ভাগবতকে আক্রমণ করে সুর চড়াল নীতীশ শিবির
রাসরি আরএসএস প্রধান মোহন ভাগবতকে আক্রমণ করল নীতীশ কুমারের দল জেডি-(ইউ)। ফলে, এনডিএ-র রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ হল।
জেডি-(ইউ)-এর দুই শীর্ষনেতা শিবানন্দ তিওয়ারি ও শরদ যাদব আজ মোহন ভাগবতকে এমআইএম নেতা আকবরউদ্দিন ওয়াইসির সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, ওঁরা দু’জন একই মুদ্রার দু’টি পিঠ। এ দিনই তালিবানের সঙ্গে আরএসএসের তুলনা করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। জেডি- (ইউ) নেতাদের মন্তব্যও প্রায় একই সুরে বাঁধা হওয়ায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। সম্প্রতি বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভাগবত। উস্কানিমূলক
নীতীশ কুমার
মোহন ভাগবত
বক্তৃতা দেওয়ার দায়ে ওয়াইসিকে তলব করেছে পুলিশ।
রাজনীতির কারবারিদের বক্তব্য, পরিকল্পনা মেনেই শিবানন্দ তিওয়ারি এবং এনডিএ-র আহ্বায়ক শরদ যাদব ভীমরুলের চাকে ঢিল ছুড়েছেন। বিজেপি যতই নরেন্দ্র মোদীর উপরে নির্ভরশীল হচ্ছে ততই আক্রমণাত্মক হচ্ছেন নীতীশ। মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হলে এনডিএ জোট ছাড়ার হুমকি আগেই দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। সম্প্রতি পটনায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটি রাজ্য সম্মেলন হয়েছে। সেখানে আরএসএসের শীর্ষনেতারা হাজির হয়েছিলেন। বিজেপি-র রাজ্য সভাপতি সি পি ঠাকুর নরেন্দ্র মোদীকে নিয়ে এসে বিহারে প্রচারাভিযান করবেন বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন।
নীতীশ কুমার উচ্চবর্ণের হিন্দু ভোট হারাতে চান না বলে আনুষ্ঠানিক ভাবে এনডিএ ছাড়তে চাইছেন না। নীতীশকে হারাতে রাজি নয় বিজেপিও। মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছে আরএসএস। কিন্তু নীতীশ সংখ্যালঘু ও নিম্নবর্ণের ভোট দখল করতে আরও বেশি করে হিন্দুত্ব ও আরএসএস-বিরোধী বক্তব্য পেশ করছেন। বিহারে উন্নয়নের বিষয়টি তুলে ধরে বিজেপির উচ্চবর্ণের ভোটের রাজনীতি থেকেও একটু স্বাত্যন্ত্র বজায় রাখছেন। নীতীশের বক্তব্য, বিহারে রাস্তা, বিদ্যুৎ ও মেয়েদের প্রাথমিক শিক্ষা নিয়ে বিশেষ উদ্যোগী তাঁর সরকার। এগুলি সব ধর্ম, বর্ণের মানুষের জন্য।
আধুনিক বিহার গড়তে উদ্যোগী নীতীশ উগ্র মুসলিম সাম্প্রদায়িকতাও এড়াতে চান। ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি তুলে ধরতে শনিবার পটনায় দলাই লামাকে নিয়ে সভা করেছেন তিনি। দলাই লামার পরধর্ম সহিষ্ণুতার সঙ্গে মেশাতে চেয়েছেন বিহারের বুদ্ধগয়া-নালন্দার ঐতিহ্যকে। আন্তর্জাতিক ক্ষেত্রেও দলাই লামাকে সেতু করতে চান নীতীশ। বিজেপির পক্ষে অবশ্য আজ চুপ করে থাকা সম্ভব হয়নি। মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “ভাগবতকে নিয়ে জেডি-(ইউ) নেতাদের মন্তব্য নিন্দনীয়।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.