টুকরো খবর
সরকারি চিকিৎসকের অপমৃত্যু
এক সরকারি চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মধ্য কলকাতার কলুটোলা স্ট্রিটের ফুটপাথে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ মেলে। পুলিশ জানায়, রণদেব বিশ্বাস (৫৭) নামে ওই চিকিৎসক ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ’-এর প্রিভেনটিভ অ্যান্ড সোশাল মেডিসিন বিভাগের প্রধান ছিলেন। তাঁর বাড়ি তেঘরিয়ায়। পুলিশ জানায়, রণদেববাবু দীর্ঘ দিন স্নায়ুর রোগে ভাল করে হাঁটতে পারতেন না। সম্প্রতি অফিসে তাঁকে দেখভাল করার জন্য এক যুবককে তিনি ব্যক্তিগত ভাবে নিয়োগ করেন। পুলিশ জানায়, এ দিন ওই যুবকের অনুপস্থিতিতে রণদেববাবু চারতলায় পৌঁছন। পুলিশের দাবি, প্রতিষ্ঠানের বেশ কিছু কর্মী রণদেববাবুকে চারতলায় হাঁটাচলা করতে দেখেন। পুলিশের অনুমান, রণদেববাবু চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে তিনি কী ভাবে চারতলায় পৌছলেন তা নিয়ে ধন্দ রয়েছে পুলিশের মধ্যে। তাঁর পরিজনেরা পুলিশকে জানান, রণদেববাবু ‘পার্কিনসন্স’ রোগাক্রান্ত হলেও এ দিন তাঁর আচরণে কোনও অস্বাভাবিকত্ব চোখে পড়েনি।

দুষ্কৃতী গ্রেফতার
কলকাতায় বসে সে এমন কায়দায় ফোনে কথোপকথন চালাচ্ছিল যে গোয়েন্দারা বিভ্রান্ত হয়েছিলেন। তাঁদের কাছে নির্দিষ্ট খবর থাকলেও প্রথমটায় তাঁরা ভেবেছিলেন, বাংলাদেশের কুখ্যাত দুষ্কৃতী সুব্রত বায়েন কলকাতায় নেই, সে কানাডায় বসে ফোনে কথা বলছে। কিন্তু শেষে চার বছর পরে ফের কলকাতা পুলিশের এসটিএফ-এর হাতে গ্রেফতার হল সেই সুব্রত বায়েন। আওয়ামি লিগের মিছিলে গ্রেনেড হামলায় ২৪ জনের নিহত হওয়ার ঘটনা-সহ বাংলাদেশে ডজনখানেক খুনের মামলার মূল অভিযুক্ত সুব্রতকে মঙ্গলবার চাঁদনি চক থেকে আগ্নেয়াস্ত্র-সহ ধরা হয়। পুলিশ কমিশনার রঞ্জিতকুমার পচনন্দা বলেন, “নেপালের জেল থেকে পালিয়ে সুব্রত বায়েন কলকাতায় আশ্রয় নিয়েছিল। উদ্ধার করা হয়েছে এগারো লক্ষ টাকার ভারতীয় জাল নোট। ধৃতের বিরুদ্ধে বিদেশি আইনেও মামলা দায়ের হয়েছে।” ২০০৮-এর অক্টোবরে সুব্রত বায়েনকে পাম অ্যাভিনিউ থেকে এসটিএফ-ই গ্রেফতার করেছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে চার্জশিট জমা না-দিতে পারায় জামিনে মুক্তি পায় সুব্রত। ২০০৯ সালে সে ফের নেপালে ধরা পড়ে।

বোমাতঙ্ক
আতঙ্ক। বোমা থাকার উড়ো ফোন সেক্টর ফাইভের বহুতল অফিসে।
ভুয়ো ফোনে মঙ্গলবার বোমাতঙ্ক ছড়াল সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরের একটি বহুতলে। এর জেরে ওই বহুতলের অনেক অফিসে চার ঘণ্টা কাজ বন্ধ থাকে। যদিও বম্ব স্কোয়াড, সিআইডি ও বিধাননগর কমিশনারেটের পুলিশ তিন ঘণ্টা তল্লাশি চালিয়েও কিছু পায়নি। পুলিশ জানায়, এ দিন গোদরেজ ওয়াটার সাইড নামে ওই সংস্থার ল্যান্ডলাইনে দুপুর সওয়া বারোটায় একটি ফোন আসে। পুরুষ কণ্ঠে বলা হয়, বোমা রাখা আছে। পুলিশের দাবি, একটি মোবাইল থেকে ফোনটি এসেছিল। মোবাইল মালিকের খোঁজ চলছে।

দুই ছিনতাইকারী ধৃত
ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল গোয়েন্দা দফতরের পুলিশ। ধৃতদের নাম রাজেন্দ্র সিংহ ও নিমাই মাইতি। পুলিশের দাবি, ধৃতেরা জানিয়েছে, সপ্তাহখানেক আগে তিলজলা থানার আনন্দপুর এলাকার তিন কলেজ পড়ুয়ার থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে এরা। তদন্তে নেমে পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে চেতলাহাটের বাসিন্দা রাজেন্দ্র ও পর্ণশ্রীর বাসিন্দা নিমাইকে গ্রেফতার করে।

স্নাতকের ফল
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসসি (পার্ট ওয়ান অনার্স) পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। বিএ অনার্সে পাশের হার ৯৪.৯৭%, বিএসসি অনার্সে ৯২.১২%। দু’ক্ষেত্রেই পাশের হার গত বছরের মতোই।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.