টুকরো খবর
উৎসব থেকে রেহাই প্রাণীদের
বর্ষবরণের উৎসব থেকে প্রাণীদের রেহাই দিতে উদ্যোগী হল গোলাঘাট জেলা প্রশাসন। কাজিরাঙা চত্বর জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। অরণ্য সংলগ্ন এলাকায় নিষিদ্ধ হয়েছে বনভোজন। প্রশাসনের তরফে কাজিরাঙা কর্তৃপক্ষ, কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদ ও পশুপ্রেমী সংগঠনগুলিকে এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে অনুরোধ জানানো হয়। যে সব এলাকা বনভোজনের জন্য নির্দিষ্ট করা হয়েছে, সেখানেও, প্লাস্টিক ব্যবহারে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। অরণ্যের পাশে, ঝর্নার পাশে আবর্জনা ফেলে রাখলে তা থেকেও দূষণ ছড়াতে পারে। হরিণ বা পাখিরা সেই সব খাবারের অবশিষ্ট খেয়ে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাও থাকে। তাই, বনভোজনে আসা দলগুলিকে সব বর্জ্য সংগ্রহ করে সঙ্গে নিয়ে যেতে বা নির্দিষ্ট জায়গায় মাটি চাপা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে, জোরে গান বাজানোর ব্যাপারেও প্রশাসনের তরফে সংযমী হওয়ার অনুরোধ জানানো হয়। কাজিরাঙা ঘিরে থাকা হোটেল, বার, রিসর্টগুলিতে বর্ষবরণের পার্টি হবে। তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন রাত ১২টার পরে আসর না চলে। বনভোজনস্থল ও হোটেল-রিসর্টের উপরে কড়া নজর রাখবে পুলিশ। নির্দেশ না মানলে থাকছে জরিমানা ও শাস্তির ব্যবস্থা।

সাফাইয়ে পড়ুয়ারা
জাতীয় সেবা প্রকল্পে হাসপাতাল সাফাই ও খাল সংস্কারে নামল কলেজের পড়ুয়ারা। রবিবার হলদিয়ার চৈতন্যপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে শীতকালীন ক্যাম্পের শেষ দিন ছিল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন কলেজের অধ্যক্ষ মণিশঙ্কর মাইতি, মহিষাদল রাজ কলেজের অধ্যক্ষ অসীম বেরা প্রমুখ ব্যক্তিত্ব। মোট চারটি ইউনিটে চলা এই ক্যাম্পে যোগ দেয় প্রায় দু’শো পড়ুয়া।

মৃত ছয় হাতি
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দু’টি বাচ্চা-সহ ছ’টি হাতির। ওই দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে ট্রেনেরই এক কোচ অ্যাটেডেন্টের। ওড়িশার গঞ্জাম জেলায় রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, রম্ভা এবং গুমা স্টেশনের চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে কাটা পড়ে ছ’টি হাতি। ওই দুর্ঘটনায় রাজেন্দ্র জেনা নামে এক কোচ অ্যাটেডেন্টও মারা গিয়েছেন।

নিষিদ্ধ পিকনিক
—নিজস্ব চিত্র
শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ির মহানন্দা ব্যারাজে পিকনিক-হইহুল্লোড়ের জেরে শীতের পরিযায়ী পাখিদের সংখ্যা কমতে থাকায় বেশ কিছু দিন ধরেই উদ্বেগ প্রকাশ করছিলেন পরিবেশপ্রেমীরা। অবশেষে ফুলবাড়ি ক্যানাল এলাকায় পিকনিক নিষিদ্ধ ঘোষণা করল ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতি। গত শনিবার স্থানীয় বিডিও বিরূপাক্ষ মিত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণবেশ মণ্ডল এবং ওসি সুরজ থাপা এলাকায় গিয়ে নির্দেশনামা সংক্রান্ত বোর্ড ঝুলিয়ে দেন। বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয় গাড়ি ঢোকার ব্যবস্থাও। বিডিও জানান, বাসিন্দা, পর্যটকেরা এলাকায় ঘুরে পাখি দেখতে পারবেন। কিন্তু পিকনিক, খাওয়াদাওয়া একেবারে নিষিদ্ধ করা হল। কাউকে ধরা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.