ইসকুলে মুশকিল
আমার উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি বলে সবাই ক্লাসে আমায় ‘লিলিপুট’ বলে ডাকে। আমি আর এ ডাক শুনতে পারছি না। কী করব?
অনুভব বিশ্বাস। অষ্টম শ্রেণি, মর্ডান ইংলিশ অ্যাকাডেমি, ব্যারাকপুর

অনুভব, দৈহিক উচ্চতা বংশগতির দ্বারা নিয়ন্ত্রিত। এটার উপর কারও কোনও হাত নেই। তুমি যদি উচ্চতায় খাটো হও, তাতে খুব কিছু যায়-আসে না। নেপোলিয়ান বোনাপার্ট যথেষ্ট বেঁটে ছিলেন। আরও বহু বিখ্যাত ব্যক্তি দৈহিক উচ্চতায় খাটো ছিলেন, কিন্তু অন্য অনেক গুণে অনেকের চেয়ে সেরা ছিলেন। সেটা মনে রেখো, তা হলে ‘লিলিপুট’ বলে ডাকলে তোমার এত খারাপ লাগবে না।
আমি স্নান করে ঠাকুরের হরিতলা থেকে হরির টিপ কপালে পরি বলে আমার বন্ধুরা আমায় ‘বলো, হরি হরিবোল’ বলে এবং বেশি পড়ি বলে আমায় ‘মুখস্থ বিদ্যা’ বলে খ্যাপায়। আমার মা বলেছেন, ওদের কথায় কান দিয়ো না। আমি কি ওদের সঙ্গে কথা বলব না?
কৌশিক গোস্বামী। দশম শ্রেণি, কাশীরাম দাস বিদ্যায়তন, কাটোয়া
কৌশিক, তোমার মা তো ঠিক কথাই বলেছেন। তুমি তোমার ধর্মবিশ্বাস মতো কাজ করছ। অন্যের তাতে আপত্তি হওয়ার কোনও কারণ নেই। তুমি ওদের খ্যাপানোয় কান না দিলেই হল। আর পড়াশোনা করা তো খারাপ নয়। মুখস্থ করাও খারাপ কিছু নয়। শুধু একটু চিন্তা করো, তুমি বুঝে মুখস্থ করছ, নাকি না বুঝে মুখস্থ করছ। বুঝে মুখস্থ করলে অনেক তাড়াতাড়ি মুখস্থ হবে, আর হয়তো তোমায় ‘প্রচণ্ড পড়াশোনা’ করতে হবে না।

আমার পাঠ্যবই দু’তিন বার পড়ার পর আর পড়তে ইচ্ছে করে না, নতুন নতুন বই পড়তে ইচ্ছে করে। পরীক্ষায় নম্বরও কম পাই। আমি কী করব?
মনামি পাইন। প্রথম শ্রেণি, বিদ্যাসাগর নার্সারি স্কুল
মনামি, নতুন বই তো খুব সুন্দর, তাই না। নতুন নতুন গন্ধ, নতুন ছবি, নতুন গল্প খুব ভাল লাগে, তাই তো? কিন্তু পুরনো বন্ধুর সঙ্গে থাকতে কেমন ভাল লাগে, বলো তো? সব কিছু চেনা-পরিচিত। ব্যাপারটা অনেকটা সেই রকম। তা ছাড়া বোঝাই যাচ্ছে, পুরনো বইয়ের সব কিছু ভাল ভাবে তুমি শেখোনি। তাই পরীক্ষায় কম নম্বর পাও। আর পুরনো বইতে যা আছে সেটা ভাল ভাবে না শিখলে নতুন বইয়ের বিষয় ভাল ভাবে বুঝতে পারবে না। তাই পুরনো বইকে পুরনো বন্ধু মনে করবে, বারে বারে পড়ে সবটা শিখে নেবে। তবে পরীক্ষায় ভাল করবে।
খামে ভরো মুশকিল

পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের।
চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:

ইসকুলে মুশকিল, রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.