বাঁকুড়া
১৩ জুলাই ২০১১, সারেঙ্গা
বাঁকুড়ায় তথ্য প্রযুক্তি হাব: ঘোষণার ৯ মাস পরে বড়জোড়ায় শিলান্যাস।নির্মাণ শুরু হয়নি এখনও।
খাতড়া মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক: কাজ চলছে।
৭ টি ইন্টিগ্রেটেড আবাসিক স্কুল: ২টির কাজ শুরু হয়েছে। ৪টি-র ওয়ার্ক অর্ডার, ১টি-র টেন্ডার হয়েছে।
১৫ টি ছাত্রী আবাস: ওয়ার্ক অর্ডার হয়েছে।
জঙ্গলমহলে কাজে আসা চিকিৎসকদের নতুন আবাসন: নির্মাণ চলছে।
প্রতি ব্লকে কৃষক বন্ধু নিয়োগ: হয়নি।
কোতুলপুর ও ইন্দাসে মহিলা কলেজ: কাজ এগোয়নি।
বৈতল ও জয়রামবাটিতে দু’টি কলেজ: রাজ্য সরকারের কাছে প্রস্তাব গিয়েছে।

১১ নভেম্বর ২০১১, বাঁকুড়া সাকির্ট হাউস
চারটি ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা ইউনিট: রাইপুর, সারেঙ্গা, রানিবাঁধ ও সিমলাপাল ব্লকে চালু হয়েছে।
৩৫৬ টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় নির্মাণ: ৩২৪টির অনুমোদন মিলেছে। ২৫৫টি তৈরি হয়ে পড়াশোনা শুরু হয়েছে।
৮টি মডেল স্কুল: নির্মাণ চলছে।
৪১টি উচ্চ মাধ্যমিক স্কুল: ৩৮টি স্কুল মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত।

১৩ এপ্রিল ২০১২, বড়জোড়া
জেলায় কয়েকটি সুপার স্পেশালিটি হাসপাতাল: ওন্দা ও ছাতনার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। বাকিগুলি কোথায় হবে পরিষ্কার নয়।
শালতোড়া ও শুশুনিয়ায় ইকো ট্যুরিজম: শুশুনিয়ার কাজ কিছুটা এগোলেও শালতোড়ায় থমকে।
শুশুনিয়ায় কৃষি কলেজ: জমি চিহ্নিত হয়েছে।
তিনটি কিষাণমান্ডি: বড়জোড়া ও কোতুলপুরে প্রাথমিক কাজ শুরু। বরাদ্দ ১১ কোটি টাকা। ছাতনায় জমি চিহ্নিত।
তথ্য সূত্র: জেলা প্রশাসন।

পুরুলিয়া
১১ নভেম্বর ২০১১, পুরুলিয়া
ছড়রায় পরিত্যক্ত বিমানবন্দর পুননির্মাণ: কাজ এগোয়নি।
অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড় ও পঞ্চকোট (গড় পঞ্চকোট) পাহাড়কে ঘিরে পর্যটন কেন্দ্র: অযোধ্যা পাহাড় ও জয়চণ্ডীর জন্য প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ। পঞ্চকোট পায়নি।
২০টি মডেল স্কুল: ২০টি ব্লকেই জমি চিহ্নিত। আড়শা, বলরামপুর ও মানবাজার ২ ব্লকের জন্য কিছু অর্থ মিলেছে।
৮টি ছাত্রী-আবাস: কোটশিলায় নির্মাণ শেষ। নির্মাণ চলছে আড়শা, পাড়া, রঘুনাথপুর ও বাঘমুণ্ডিতে। সাঁতুড়িতে নির্মাণ শুরু হবে। ঝালদা, মানবাজার ১ ব্লকের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে।
বাঘমুণ্ডিতে পলিটেকনিক কলেজ: জমি সমতল চলছে। ১০ কোটি টাকার মধ্যে মিলেছে ২ কোটি।
স্পোর্টস অ্যাকাডেমি: খেলোয়াড়দের আবাসন ও মাঠ তৈরির জন্য প্রাথমিক ভাবে ২ কোটি ৭ লক্ষ টাকার প্রস্তাব গিয়েছে। বরাদ্দ হয়েছে ৫০ লক্ষ টাকা।
ঝালদায় বৃত্তিমূলক প্রশিক্ষণকেন্দ্র: গত এপ্রিলে উদ্বোধন হয়েছে। প্রশিক্ষণও চলছে।
তথ্য সূত্র: জেলা প্রশাসন।

হুটমুড়ার এই মাঠেই আজ জনসভা করবেন মুখ্যমন্ত্রী।
রবিবার ছবিটি তুলেছেন সুজিত মাহাতো।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.