক কুষ্ঠ রোগী। হাসপাতালে রোগী কল্যাণ সমিতি গড়া, রোগী-কর্মীদের ভাতা বৃদ্ধি-সহ আরও কিছু দাবি তুলেছিলেন আন্দোলনকারীরা। আট দিন পরেও জেলা প্রশাসনের কোনও আধিকারিক তাঁদের অনশন ভাঙতে এগিয়ে না আসায় মঙ্গলবার সকাল থেকে বেশ কয়েক ঘণ্টা বাঁকুড়া-ছাতনা সড়ক অবরোধ করেন কুষ্ঠ রোগীরা। খবর পেয়ে শেষে জেলা কুষ্ঠ আধিকারিক গিরীশচন্দ্র বেরা-সহ একাধিক সরকারি আধিকারিক গৌরীপুর কুষ্ঠ হাসপাতালে উপস্থিত হন। অনশনকারীদের সঙ্গে আলোচনা করে তাঁদের দাবিদাওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন। এর পরে অবরোধ-অনশন তুলে নেন রোগীরা। আন্দোলনের নেতৃত্বে থাকা ‘সারা বাংলা কুষ্ঠ কল্যাণ সমিতি’র জেলা সাধারণ সম্পাদক রাধাবল্লভ পান্ডা বলেন, “বাণীপ্রসাদবাবুর বদলি রদ এবং অন্য দাবিগুলি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন জেলা কুষ্ঠ আধিকারিক। আপাতত আন্দোলনের পথ থেকে আমরা সরছি।”
|
হাসপাতালে আগুন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আমরির পরে সব হাসপাতালেই ‘স্মোক ডিটেক্টর’ ও ‘স্মোক অ্যালার্ম’ লাগানোর কথা বলা হয়। তা যে মানা হয়নি সেটাই দেখাল বিসি রায় শিশু হাসপাতালের ঘটনা। মঙ্গলবার আগুনের ফুলকি ও ধোঁয়া বেরোনোয় আতঙ্ক ছড়ায়। অধ্যক্ষ মালা ভট্টাচার্য জানান, ১৪ নম্বর ওয়ার্ডের বাইরের সুইচ বোর্ড থেকে আগুনের ফুলকি ও অল্প ধোঁয়া বেরোয়। দমকল পৌঁছনোর আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়। আতঙ্ক ছড়ানোয় ওই ওয়ার্ডের সব শিশুকেই পাশের ওয়ার্ডে সরানো হয়।
|
হাসপাতালে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বারাবনির কেলেজোড়া হাসপাতালে বন্ধ্যাকরণ অস্ত্রোপচারের সময় দু’জনের মৃত্যুর ঘটনার তদন্ত চেয়ে মঙ্গলবার আসানসোল স্বাস্থ্য জেলার মহকুমা স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ আদিবাসী মঞ্চের কয়েক’শো সদস্য সমর্থক। তাঁদের অভিযোগ, ঘটনায় জড়িতদের এখনও শাস্তি হয়নি। ফলে ভবিষ্যতেও এমন ঘটার সম্ভাবনা থাকছে। সংগঠনের জেলা নেতা বিনয় হাঁসদার দাবি, ৭২ ঘন্টার মধ্যে অভিযুক্তরা শাস্তি না পেলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। তবে মহকুমা স্বাস্থ্য আধিকারিক অরিতা সেন চট্টরাজ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
|
প্রশিক্ষণ চালু
নিজস্ব সংবাদদতা • শিলিগুড়ি |
‘হোমনার্সিং’-এ এক বছরের প্রশিক্ষণ চালু করল নিবেদিতা ইন্সস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের কাছে মালবাজার পুর ভবনে ওই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। তিনি বলেন, “স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই কেন্দ্র থেকে যারা প্রশিক্ষণ নেবেন তারা গ্রামাঞ্চলে স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার কাজ করতে পারেন।” মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবীর ভৌমিক জানান, প্রশিক্ষণপ্রাপ্তরা চাইলে এই সংস্থার মাধ্যমে ‘আশা’ কর্মীদের সঙ্গে স্বাস্থ্য সচেতনতার কাজ করতে পারেন।
|
দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সিএসআর বিভাগের উদ্যোগে ও মেজিয়ার অর্ধগ্রাম পঞ্চায়েতের ব্যববস্থাপনায় স্থানীয় ফুটবল মাঠে এক দিনের স্বাস্থ্য শিবির হয়েছে। প্রায় আড়াই হাজার মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। |