ব্যাঙ্ক অফ বরোদাকে কেন্দ্র জোগাবে ১,৫৫০ কোটি টাকা |
ব্যাঙ্ক অফ বরোদাকে ১,৫৫০ কোটি টাকা মূলধন জোগাবে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের জন্য প্রেফারেন্স শেয়ার (অগ্রাধিকারের ভিত্তিতে ইস্যু করা শেয়ার) ইস্যুর মাধ্যমেই ওই মূলধন সংগ্রহ করবে ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্কের পরিচালন পর্ষদ সায় দিয়েছে বিষয়টিতে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির তরফে জানানো হয়েছে, প্রতিটি শেয়ারের মূল দাম ১০ টাকা। প্রসঙ্গত, এ বছর বাজেটেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ১৫ হাজার কোটি টাকা মূলধন জোগানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্র। সেই অনুযায়ী, এ সপ্তাহের শুরুতেই রাষ্ট্রায়ত্ত ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেন্দ্রের কাছে বন্ড ছেড়ে ১,৫০০ কোটি টাকা সংগ্রহের কথা ঘোষণা করেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকেও ৩০০৪ কোটি টাকা মূলধন জোগানো হবে বলে জানিয়েছে সরকার।
|
একটাই জামা। ওজন সাড়ে তিন কেজি। হবে না-ই বা কেন, পুরোটা যে সোনায় বোনা। কীর্তি বাংলারই ১৫ জন স্বর্ণ শিল্পীর। ষোলো ঘণ্টা করে টানা দু’সপ্তাহ কাজ করে তাঁরা তৈরি করেছেন এই মহার্ঘ্য জামাটি। এক কোটি সাতাশ লক্ষ টাকা দিয়ে তা কিনে নিলেন পুণের এক ব্যবসায়ী।
|
এক থেকে দু’বছরের কম মেয়াদের সব আমানতে সুদের হার ৩৫ বেসিস পয়েন্ট বাড়াল দেনা ব্যাঙ্ক। ইতিমধ্যেই কার্যকর হয়েছে নতুন হার। এর ফলে ওই মেয়াদি জমায় এখন গ্রাহক সুদ পাবেন ৯.১০%। |