আঁধার পথে
বাঁকুড়া
রাজধানীতে গণধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ। দিল্লি-মুম্বই-কলকাতার পাশাপাশি জেলার সদর শহরের মহিলারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্ধে নামলেই চেনা শহরের চেনা পথ বদলে যায়। অন্ধকারের বাঁকে লুকিয়ে থাকে বিপদ। ঝুঁকি বাড়ে পথে বেরনো মেয়েদের।
তিয়াস দাশগুপ্ত
কলেজ ছাত্রী
স্বাগতা দাশগুপ্ত
কলেজ উত্তীর্ণ তরুণী
কৃষ্ণা মুখোপাধ্যায়
আবাসিক ছাত্রী

মোটরবাইকে যুবকেরা পিছু নেয়,
কটূক্তি করে। কলেজমোড়,
সতীঘাট, কমরার মাঠ
এলাকায় ওদের দৌরাত্ম্য বেশি।

মা-কাকিমারাও ওদের কটূক্তি
থেকে রেহাই পান না। প্রতিবাদ
জানালে ওরা উল্টে
অশালীন আচরণ করে।।

প্রফেসর কলোনির রাস্তায়
রাতে মেসবাড়ির এক দিদির
শ্লীলতাহানি করা হয়। ওই
রাস্তা আমরা এড়িয়ে চলি।
উর্মিলা মিশ্র
গৃহবধূ
ভানুমতি মাল
পরিচারিকা
মহুয়া চট্টোপাধ্যায়
পুরসভার কর্মী

ইভটিজিংয়ের ঘটনা বেশ বেড়েছে।
দশম শ্রেণির পড়ুয়া মেয়ে টিউশন
ও স্কুল থেকে না ফের
পর্যন্ত চিন্তায় থাকি।

লালবাজার, স্টেশন রোড,
মাচানতলায় কিছু যুবক মাতলামি
করে। মেয়েদের কুপ্রস্তাব দেয়।
এ কি বন্ধ করা যায় না?

তামলি গলিতে এক দিন
টাউন গার্লস হাইস্কুলের দুই ছাত্রীকে
দৌড়ে আসতে দেখি। দুই যুবক
ওদের তাড়া করেছিল।



বাঁকুড়া শহরের সতীঘাট এলাকা সুনসান। তখন
সবে সন্ধ্যা সাড়ে ৬টা। ছবি: অভিজিৎ সিংহ।
বাতিহীন পুরুলিয়ার কোর্ট
চত্বর। ছবি: প্রদীপ মাহাতো।
পুরুলিয়া
শ্রাবণী সরকার
গৃহবধূ
মিঠু গঙ্গোপাধ্যায়
চাকরিজীবী
সুস্মিতা সরকার
স্কুল ছাত্রী
পুরসভার সামনে থেকে রাঘবপুর
মোড় পর্যন্ত রাস্তায় আলো নেই।
রাতে একলা যাতায়াতের
সময় বেশ ভয় লাগে।
শহরের অনেক এলাকাই রাতে
নিরাপদ বলে মনে হয় না।
বাসস্ট্যান্ড লাগোয়া আদালতের
রাস্তায় আলো নেই।
সেন্ট জেভিয়ার্স স্কুলের রাস্তা
দিয়ে রাতে বোনকে টিউশন
থেকে আনার সময় ভয়
লাগে। রাস্তায় আলো নেই।
অপর্ণা বন্দ্যোপাধ্যায়
বিউটি থেরাপিস্ট
সুদীপ্তা দত্ত
কলেজ ছাত্রী
সংহিতা ঘোষ
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী
রাজাবাঁধের পাড় থেকে সরকারি
আবাসন পর্যন্ত রাস্তায় নানা
দুষ্কর্ম হয় বলে শুনেছি। প্রশাসনের
নজর দেওয়া দরকার।
কুকস কম্পাউন্ডের ফাঁকা রাস্তায়
দল বেঁধে গেলেও কিছু ছেলে অশ্লীল
মন্তব্য করে। সাহেববাঁধের
রাস্তাতেও একই অবস্থা।
কুকস কম্পাউন্ডের রাস্তায়
এক বার আমার এক বান্ধবীকে
সাইকেলে আসা এক
যুবক গায়ে হাত দিয়ে পালায়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.