ফিরে দেখা ২০১২
কেস ফাইল
• ১১ জানুয়ারি: রামপুরহাট কলেজে অধ্যক্ষকে হেনস্তা। জ্ঞান হারালেন অধ্যক্ষ। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদ।
• ৩১ জানুয়ারি: রঘুনাথপুরে পড়শি শিশু খুনের দায়ে দম্পতির যাবজ্জীবন।
• ১৬ ফেব্রুয়ারি: কোতুলপুরে বাড়ির উঠোনে ইট-বালির নিচে মিলল প্রতিবেশী যুবকের দেহ। বাড়ি পোড়াল জনতা। ধৃত ৩।
• ২৭ ফেব্রুয়ারি: তৃণমূল কর্মী মদন খাঁ খুনের মামলায় তালড্যাংরার সিপিএম বিধায়ক মনোরঞ্জন পাত্রের আত্মসমর্পণ খাতড়া আদালতে।
• ২৮ ফেব্রুয়ারি: বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মূক-বধির তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত হাউসস্টাফ।
• ১৭ মার্চ: সারেঙ্গার বড়গাড়রা মোড়ে ট্রাক-ট্রেকার সংঘর্ষে ১১ জনের মৃত্যু।
• ২১ মার্চ: সিউড়িতে নিজের ক্যাফের মধ্যেই খুন ব্যবসায়ী। ধৃত এক স্কুল ছাত্র।
• ২ এপ্রিল: আদ্রায় ডিআরএম কার্যালয়ের সামনে খুন।
• ১৫ মে: বান্দোয়ানে ডাইন সন্দেহে মাকে খুন। পরে বাবাকেও কোপ মারল ছেলে।
• ৪ জুন: বোলপুর স্টেশনে রেলের হকার স্বপন দাসকে পিটিয়ে খুন। অভিযুক্ত আরপিএফের এক এএসআই।
• ১১ জুন: বরাবাজার ব্লক অফিসে স্মারকলিপি দিতে এসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। গ্রেফতার ৭৫।
• ১৭ জুন: নলহাটি পুরসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতা ধরে রাখলেও হারলেন বিদায়ী পুরপ্রধান বিপ্লব ওঝা।
• ২৪ জুন: আনন্দমঠ হোমের অব্যবস্থার প্রতিবাদে আবাসিক মেয়েদের বিদ্রোহ।
• ৪ জুলাই: পাঠভবনের ওয়ার্ডেনের বিরুদ্ধে এক ছাত্রীকে নিজের প্রস্রাব চাটতে বাধ্য করানোর অভিযোগ।
• ৬ জুলাই: কলেজে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে রাইপুরের সিপিএম বিধায়ক উপেন কিস্কুকে সাসপেন্ড করল দল।
• ২৫ জুলাই: আদ্রায় রেলের ঠিকাদার খুন।
• ৬ সেপ্টেম্বর: ফুলকুসমায় নদীতে বাস উল্টে ৮ জনের মৃত্যু।
• ১৩ সেপ্টেম্বর: বোমা বাঁধতে গিয়ে রামপুরহাট থানার বগটুই গ্রামে সাত জনের মৃত্যু।
• ১৯ সেপ্টেম্বর: সারা রাত বিষ্ণুপুরের একটি হোমে কুয়োয় পড়ে রইল ৮ বছরের আবাসিক বালক।
• ১০ নভেম্বর: সিউড়ির একটি নার্সিংহোমের মধ্যে পিস্তল উঁচিয়ে হুমকি ‘বহিষ্কৃত’ তৃণমূল নেতার।
• ২৩ নভেম্বর: বিবাহ বর্হিভূত সম্পর্কের অভিযোগে রামপুরহাটের চাকাইপুরে বধূর চুল কেটে ঘোরাল গ্রামবাসী।
• ১৬ ডিসেম্বর: রঘুনাথপুরে ডিভিসি-র তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের শিলান্যাস।
এক বছরে রামপুরহাট ও বোলপুর মহকুমা
এলাকাতেই ৫০টির বেশি মন্দিরে চুরি।

হাতি-নামা

• ১২ অক্টোবর:
সোনামুখীর ডিভিসি ক্যানালে পড়ে একটি হাতির মৃত্যু, জখম দুই হাতিকে উদ্ধার।
• ১০ জানুয়ারি: বড়জোড়ার বাঁধকানায় হাতির হামলায় মৃত যুবক।
• ২০ জানুয়ারি: বড়জোড়ার ধানশোলে এক চাষিকে মারল হাতি।
• ৩০ জানুয়ারি: সোনামুখীতে হাতির হানায় যুবকের মৃত্যু।
• ৩১ মার্চ: বিষ্ণুপুরের বাঁকাদহে হাতি আছড়ে মারল চাষিকে।
• ৭ মে: বিষ্ণুপুরে বৃদ্ধাকে মারল হাতি।
• ২০ মে: বিষ্ণুপুরে ট্রেনে কাটা পড়ে হাতির মৃত্যু।
• ১৬ জুলাই: পুরুলিয়ার জয়পুরে মাহুতকেই আছড়ে-পিষে মারল পোষা হাতি।
• ২০ জুলাই: হাতির হানায় বাঁকুড়ায় যুবকের মৃত্যু।
• ২৮ জুলাই: বারিকুলে হাতির হানায় মৃত্যু।
• ১১ নভেম্বর: ঝালদার ডুড়কুতে কুয়োয় পড়া দাঁতালকে দলে ফেরাল বনদফতর।
• ৩ ডিসেম্বর: ঝালদার ডুড়গি গ্রামে সেচ কুয়োয় পড়ে এক হস্তিশাবকের মৃত্যু। উদ্ধার এক হস্তিনী।

মাও-পর্ব
• ৬ মার্চ: মাওবাদীদের অযোধ্যা স্কোয়াড সদস্য মাও দম্পতি রমেশ সিং সর্দার এবং শিবাণী লায়ার আত্মসমর্পণ।
• ১৭ জুলাই: বলরামপুরের বিরামডি স্টেশনের কাছ থেকে ধৃত মাওবাদীদের অযোধ্যা স্কোয়াড নেতা বিক্রম ওরফে অর্ণব দাম
• ২৮ সেপ্টেম্বর: খাতড়া আদালতে ৭ মাওবাদীর যাবজ্জীবন কারাদণ্ড।
• ২৭ নভেম্বর: মাওবাদী স্কোয়াড সদস্য অভিযোগে তালড্যাংরা থেকে ধৃত গুরুদাস মুর্মু।
• ২২ ডিসেম্বর: মাওবাদীদের অযোধ্যা স্কোয়াডের সদস্য মাও দম্পতি বিজয় সিং সর্দার ও স্ত্রী মৌমিতা পাহাড়িয়ার আত্মসমর্পণ।

লোবা-কাণ্ড

লোবায় এই মাটি কাটার যন্ত্রকে কেন্দ্র করে সংঘর্ষ বেধেছিল।

• ৬ নভেম্বর: লোবায় আটকে রাখা প্রসতাবিত কয়লাখনির মাটি কাটার যন্ত্র উদ্ধারে যাওয়া পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ। জখম পুলিশ কর্মী ও গ্রামবাসী-সহ ৩০ জন। ভাঙচুর পুলিশের গাড়ি। সরানো হয় এসপিকে।
• ৪ ডিসেম্বর: লোবায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ আগমন। মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীর নির্দেশে দুবরাজপুর থানার ওসি বদল। ক্ষতিপূরণের চেক নিতে মঞ্চে এলেন না আহত গ্রামবাসীরা।

রেণু-হত্যা মামলা
• ১৩ জানুয়ারি: শান্তিনিকেতনের বাগানপাড়ায় নিজের বাড়িতে খুন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রেণু সরকার। পরে ধৃত বাড়ির কেয়ারটেকার-সহ তিন। ছ’মাস পরে পুলিশ মূল অভিযুক্ত মঙ্গল সাহানি, তার সঙ্গী পিন্টু দাস ও বাড়ির কেয়ারটেকার উজ্জ্বল তপাদারের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। অগস্ট থেকে বোলপুর ফাস্টট্র্যাক আদালতে শুরু মামলা।

গোষ্ঠীদ্বন্দ্বে খুন
জেলায় এক বছরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হলেন সাত জন। দুবরাজপুর ও খয়রাশোলে এক ঘণ্টার মধ্যেই গুলিতে খুন তিন তৃণমূল নেতা-কর্মী। এ ছাড়াও নানুরে তিন জন এবং লাভপুরে এক জন খুন হয়েছেন।

প্রসঙ্গ শান্তিনিকেতন

• ১৩ সেপ্টেম্বর:
রবীন্দ্রনাথ ঠাকুরের বজরা ‘পদ্মা ও চপলা’-র
প্রতিকৃতি বিশ্বভারতীকে উপহার দিল বাংলাদেশ সরকার।


• ১৮ ও ১৯ ডিসেম্বর:
প্রথম বাঙালি রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক প্রণব মুখোপাধ্যায়ের
শান্তিনিকেতন সফর। রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির ১০০ বছর উপলক্ষে গীতাঞ্জলির নয়া সংস্করণের
প্রকাশ। হেলিপ্যাডে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে গিয়ে বিশ্বভারতীর অপদার্থতায় উপাচার্যকে দূরে থাকতে হল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.