টুকরো খবর
অসুস্থ মাওবাদীর মুক্তি দাবি
পশ্চিমবঙ্গে মাওবাদীদের মুখপাত্র হিসেবে যাঁকে সাড়ে তিন বছর আগে কলকাতায় গ্রেফতার করা হয়, জেলে বন্দি সত্তরোর্ধ্ব সেই গৌর চক্রবর্তী গুরুতর অসুস্থ। অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানাল বন্দি মুক্তি ও গণদাবি প্রস্তুতি কমিটি। তাদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার কথা বলে ক্ষমতায় এলেও আর সেই প্রতিশ্রুতি পালন করছেন না। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে কমিটির পক্ষে কিছু মানবাধিকার কর্মী দাবি তোলেন, অসুস্থ মাওবাদী নেতা সুশীল রায় এবং নারায়ণ সান্যালকেও মুক্তি দিতে হবে।

যোগ্য শিক্ষকদের বাড়তি সুবিধা
এমফিল বা পিএইচডি করা সত্ত্বেও কলেজের ২১০০ শিক্ষক (যাঁরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছেন) এবং ৭০০ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (যাঁরা অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছেন) ‘কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম’ বা ক্যাস-এর আর্থিক সুবিধা পাচ্ছিলেন না। গত ১ নভেম্বর থেকে ওই ২৮০০ শিক্ষককে সেই সুবিধা দেওয়া হবে বলে মঙ্গলবার মহাকরণে জানান অর্থমন্ত্রী অমিত মিত্র। উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান সুগত মারজিৎ জানান, দীর্ঘদিন ধরে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কোনও শিক্ষক নিয়োগ করা হয়নি। আগামী বছরের গোড়াতেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

বদলি বহাল
আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংহের বদলি বাতিলের আবেদন খারিজ করে দিল কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল (ক্যাট)। রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের স্পেশ্যাল সুপারিনটেন্ডেন্ট পদ থেকে ব্যারাকপুরে রাজ্য সশস্ত্র পুলিশের কম্যান্ডান্ট পদে বদলি করা হয়েছিল জ্ঞানবন্তকে। বদলি বহাল রইল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.