গত ২৪ ঘণ্টায় দু’টি হাতির মৃত্যু হয়েছে রাজ্যে। বনদফতর সূত্রে খবর, গত রাতে, নগাঁও জেলার হোজাইতে, শতাধিক হাতির ঝাঁক কপিলি সংরক্ষিত অরণ্যের আশাপাশে ঘোরাফেরা করছিল। তখনই, ভীমোরালি এলাকায়, একটি ৪৫ বছরের স্ত্রী হাতি, ৪৪০ ভোল্ট বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে তড়িদাহত হয়। ঘটনাস্থলেই মারা যায় সে। ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগের গাফিলতিকেই দায়ী করেছে বনদফতর। নিয়মমতো, রাজ্যের প্রাণী চলাচল রয়েছে এমন সবকটি স্থানে, ২০ ফুটের অধিক উচ্চতা দিয়ে তার টানা উচিত। এক্ষেত্রে, সংরক্ষিত অরণ্যের পাশেই, অনেক নীচে দিয়ে লাগানো হয়েছিল তারটি। এ দিকে, উদালগুড়ি জেলার থুলুংজার এলাকায় ভারত-ভুটান সীমান্তের কাছেই একটি হাতির দেহ মেলে। ময়না তদন্তের পরে চিকিৎসকেরা জানান, সম্ভবত বার্ধক্যেই মৃত্যু।
|
চিতা বাঘের হামলায় জখম হলেন তিন বনকর্মী-সহ পাঁচ জন। শনিবার সকালে কালচিনির বিচ চা বাগান এলাকার এই ঘটনায় জখমদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। এ দিন বাগানের ১০ নম্বর সেকশনে কাজ করতে গিয়ে চিতার হামলার মুখে পড়েন দুই শ্রমিক। বন্যপ্রাণ ৩ নম্বর বিভাগের নীলপাড়া রেঞ্জের কর্মীরা গেলে তাঁরাও বাঘের হামলায় জখম হন। |