জনবহুল এলাকায় রেলগেট থাকলেও কোনও ফুটব্রিজ নেই। নিত্যদিন যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এলাকার বাসিন্দাদের। তাই অবিলম্বে ফুটব্রিজ তৈরির দাবিতে বুধবার রামপুরহাটের রেলপাড় সংলগ্ন এলাকায় রেলগেটের কাছে ২ ঘণ্টা অবস্থান-বিক্ষোভ করল সিপিএমের শহর লোকাল কমিটি। পরে স্টেশন ম্যানেজারকে ১২ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
সংগঠনের ১৪ নম্বর ওয়ার্ড কমিটির সম্পাদক অমিতাভ সিংহ জানান, লেভেল ক্রসিংয়ে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত করেন। রামপুরহাটের প্রাক্তন পুরপ্রধান অরূপ মুখোপাধ্যায়, সিপিএমের শহর লোকাল কমিটির সম্পাদক কানাইলাল দাসদের অভিযোগ, “২০০৭ সালে ১৭ এপ্রিল মালগাড়ির ধাক্কায় এলাকার ফুটব্রিজ ভেঙে যায়। একাধিক বার দাবি জানানো হলেও এখনও পর্যন্ত ফুটব্রিজ নির্মাণে রেলের তরফ থেকে সদর্থক ভূমিকা দেখা যায়নি।” এ ছাড়া, রেলকলোনিতে পরিত্যক্ত কুয়ো বুজিয়ে দেওয়া, পানীয় জলের কলের সংখ্যা বাড়ানো, চুরি-ছিনতাই রোধে রেলপুলিশ ও রেলওয়ে নিরাপত্তারক্ষীদের আরও তৎপর হাওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। ফুটব্রিজের ব্যাপারে স্টেশন ম্যানেজার অলোক কুমার বলেন, “খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন।” পানীয় জলের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন অলোকবাবু। তিনি জানান, একটি নতুন জলট্যাঙ্কি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাকি দাবিগুলির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। অন্য দিকে, এ দিন চৌরিগাছা-কান্দি-সাঁইথিয়া নতুন রেলপথের কাজ দ্রুত শুরু করা-সহ কয়েক দফা দাবিতে সাঁইথিয়া রেলওয়ে স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিল কান্দি-রেলওয়ে সংযুক্তিকরণ কমিটি। স্টেশন ম্যানেজার উমাশঙ্কর রায় বলেন, “স্মারকলিপি পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।” |