টুকরো খবর
দিল্লিতে ২ ছাত্র উদ্ধার, ধৃত ছয়
ভাল থাকা-খাওয়ার টোপ দিয়ে সপ্তম শ্রেণির দুই ছাত্রকে দিল্লিতে নিয়ে গিয়ে শ্রমিকের কাজে নিয়োগ করার অভিযোগে পুলিশ দালাল চক্রের ৬ জনকে গ্রেফতার করে। উদ্ধার হয়েছে দুই ছাত্র। বুধবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঘটনা। জলপাইগুড়ির মালবাজার থেকে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে গঙ্গারামপুরে নিয়ে যায়। ধৃতদের নাম রমজান মিয়াঁ, মিলন ওঁরাও, আমিনুর হক, চুনিলাল মহালি এবং সাবিত আলম। সকলেই জলপাইগুড়ির মালবাজার মেটেলির বাসিন্দা। দুই ছাত্রের নিখোঁজের তদন্তে নেমে বালুরঘাটের স্লুইস গেট এলাকার যুবক সোমনাথ সুব্বাকে পুলিশ গ্রেফতার করে। হদিস মেলে অন্যদের। এসডিপিও নারায়ণ মজুমদার জানান, গঙ্গারামপুরের নারায়ণপুর ও ভোদংপাড়া এলাকার সপ্তম শ্রেণির দুই পড়ুয়া গোপাল দাস এবং সুজন সরকার ডিসেম্বরের ৫ তারিখে স্কুলের নাম করে বেরিয়ে নিখোঁজ হয়।

চাষিদের ফেরাতে আর্জি মুখ্যমন্ত্রীকে
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে ‘অপহৃত’ ভারতীয় কৃষকদের ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবারের লোকজন। বুধবার কোচবিহারের জেলাশাসকের দফতরে লিখিত আর্জি জানিয়েছেন ‘অপহৃত’ কৃষক নগেন বর্মনের দাদা নীরোদ বর্মন। আবেদনপত্রে পড়শি আর এক কৃষক মনোরঞ্জন রায়কেও উদ্ধারের আর্জিও রয়েছে। বুধবার নীরোদবাবু বলেন, “২১ ডিসেম্বর কাঁটা তারের বেড়ার ও পারে চাষের কাজে গিয়ে দাদা, পড়শি মনোরঞ্জন বাবু অপহৃত হন। পুলিশ, প্রশাসন, বিএসএফ সব মহলে যোগাযোগ করে কাজ হচ্ছে না। তাই মুখ্যমন্ত্রীর কাছে ওঁদের উদ্ধারের আর্জি জানিয়েছি।”

উদ্ধার ছাত্রী, ধৃত
২০ দিন আগে নিখোঁজ এক ছাত্রীকে বালুরঘাটের ফতেপুর এলাকা থেকে উদ্ধার করল পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে। ওই ছাত্রী নবম শ্রেণির পড়ুয়া। ওই কিশোরীকে ফুঁসলে অপহরণের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। বালুরঘাট থানার আইসি মনোজ চক্রবর্তী জানান, ৬ ডিসেম্বর চকভাতশালা এলাকার ওই কিশোরী স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। ফতেপুর এলাকার ত্রিদেব মালি নামে এক যুবকের বিরুদ্ধে কিশোরীর বাড়ির লোকজন অপহরণের অভিযোগ দায়ের করেন। এ দিন বালুরঘাটের আদালত ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো র নির্দেশ দেয়। কিশোরীকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

অধরা অভিযুক্তেরা
মালদহের রতুয়ার দেবীপুরে পুলিশকর্মী খুনের ঘটনায় অভিযুক্তরা ধরা পড়েনি। ঘটনার দুদিন পরেও পুলিশ অন্ধকারে। খুন হওয়ার রাতে ওই পুলিশকর্মী যাদের সঙ্গে পিকনিক করেছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হলেও কোনও সূত্র মেলেনি। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “জিজ্ঞাসাবাদ চলছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।” ছুটিতে বাড়িতে এসে সোমবার রাতে খুন হন কলকাতা পুলিশের কর্মী দুর্জয় সিংহ। তাঁকে মাথায় গুলি করে খুন করা হয়। পরদিন সকালে আমবাগান থেকে দেহ উদ্ধার হয়। কিন্তু কেন দুর্জয়বাবুকে খুন হল সেটা এখনও পুলিশ জানতে পারেনি।

প্রচার শুরু তৃণমূলের
মালদহের ইংরেজবাজার বিধানসভার উপনির্বাচনের দিন ঘোষণা করা না হলেও দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করে দিল তৃণমূল। দলের নেতৃত্বের উদ্যোগে বুধবার থেকে শহরে দেওয়াল লেখার কাজ শুরু হয়েছে। জেলা তৃণমূল সভানেত্রী তথা যমন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, “নির্বাচন তো হবেই। যে কোনও সময় দিনক্ষণ ঘোষণা হতে পারে। তাই কর্মীদের প্রচারে নামতে বলা হয়েছে।” ইংরেজবাজারের কংগ্রেস বিধায়ক ছিলেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। কিন্তু সম্প্রতি বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি তৃণমূলে যোগ দেওয়ায় আসনটি ফাঁকা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.