খেলার টুকরো খবর |
|
প্রতিবাদে ফুটবল |
ময়ূরেশ্বরের লোকপাড়া প্রতিবাদ ক্লাব পরিচালিত ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতায় আজ বুধবার বলাইপুর আদিবাসী ক্লাবের মুখোমুখি হচ্ছে ঢোলকাঁটা সিধো কানহু উইহার গাঁওতা। এই ফুটবল প্রতিযোগিতা শুরু হয় গত গত ১ নভেম্বর থেকে। ২১ নভেম্বর কানাইপুর আদিবাসী সবুজ সঙ্ঘকে ১-০ গোলে হারায় বাবুইডাঙার মনসামঙ্গল ক্লাব। ২৪ নভেম্বরের খেলায় মল্লারপুর নঈশুভাকে ১-০ গোলে হারিয়েছে পারুলিয়া তরুণ সঙ্ঘ। আগামী ১৬ ডিসেম্বর এই প্রতিযোগিতার ফাইনাল খেলা।
|
প্রতিবন্ধীদের খেলা |
‘ইউনিস কেনেডি’র জন্মদিন উপলক্ষে জেলা সর্বশিক্ষা মিশনের পরিচালনায় আজ বুধবার সদাইপুরের জামথালিয়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে প্রতিবন্ধীদের বসিবল প্রতিযোগিতা। ৪টি বিভাগে মোট ১৬ জন প্রতিযোগী এই খেলায় যোগ দিচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
|
ফাইনালে রানিবাঁধ |
‘জঙ্গলমহল ফুটবল টুর্নামেন্ট-২০১২’র প্রথম পর্যায়ের খেলা শেষ হল রানিবাঁধ জোনে। এলাকার ২৪টি দল যোগ দিয়েছিল এই জোনের ফুটবল টুর্নামেন্টে। গত শনি ও রবিবার স্থানীয় দাঁড়কেডি ফুটবল মাঠে এই খেলা হয়। এই জোনের খেলায় ফাইনালে উঠল রাজাকাটা বিডিআর সিধো কানহু ক্লাব ও বনপুকুরিয়া বনফুল ক্লাব।
|
জিতল ভগবতী |
‘বাঁকাদহ গ্রামীণ ফুটবল টিমে’র উদ্যোগে একটি ফুটবল প্রতিযোগিতা হল। এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয়েছিল একটি বেসরকারি পরিবহণ সংস্থার দল ও গঙ্গাজলঘাটি শ্রীচন্দ্রপুর ভগবতী সঙ্ঘ। ২-০ গোলে জয়ী ভগবতী সঙ্ঘ। প্রতিযোগিতায় মোট ১২টি দল যোগ দিয়েছিল বলে উগ্যোক্তা গ্রামীণ ফুটবল টিমের সদস্য জয়দেব ঘোষ।
|
সাঁতুড়িতে ক্রিকেট |
সাঁতুড়িতে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্যোক্তা যুব তৃণমূল কংগ্রেসের গড়শিকা অঞ্চল কমিটি। রবিবার গড়শিকা গ্রামের হাতিবন মাঠে আদিবাসী নাচ ও গানের মাধ্যমে উদ্বোধন হয়। প্রতিযোগিতায় যোগ দিয়েছে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার ১৬টি দল। উদ্বোধনী ম্যাচে গড়শিকা নিউ ক্রিকেট টিমকে ৮ উইকেটে হারায় সাঁতুড়ির টিম।
|
বলরামপুরে স্কুল ক্রীড়া |
মঙ্গলবার বলরামপুরের ডাকবাংলো ময়দানে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে আঞ্চলিক স্তরের ক্রীড়া প্রতিযোগিতা হল। প্রতিযোগিতায় বলরামপুর, বরাবাজার ও বাঘমুণ্ডি ব্লকের মোট ৬ টি চক্রের মোট ৭৮ জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে যোগ দেয়।
|
সংক্ষেপে |
• জেলা প্রাথমিক স্কুল ক্রীড়া সংস্থার পরিচালনায় শুরু হয়েছে আঞ্চলিক স্তরের ক্রীড়া প্রতিযোগিতা। এরপর বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের নিয়ে ব্লক, মহকুমা ও জেলাস্তরের প্রতিযোগিতা হবে বলে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
• জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে আদিবাসী মেয়েদের থানা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা।
|
|
দুবরাজপুরে পুলিশের উদ্যোগে মহিলাদের ফুটবল ম্যাচ। ছবি: দয়াল সেনগুপ্ত। |
|