লরির ধাক্কায় মৃত্যু হয়েছে বছর বাইশের এক যুবকের। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বেড়াচাঁপায়। মৃত যুবকের নাম কৌশিক রায় (২২)। বাড়ি বেড়াচাঁপারই অফিস পাড়ায়। দুর্ঘটনার জেরে ওই রাতে এলাকার লোক বেহাল টাকি রাস্তা মেরামত এবং লরির চালককে গ্রেফতারের দাবিতে প্রায় দু’ঘণ্টা টাকি রাস্তার উপর মৃতদেহ ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। শেষে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে রাস্তা মেরামতির জন্য সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দেয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে লরিটি আটক করে চালকের খোঁজে তল্লাশি চালানোর আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। |
টাকি রোডের অবস্থা। |
স্বজন হারানোর শোক। |
|
বুড়ির হাটখোলা এলাকায় গয়নার দোকান রয়েছে কৌশিকের। বাবা অসীম রায়ের দোকান আছে বেড়াচাঁপা বাজারে। পড়াশোনার পাশাপাশি গয়নার ব্যবসা শুরু করলেও কৌশিককে এলাকার মানুষ ফুটবলার হিসেবেই বেশি চিনতেন। বেড়াচাঁপা স্পোর্টিং ক্লাবের হয়ে গোলরক্ষক হিসেবে খেলে তিনি এলাকায় বেশ নামও করেছিলেন। তাঁর সঙ্গী তুষার দাস, শোভন পাটোয়ারির কথায়, “শান্ত প্রকৃতির ছেলে কৌশিক খুব ভাল ফুটবল খেলত। তিন কাঠির তলায় ও ছিল অপ্রতিরোধ্য। ওর জন্য আমাদের ক্লাব অনেকবার ট্রফি জিতেছে।”
প্রতি রাতে দোকান বন্ধ করে দাদা কল্যাণ রায়ের সঙ্গে ফিরতেন কৌশিক। ফেরার পথে প্রায়ই যেতেন এলাকার ক্লাবে। ওই রাতে সাইকেল নিয়ে দোকান থেকে আগে বেরিয়ে এসেছিলেন কৌশিক। ফেরার সময় ক্লাবে না গিয়ে বাড়ি যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, রাত ৯টা বাড়ির কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে কৌশিকের সাইকেলে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে টীাকি রেপড়েন ওই যুবক। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতদেহ দেখে অবশ্য প্রথমে এলাকার লোক ওই যুবককে চিনতে পারেননি। পরে তাঁর পরিবারের লোক গিয়ে দেহ শনাক্ত করেন।
|
কৌশিক। |
দুর্ঘটনার খবর ছড়াতেই এলাকার বাসিন্দারা গিয়ে মৃতদেহ আটকে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতার সঙ্গে বচসা বাধে। শুরু হয় ধাক্কাধাক্কি। এর মধ্যেই খবর মেলে দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া লরিটিকে ভাসিলিয়া স্টেশনের কাছে রাস্তায় ফেলে রেখে চালক পালিয়েছে। সেটি আটক করে লরির চালককে গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
গ্রামের বাসিন্দারা অবশ্য এ দিনের দুর্ঘটনার জন্য বেহাল রাস্তাকেই দায়ি করেছেন। তাঁরা জানান, টাকি রাস্তার অবস্থা খুবই খারাপ। বেশ কিছু জায়গায় পিচ ও পাথর উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। তাতে সাইকেল, রিকশা, গাড়ি পড়ে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। গর্তে পড়ে গিয়ে আঘাত পাওয়া নিত্যদিনের ঘটনা বলে অভিযোগ। এলাকার বাসিন্দারা জানান, রাস্তা সংস্কারের জন্য প্রশাসনে বহুবার দাবি জানানো হয়েছে। প্রশাসন বারবার রাস্তা মেরামতির আশ্বাসও দিয়েছে। কিন্তু এ পর্যন্ত কোনও কাজ হয়নি বলে অভিযোগ। পূর্ত ও সড়ক দফতরের বারাসত ডিভিশন সূত্রে অবশ্য জানা গিয়েছে, খুব শীঘ্রই রাস্তা মেরামতির কাজ শুরু হবে।
|