শ্রদ্ধার স্মরণ ভারত, আমেরিকা দু’দেশেই
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
সদ্য প্রয়াত কিংবদন্তি সেতার শিল্পী ও সুরকার পণ্ডিত রবিশঙ্করের স্মরণ অনুষ্ঠান ভারত এবং আমেরিকা দু’দেশেই করা হবে। উপস্থিত থাকবেন তাঁর আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব ও প্রিয়জনেরা। শিল্পীর সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলির স্মৃতিচারণা করবেন তাঁরা। শনিবার রবিশঙ্করের পরিবারের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে এ কথা। একই সঙ্গে জানানো হয়েছে, ২০১৩ সালে নিউ ইয়র্ক এবং লন্ডনে রবিশঙ্কর স্মরণে আন্তর্জাতিক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হবে। তাঁর মেয়ে অনুষ্কা ফেসবুকে জানিয়েছেন, এত মানুষের বার্তা পেয়ে অভিভূত তিনি ও তাঁর পরিবার। অন্যদের অভিজ্ঞতা জানার পর বাবার স্মৃতি আরও উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠেছে তাঁর মনে। নিজের সৃষ্টির মধ্যেই বেঁচে থাকবেন রবিশঙ্কর। তাঁর আর এক মেয়ে নোরা জোন্স দু’টি ভিডিও পোস্ট করেছেন তাঁর পেজে। প্রথমটি ৫১ ও দ্বিতীয়টি ৯২ বছর বয়সী রবিশঙ্করের অনুষ্ঠানের ভিডিও। নোরা বলেছেন, দু’টি ভিডিওতেই অনুপ্রেরণার প্রতীক রবিশঙ্কর। রবিশঙ্করের স্ত্রী সুকন্যাশঙ্কর জানান, তিনি ছিলেন শ্রোতা নিবেদিত প্রাণ। তাঁর পরিবারের আবেদন, সঙ্গীতের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার যে স্বপ্ন রবিশঙ্কর দেখেছিলেন, বিশ্বের সঙ্গীতপ্রেমীদের সহায়তায় তা যেন সত্যি হয়। |
বুক ভেঙে গিয়েছে, কেঁদে বললেন ওবামা
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
একই ধরনের ঘটনা বারবার ঘটছে এবং সেটা আটকাতে একজোট হতেই হবে, বলছিলেন বারাক ওবামা। বলতে গিয়ে বারবার গলা ধরে আসছিল তাঁর। কানেক্টিকাটের প্রাথমিক স্কুল শুধু নয়। ওরেগনের শপিং মল, উইসকনসিন-এর ধর্মস্থান, অরোরা-র সিনেমা হল, শিকাগোর রাস্তা বন্দুকবাজের অতর্কিত হামলার ঘটনা ঘটছে একের পর এক। হোয়াইট হাউসের প্রেস কর্পসে দাঁড়িয়ে সাম্প্রতিকতম এই সব ঘটনার কথাই উল্লেখ করলেন ওবামা। বললেন, “নিহত শিশুদের মা-বাবা-ভাইবোন-দাদু-দিদাদের কথা ভেবে বুক ভেঙে যাচ্ছে। যে শিশুরা বেঁচে গিয়েছে তাদের জীবন থেকে কালকের ঘটনা ছিনিয়ে নিয়েছে শৈশব। কোনও সান্ত্বনাই তাঁদের সেই যন্ত্রণা লাঘব করতে পারবে না।” |
পেশোয়ারে জঙ্গি হানা, হত ৫
সংবাদসংস্থা • পেশোয়ার |
জঙ্গি হানায় আহত শিশুর চিকিৎসা চলছে। ছবি: এপি |
পাকিস্তানের একটি বিমানবন্দরে পরপর রকেট হামলায় নিহত হলেন ৫ জন, আহত ২৫। শনিবার পেশোয়ারের বাচা খান আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা। সৌদি আরবগামী একটি বিমান ওড়ার মুখে তিনটি রকেট আছড়ে পড়ে বিমানবন্দরে। আরও দু’টি রকেট গিয়ে পড়ে বিমানবন্দরের বাইরে। এর পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের প্রায় ৪০ মিনিট গুলির লড়াই চলে। কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। সন্দেহের তির তালিবানের দিকে। |
তিস্তায় না
নিজস্ব সংবাদদাতা • ঢাকা |
কলকাতা যেতে আগ্রহী বাংলাদেশের বিদেশমন্ত্রী দীপু মণি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতেও তিনি উৎসাহী। কিন্তু তিস্তার জলবণ্টন সেই আলোচ্যসূচিতে থাকবে না। এ দিন তিনি বলেন, তিস্তা চুক্তি নিয়ে কথা বলতে চাইলে তিনি বলবেন ভারত সরকারের কোনও প্রতিনিধির সঙ্গে। সেই আলোচনা চলছেও। শীঘ্রই সমস্যা মিটে যাবে বলে তিনি আশাবাদী। দীপু বলেন, তবে দু’দেশের সম্পর্ক এই চুক্তিতে আটকে নেই। |