টি-টোয়েন্টি দলে নেই পিটারসেন, কোচ জাইলস
‘নিস্তেজ’ ব্রড হয়তো বাদ, ইডেনে দ্রুততম ফিন
য়াংখেড়েতে দুর্ধর্ষ দশ উইকেটে টেস্ট জয়ের পরে ইংল্যান্ড শিবিরে আপাতত এমন দু’টো দৃশ্য, যেটা সচরাচর হেরো টিমের ক্ষেত্রে ঘটে থাকে।
মুম্বইয়ে জিতে ওঠার পরের টেস্টেই ইডেনে সহ-অধিনায়ককে বাদ দেওয়ার কথা ভাবতে শুরু করেছে ইংল্যান্ড। ভারত জিতলে এমন কথা দলের কেউ ভাবতে পারত?
এত দিন ক্রিকেটবিশ্ব দেখেছে, বিভিন্ন ফর্ম্যাটের জন্য বিভিন্ন অধিনায়ক। ইংল্যান্ড এ দিন অভিনব সিদ্ধান্ত নিল বিভিন্ন ফর্ম্যাটের জন্য বিভিন্ন কোচ নিয়োগের। এখন থেকে ইংল্যান্ডের ওয়ান ডে এবং টি-টোয়েন্টি দলের কোচ প্রাক্তন ইংরেজ বাঁ-হাতি স্পিনার অ্যাশলে জাইলস।
পিটারসেনদের বর্তমান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে টিম ডিরেক্টর করা হয়েছে। তিনি শুধু টেস্ট দলের দেখভাল করবেন। জাইলস সীমিত ওভারের হেড কোচ হিসেবে তাঁর কাজের ব্যাখ্যা দিতে বাধ্য থাকবেন টিম ডিরেক্টর ফ্লাওয়ারকে। আগামী মাসেই ভারতে ইংল্যান্ডের দু’টো টি-টোয়েন্টিতে জাইলস কোচ হিসেবে থাকবেন। জানুয়ারির ওয়ান ডে সিরিজেও তিনি কোচ থাকবেন।

ক্ষুরের নীচে পিটারসেন। মুম্বইয়ে। নিজের টুইটারে কেপি-র পোস্ট করা ছবি।
তবে জাইলসের থেকেও মুম্বইয়ে এই মুহূর্তে ইংল্যান্ড শিবিরে বেশি আলোচনা স্টুয়ার্ট ব্রড-কে নিয়ে। ভারতের মাটিতে জয়ের টেস্টেও ইংল্যান্ড সহ-অধিনায়কের মাঠে ন্যাতানো হাবভাবে যথেষ্ট বিরক্ত টিম ম্যানেজমেন্ট। বোলিং কোচ ডেভিড সাকের এই বিষয়ে আলাদা ভাবে কথা বলেছেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক ব্রডের সঙ্গে। যার কয়েক ঘণ্টার মধ্যেই লন্ডনে ইসিবি ভারতে আসন্ন টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজের দল ঘোষণা করে। টি-টোয়েন্টিতে ব্রডকে অধিনায়ক রাখা হলেও তিনি শেষ দুটো ওয়ান ডে খেলবেন। শুধু প্রথম তিনটে ওয়ান ডে খেলবেন জেমস অ্যান্ডারসন। এ ছাড়া টি-টোয়েন্টি দলে নেই গ্রেম সোয়ান এবং পিটারসেন।
ব্রড চলতি বছরে টেস্টে ইংল্যান্ড বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের (৪০) মালিক ছিলেন আমদাবাদ টেস্ট পর্যন্ত। মোতেরায় তাঁকে টপকে যান সোয়ান। ভারতে দু’টো টেস্টে ব্রড একটাও উইকেট পাননি। খারাপ ফর্ম ছাড়াও মাঠে তাঁর নিস্তেজ হাবভাব বাড়তি আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে কুক-ফ্লাওয়ারের কাছে। ইংল্যান্ড শিবির সূত্রের খবর, কোচ ব্রডকে মাঠে আরও উজ্জীবিত থাকতে বলেছেন।
পাশাপাশি ইডেনে আগামী বুধবার তৃতীয় টেস্টের দল থেকে ব্রডকে বাদ দেওয়ার ভাবনাও রয়েছে ইংল্যান্ডের। ওয়াংখেড়ের মতোই দুই পেসার-দুই স্পিনার ফর্মুলাতে অ্যালিস্টার কুকরা খেলবেন ইডেনে। কিন্তু সেখানে পানেসর-সোয়ান স্পিনার জুটির সঙ্গে পেসার জুটি হতে পারেন অ্যান্ডারসন-ফিন। এই ইংল্যান্ড দলের দ্রুততম বোলার স্টিভন ফিন-কেই ভারত সফরে প্রধান পেসার হিসেবে চিন্তা করা হয়েছিল। কিন্তু সফরের প্রথম প্রস্তুতি ম্যাচের প্রথম সেশনেই বল করার সময় যে চোট পান ফিন, তার পরে গতকালের আগে আর ম্যাচে বল করেননি ফিন। মঙ্গলবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ভারতে খেলতে আসা ইংল্যান্ড পারফরম্যান্স প্রোগ্রাম দলের সঙ্গে ফিনকে ম্যাচে নামিয়ে দেওয়া হয়। সেই ম্যাচে ফিন ১৬ ওভারে ৬০ রান দিয়ে চার উইকেট নিয়েছেন।

এক টেস্টে হার দিয়ে ধোনিকে মাপবেন না: হরভজন
তাঁকে নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। স্বয়ং কপিল দেব প্রশ্ন তুলেছেন মহেন্দ্র সিংহ ধোনির প্রথম একাদশে থাকা নিয়ে। এই অবস্থায় ভারত অধিনায়ক পাশে পাচ্ছেন তাঁর এক সতীর্থকে। হরভজন সিংহ এ দিন বলেছেন, “মাত্র একটা ম্যাচ হারার জন্য ধোনির এবং ক্রিকেটারদের সমালোচনা করার কোনও জায়গা নেই। খেলায় তো এ সব হয়েই থাকে।” হরভজন আরও মনে করিয়ে দিয়েছেন, “আমাদের ভুললে চলবে না, ১৯৮৩-র পর ধোনি আমাদের বিশ্বকাপ জিতিয়েছে। দেশের অন্যতম সেরা অধিনায়ক ও। একটা ম্যাচ হেরেছে বলে ওর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা মোটেই ঠিক হবে না।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.