বাঁকুড়া |
রাজধানীতে গণধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ। দিল্লি-মুম্বই-কলকাতার পাশাপাশি জেলার সদর শহরের মহিলারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্ধে নামলেই চেনা শহরের চেনা পথ বদলে যায়। অন্ধকারের বাঁকে লুকিয়ে থাকে বিপদ। ঝুঁকি বাড়ে পথে বেরনো মেয়েদের। |
তিয়াস দাশগুপ্ত
কলেজ ছাত্রী |
স্বাগতা দাশগুপ্ত
কলেজ উত্তীর্ণ তরুণী |
কৃষ্ণা মুখোপাধ্যায়
আবাসিক ছাত্রী |
মোটরবাইকে যুবকেরা পিছু নেয়,
কটূক্তি
করে। কলেজমোড়,
সতীঘাট, কমরার মাঠ
এলাকায় ওদের দৌরাত্ম্য বেশি। |
মা-কাকিমারাও ওদের কটূক্তি
থেকে
রেহাই পান না। প্রতিবাদ
জানালে
ওরা উল্টে
অশালীন আচরণ করে।। |
প্রফেসর কলোনির রাস্তায়
রাতে
মেসবাড়ির
এক দিদির
শ্লীলতাহানি
করা হয়।
ওই
রাস্তা
আমরা এড়িয়ে চলি। |
|
উর্মিলা মিশ্র
গৃহবধূ |
ভানুমতি মাল
পরিচারিকা |
মহুয়া চট্টোপাধ্যায়
পুরসভার কর্মী |
ইভটিজিংয়ের ঘটনা বেশ বেড়েছে।
দশম শ্রেণির পড়ুয়া মেয়ে টিউশন
ও স্কুল
থেকে না ফের
পর্যন্ত চিন্তায় থাকি। |
লালবাজার, স্টেশন রোড,
মাচানতলায়
কিছু যুবক মাতলামি
করে।
মেয়েদের কুপ্রস্তাব দেয়।
এ কি
বন্ধ করা যায় না? |
তামলি গলিতে এক দিন
টাউন গার্লস
হাইস্কুলের দুই ছাত্রীকে
দৌড়ে আসতে
দেখি। দুই যুবক
ওদের তাড়া করেছিল। |
|
|
|
|
|
|
বাঁকুড়া শহরের সতীঘাট এলাকা সুনসান। তখন
সবে সন্ধ্যা সাড়ে ৬টা। ছবি: অভিজিৎ সিংহ। |
বাতিহীন পুরুলিয়ার কোর্ট
চত্বর। ছবি: প্রদীপ মাহাতো। |
|
পুরুলিয়া |
শ্রাবণী সরকার
গৃহবধূ |
মিঠু গঙ্গোপাধ্যায়
চাকরিজীবী |
সুস্মিতা সরকার
স্কুল ছাত্রী |
|
|
|
পুরসভার সামনে থেকে রাঘবপুর
মোড় পর্যন্ত রাস্তায় আলো নেই।
রাতে একলা যাতায়াতের
সময় বেশ ভয় লাগে।
|
শহরের অনেক এলাকাই রাতে
নিরাপদ বলে মনে হয় না।
বাসস্ট্যান্ড লাগোয়া আদালতের
রাস্তায় আলো নেই।
|
সেন্ট জেভিয়ার্স স্কুলের রাস্তা
দিয়ে রাতে
বোনকে টিউশন
থেকে আনার সময়
ভয়
লাগে। রাস্তায় আলো নেই।
|
|
অপর্ণা বন্দ্যোপাধ্যায়
বিউটি থেরাপিস্ট |
সুদীপ্তা দত্ত
কলেজ ছাত্রী |
সংহিতা ঘোষ
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী |
|
|
|
রাজাবাঁধের পাড় থেকে সরকারি
আবাসন পর্যন্ত রাস্তায় নানা
দুষ্কর্ম হয় বলে শুনেছি। প্রশাসনের
নজর দেওয়া দরকার।
|
কুকস কম্পাউন্ডের ফাঁকা রাস্তায়
দল বেঁধে গেলেও কিছু ছেলে অশ্লীল
মন্তব্য করে। সাহেববাঁধের
রাস্তাতেও একই অবস্থা।
|
কুকস কম্পাউন্ডের রাস্তায়
এক বার
আমার এক বান্ধবীকে
সাইকেলে আসা
এক
যুবক গায়ে হাত দিয়ে পালায়। |
|
|
|