টুকরো খবর
মার্কিন অর্থনীতির হাল ফেরানো নিয়ে আশাবাদী ওবামা
অর্থনীতিকে ফের একদফা মন্দার কবল থেকে বাঁচানো নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ব্যাপারে মার্কিন কংগ্রেস সদস্যরা চরম ব্যয়সঙ্কোচ ও কর বৃদ্ধি থেকে আমজনতাকে রেহাই দিতে বিকল্প প্রস্তাবে একমত হবেন বলেই তাঁর ধারণা। এর জন্য ৩১ ডিসেম্বর মধ্যরাত্রি পর্যন্ত যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যেই এটা সম্ভব হবে বলে মনে করছেন ওবামা। তাঁদের সঙ্গে এক দফা আলোচনার পরেই মার্কিন প্রেসিডেন্ট এই ইঙ্গিত দেন। অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে এমন কিছু ব্যবস্থা নিতে হবে, যার ফলে কোণঠাসা অবস্থা বা ‘ফিসকাল ক্লিফ’ থেকে বার করে আনা যাবে দেশকে। ফিসক্যল ক্লিফ হল এমন এক পরিস্থিতি, যেখানে ব্যয়সঙ্কোচ এবং কর বৃদ্ধি চরমে পৌঁছবে। কাজ হারাতে হবে বহু মধ্যবিত্তকে, কমবে কর্মীদের বেতনের বহর ইত্যাদি। তবে এর বিকল্প নিয়ে ঐকমত্য হলে অর্থনীতির হাল ফিরবে বলে মনে করেন ওবামা।

মিস্ত্রি দায়িত্ব নিচ্ছেন কাল
রতন টাটার উত্তরসূরি টাটা গোষ্ঠীর নতুন কর্ণধার সাইরাস মিস্ত্রি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিচ্ছেন সোমবার। রতন টাটা শুক্রবার অবসর নিলেও শনি ও রবিবার ছুটির দিন হওয়ায় মিস্ত্রি ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে গোষ্ঠীর দফতরে পা রাখবেন ওই দিন। টাটা গোষ্ঠীর সদর দফতর বম্বে হাউস সূত্রে আজ এ খবর জানা গিয়েছে। ২১ বছর একটানা চেয়ারম্যানের দায়িত্বে থাকার পর সংস্থার দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণ থেকে সরে দাঁড়ালেন রতন টাটা। যদিও শীর্ষ সাম্মানিক পদ চেয়ারম্যান এমেরিটাস হিসেবে থাকছেন তিনিই। ২০০৬ সাল থেকে টাটা গোষ্ঠীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন মিস্ত্রি। এক বছর আগেই হবু চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয় তাঁকে।

নালকো-র প্রাক্তন কর্তাকে চার্জশিট
আইন বহির্ভূত সম্পদ রাখার অভিযোগে নালকো-র প্রাক্তন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এ কে শ্রীবাস্তবকে চার্জশিট দিল সিবিআই। বিভিন্ন উৎস থেকে আয়ের অতিরিক্ত ২ কোটি টাকার সম্পদ তাঁর হাতে রয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে আছে স্থাবর ও অস্থাবর সম্পত্তি, যা তাঁর আয়ের তুলনায় ২০১ শতাংশ বেশি বলে অভিযোগ। সিবিআই সূত্রের খবর, শ্রীবাস্তব ও তাঁর স্ত্রী চন্দনী, মধ্যস্থতাকারী বি এল বজাজ ও তাঁর স্ত্রী অনীতা বজাজের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০ কেজি সোনার বিস্কুট ও গয়না, যার মূল্য ২.১৩ কোটি টাকা। উপরন্তু নগদে মিলেছে ৩০ লক্ষ টাকা। এর পরেই গত ২৫ ফেব্রুয়ারি তাঁরা গ্রেফতার হন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.