টুকরো খবর
ভারতীয় মার্কিন
প্রতিবন্ধীদের জন্য মার্কিন প্রশাসনের বিশেষ বিভাগের শীর্ষ পদে নিযুক্ত হলেন সচিন দেব পবিত্রন নামের এক ভারতীয় বংশোদ্ভূত। ওই গুরুত্বপূর্ণ পদে তাঁকে নিয়োগ করেন খোদ ওবামা। সচিন দেব পবিত্রন দৃষ্টিহীন হলেও আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেছেন। ২০০২ সাল থেকে ওই বিশ্ববিদ্যালয়েরই প্রতিবন্ধীদের জন্য বিশেষ বিভাগে কাজে যোগ দেন তিনি। গত ১২ বছরেরও বেশি সময় ধরে তিনি প্রতিবন্ধীদের জন্য বিশেষ পুলিশের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। এ ছাড়াও প্রতিবন্ধীদের ব্যবহারযোগ্য প্রযুক্তি এবং ওয়েবসাইট তৈরি ও সেগুলি ব্যবহারের প্রশিক্ষণও দিতেন তিনি। ২০০৭ সালে ন্যাশনাল ফেডারেশন অফ দ্য ব্লাইন্ড তাঁর অবদানের জন্য কেনেথ জারনিগান স্কলারশিপ দেয়।

মানচিত্র বিতর্কে চিনকে আবেদন আমেরিকার
সম্প্রতি চিনের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত অন্যান্য দেশের অংশগুলিকে নিজেদের দেশের মানচিত্রে দেখাতে শুরু করেছে চিন সরকার। এই নিয়ে ভারতের সঙ্গে বিতর্কও শুরু হয়েছে। নতুন ই-পাসপোর্ট দেওয়ার সময়ে মানচিত্রে আকসাই চিন এবং অরুণাচল প্রদেশকে নিজেদের দেশের অংশ হিসেবে দেখিয়েছে চিন। এ বার উত্তর চিন সাগর ও তার উপকূল সংলগ্ন অঞ্চলের অধিকারও নিজেদের বলে দাবি করছে চিন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকা চিনের কাছে আবেদন জানিয়েছে এই কাজ বন্ধ করার জন্য। চিনের বিদেশ মন্ত্রকের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা করছে মার্কিন সরকার।

আঙটি-বিভ্রাট
বিবাহ বিচ্ছেদের পরে বিয়ের আঙটি নিয়ে টিভি তারকা কিম কারদাশিয়ান এবং তাঁর প্রাক্তন স্বামী ক্রিসের মধ্যে শুরু হয়েছে প্রবল ঝামেলা। ক্রিস বিয়ের সময় কিমকে সাড়ে চার লাখ পাউন্ডের একটি আঙটি দিয়েছিলেন। কিন্তু মাত্র ৭২ দিনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এর পর ক্রিস দাবি করেন, সেই মহার্ঘ আঙটিটি যেন কিম তাঁকে ফেরত দেন। এই প্রস্তাবে নারাজ কিম। তাই শুরু হয়েছে মামলা।

তুষারধসে মৃত্যু
পাঁচ পাকিস্তানি সেনা-সহ আরও চার জনের মৃতদেহ উদ্ধার হল শনিবার। শুক্রবার ভারত-পাক নিয়ন্ত্রণরেখা অঞ্চলে তুষারধসে মৃত্যু হয়েছে তাঁদের। উদ্ধারকার্য এখনও চলছে, আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এপ্রিল মাসেও সিয়াচেন হিমবাহ এলাকায় তুষারধসে কমপক্ষে ১৪০ জন সেনার মৃত্যু হয়েছিল, যাঁদের মধ্যে এ পর্যন্ত ১২০টি মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।

নিলামে মিকি
বয়স হল ৮৪ বছর। কিন্তু এখনও জনপ্রিয়তা কমেনি এতটুকু। তার প্রমাণ মিলল ক্যালিফোর্নিয়ার একটি নিলাম সংস্থায়। এক লক্ষ ডলার দামে বিক্রি হল ১৯২৮ সালের মিকি মাউসের ছবির একটি রঙিন পোস্টার। ওয়াল্ট ডিজনির নিজের হাতে বানানো পোস্টারগুলির মধ্যে একমাত্র এটিই বর্তমানে অবশিষ্ট রয়েছে।

রাজপ্রাসাদ আবিষ্কার
প্রথম চিনা সম্রাট কিনশিহুয়াং-এর সমাধিস্থল থেকে আবিষ্কার হল একটি রাজপ্রাসাদের ভগ্নস্তূপ। এক লক্ষ সত্তর হাজার বর্গ মিটার এলাকা জুড়ে এই প্রাসাদটি অবস্থিত। পুরাতত্ত্ববিদদের মতে ২২১২০৭ খ্রিষ্টপূর্ব সময়কালে প্রাসাদটি নির্মিত হয়েছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.