|
|
|
|
ফব’র জেলা সম্পাদক ঠিক করল রাজ্য কমিটি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদকের পদ থেকে সরতে হল সুকুমার ভুঁইয়াকে। তাঁকে দলের জেলা সভাপতি করা হল। নতুন সম্পাদক হলেন অশোক ভট্টাচার্য। তিনি আগে দলের জেলা সভাপতি ছিলেন। বৃহস্পতিবার ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। জেলা সম্পাদক, সভাপতি ছাড়া কোষাধ্যক্ষ ও সহ-সভাপতি পদ নিয়েও সদ্য সমাপ্ত জেলা সম্মেলনে ঐকমত্যে পৌঁছনো যায়নি। এই দুই পদ নিয়েই রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সহ-সভাপতি হয়েছেন ললিত ঝা। কোষাধ্যক্ষ হয়েছেন কেদার রায়। গত ২২ ও ২৩ ডিসেম্বর, দু’দিন ধরে ডেবরার বালিচকে ফরওয়ার্ড ব্লকের সপ্তম পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন হয়। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর দুই সদস্য নিশিকান্ত মেহেতা এবং হাফিজ আলম আনসারি। জেলা সম্মেলন থেকে অবশ্য পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা সম্ভব হয়নি। সৌজন্যে, সেই গোষ্ঠীদ্বন্দ্ব। দলীয় সূত্রে খবর, সম্মেলনের শেষ দিন শুরুতে জেলা কাউন্সিলর গঠন হয়। ৩৬ জনের জেলা কমিটি গঠন হয়। এরমধ্যে ১১ জন সম্পাদকমণ্ডলীর সদস্য রয়েছেন। ৪ জন সম্পাদকমণ্ডলীর আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন। এই পর্যন্ত ঠিকই ছিল। এরপরই গোলমাল শুরু হয়। উপস্থিত রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্য সম্পাদক হিসেবে অশোক ভট্টাচার্য এবং সভাপতি হিসেবে সুকুমার ভুঁইয়ার নামই প্রস্তাব করলে ঐকমত্য হয়নি। সুকুমারবাবুর অনুগামীরা জানান, অশোকবাবুকে সম্পাদকের পদে রাখা যাবে না। আবার অশোকবাবুর অনুগামীরা সুকুমারবাবুর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সরব হন। পরিস্থিতি দেখে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের প্রক্রিয়া স্থগিত করা হয়। সিদ্ধান্ত হয়, বিষয়টি নিয়ে রাজ্য স্তরেই সিদ্ধান্ত হবে। সেই মতো বৃহস্পতিবার রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। কয়েক মাস আগে অন্য কয়েকটি জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটিও ভেঙে দেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতৃত্ব। পরিবর্তে দলের তরফে জেলার পর্যবেক্ষক নিশিকান্ত মেহেতাকে ভারপ্রাপ্ত জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। রাজ্য কমিটির বৈঠক শেষে বৃহস্পতিবার নিশিকান্তবাবু বলেন, “রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত মতো সুকুমার ভুঁইয়াকে সভাপতি এবং অশোক ভট্টাচার্যকে সম্পাদক করা হয়েছে।”
|
|
|
|
|
|