বিদায় বর্ধমানের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আগরতলায় আয়োজিত পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল থেকে বিদায় নিল বর্ধমানের ছেলেরা। গোরক্ষপুর ও রায়পুরকে ৩-০ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বর্ধমান। কিন্তু সেখানে তারা রবীন্দ্রভারতীর কাছে ০-৩ সেটে হারে। এ দিকে, ৩৬ জনকে নিয়ে বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে শুরু হয়েছে বাস্কেটবলের আবাসিক শিবির। এই শিবির থেকে নির্বাচিতদের নিয়ে গঠিত ছেলে ও মেয়েদের দল ৩-৯ ডিসেম্বর কলকাতা বাস্কেটবল সংস্থার মাঠে রাজ্য সিনিয়র বাস্কেটবলে যোগ দেবে।
|
ড্র ভাইচুংদের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টানটান উত্তেজনার ম্যাচে দু’বার এগিয়ে গিয়েও জিততে পারল না ভাইচুং ভুটিয়ার ইউনাইটেড সিকিম। এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৩-৩ ড্র করল ভাইচুংয়ের ছেলেরা। নুরিদ্দিনের জোড়া গোলেও জয়ের ভাগ্য খুলল না ইউনাইটেড সিকিমের। ম্যাচ শেষের বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে সমতা ফেরান স্পোর্টিংয়ের জুনিয়ার। অন্য ম্যাচে মারগাওয়ে স্পোর্টিং ক্লুবের বিরুদ্ধে ২-১-এ জিতল পুণে এফ সি।
|
রাজ্য দলে জেলার ৬
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অনূর্ধ্ব ১৯ জাতীয় স্কুল বাস্কেটবলে রাজ্য দলে ঠাঁই পেয়েছেন বর্ধমানের ছ’জন। নির্বাচিতেরা হলেন প্রত্যুষা ঘোষ, দিয়া মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা দে, গনদীপ কৌর, সানু দে ও শুভদীপ কোনার। ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ছত্তিশগঢ়ে এই প্রতিযোগিতা হবে।
|
পুরুলিয়া জেলা পুলিশ আয়োজিত জঙ্গলমহল কাপ মহিলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ঝালদার জারগো একাদশ মহিলা ফুটবল ক্লাব। গত রবিবার পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনের মাঠে ফাইনাল ম্যাচে তারা বোরো মহিলা ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে। জেলার মাওবাদী অধ্যুষিত ৯ টি থানা এলাকার মহিলা ফুটবল দলগুলিকে নিয়ে কমবেশি মাস দুুয়েক ধরে এই প্রতিযোগিতা চলছিল। পুলিশ সুপার সি সুধাকর জানিয়েছেন, এই প্রতিযোগিতায় মোট ৩১৬ টি দল যোগ দিয়েছিল। থানা ভিত্তিক খেলায় একটি করে দল চ্যাম্পিয়ন হয়। ওই ৯ টি দলকে নিয়ে পরের পর্বের প্রতিযোগিতা হয়। সেমিফাইনালে একটি গ্রুপে ওঠে বোরো ও বরাবাজার। অন্য গ্রুপে ঝালদা ও কোটশিলা। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও একই ভাবে প্রতিযোগিতা হচ্ছে। চারটি জেলাকে নিয়ে মূল পর্বের প্রতিযোগিতা ঝাড়গ্রামে অনুষ্ঠিত হবে।
|
আমোদপুরে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন পরিচালিত ৮ দলীয় মদনমোহন হালদার স্মৃতি চ্যালেঞ্জ শিল্ড ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় সেমিফাইনালে বিধাননগর মিউনিসিপ্যাল রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্পের মুখোমুখি হতে চলেছে হুগলির বৈঁচি বাবা তিলকো মাঝি ক্লাব। আগামী ১ ডিসেম্বর স্থানীয় ব্লক ময়দানে হবে এই খেলা। গত ৪ নভেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। এর আগে ২১ নভেম্বর প্রথম সেমিফাইনালে জৌগ্রাম ফুটবল অ্যাকাডেমিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা ফুটবল ফোরাম। ফাইনাল খেলা আগামী ২ ডিসেম্বর।
|
নানুরের খুজুটিপাড়া সরস্বতী ক্লাব পরিচালিত ৮ দলীয় দীননাথ স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বর্ধমানের ডিডি স্পোর্টিং ক্লাবকে ৬-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল হুগলির পাওয়ার হাউস স্পোর্টিং ক্লাব। এই ফুটবল প্রতিযোগিতা শুরু হয় গত ১৬ সেপ্টেম্বর। ২১ নভেম্বর স্থানীয় কমলদিঘির মাঠে হয় এই টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন হুগলির মঙ্গল টুডু। অন্যদিকে ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন বর্ধমানের গোপাল বেজরা। পরিছন্ন খেলার জন্য পুরষ্কৃত করা হয় দুর্গাপুর সিধো কানহু লোক সংস্কৃতি কেন্দ্রকে।
|
মালিয়াড়া নবরত্ন ইউনাইটেড ক্লাবের উদ্যোগে সম্প্রতি মালিয়াড়া রাজনারায়ণ হাইস্কুলের মাঠে হয়ে গেল ‘প্রশান্ত কাপ ফুটবল প্রতিযোগিতা ২০১২’। এই প্রতিযোগিতায় ‘দুর্গাপুর পলাশডিহা ফুটবল টিম’কে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘গঙ্গাজলঘাটি টালঝিটকা ফুটবল টিম’। উদ্যোক্তা ক্লাবের এক কর্মকর্তা রাজেশ কর্মকার জানান, এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল যোগ দিয়েছিল।
|
বুধবার আই লিগে
মোহনবাগান-ডেম্পো (মারগাও, ৭-০০),
প্রয়াগ ইউনাইটেড-চার্চিল ব্রাদার্স (যুবভারতী, ২-০০),
পৈলান অ্যারোজ-শিলং লাজং এফসি (শিলং, ২-০০),
মুম্বই এফসি-ওএনজিসি (পুণে, ৩-০০)।
|
|
|
ঘরে ফেরা। ম্যাকলিওড রাসেল পিজিটিআই
চ্যাম্পিয়নশিপে
খেলতে শহরে বাঙালি গল্ফার অনির্বাণ লাহিড়ি।
মঙ্গলবার
আরসিজিসি-তে। ছবি: শঙ্কর নাগ দাস |
শান্তির বার্তা দিতে
র্যাম্পে হাঁটলেন সানিয়া মির্জা।
মুম্বইয়ে। ছবি: এএফপি |
|