টুকরো খবর |
প্রিয়ংবদার সম্পত্তি নিয়ে লোঢার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রিয়ংবদা বিড়লার সম্পত্তি (এস্টেট) পরিচালনার ব্যাপারে হাইকোর্ট নিযুক্ত প্রশাসক (অ্যাডমিনিস্ট্রেটর)-দের কী কী ক্ষমতা আছে, তার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কিছু বিষয়ে প্রশাসকদের ক্ষমতা দেওয়ার আদৌ প্রয়োজন আছে কি না, তার ব্যাখ্যা চেয়ে এমপি বিড়লার স্ত্রী প্রিয়ংবদা বিড়লার উইলের প্রয়াত এগ্জিকিউটর আর এস লোঢার ছেলে হর্ষবর্ধন লোঢা সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। পাশাপাশি, কিছু ব্যাপারে প্রশাসকদের অধিকারের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল ওই আবেদনে। গত সোমবার সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে। প্রিয়ংবদা বিড়লার সম্পত্তির প্রশাসক হিসাবে কলকাতা হাইকোর্ট গত অগস্টে তিন জন অ্যাডমিনিস্ট্রেটর নিযুক্ত করে। সুপ্রিম কোর্টের বক্তব্য, ওই সম্পত্তি পরিচালনার ব্যাপারে তিন প্রশাসকের কী কী অধিকার এবং ক্ষমতা আছে, তা হাইকোর্টের রায়েই উল্লেখ করা আছে। এই পরিপ্রেক্ষিতে বিবাদী পক্ষ (বিড়লা)-এর দাবি, সুপ্রিম কোর্টের ওই রায় প্রিয়ংবদার সম্পত্তিতে নিয়ন্ত্রণ বাড়ানোয় প্রশাসকদের হাত শক্ত করবে। উল্টো দিকে লোঢার আইনজীবী সংস্থা ফক্স অ্যান্ড মণ্ডলের পার্টনার দেবাঞ্জন মণ্ডল দাবি করেছেন, ওই রায় কোনও ভাবেই তাঁর মক্কেলের অধিকার খর্ব করেনি।
|
এ বার বাংলাদেশে যাত্রী গাড়ি বাজারে পা টাটা মোটরসের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চার দশক ধরে বাণিজ্যিক গাড়ি বিক্রি করার পরে এ বার বাংলাদেশের যাত্রী গাড়ি বাজারেও পা রাখল টাটা মোটরস। ইন্ডিগো ইসিএস, ইন্ডিগো-মান্জা ও ইন্ডিগো-ভিস্তা, এই ৩টি গাড়ি সে দেশে বিক্রি করবে টাটা। আপাতত ঢাকায় ১টি শো-রুম চালু হলেও আগামী বছরে আরও ৩ শহরে শো-রুম খোলার কথা। সংস্থা জানিয়েছে, সেখানে সাধারণ ভাবে হাত ফেরতা গাড়ির চাহিদাই বেশি। কিন্তু টাটা মোটরস নতুন যাত্রী গাড়ি বিক্রি করবে, এটিও বিপণন কৌশলে প্রাধান্য দিচ্ছেন তাঁরা।
|
জিএমআরের বরাত বাতিল করল মালদ্বীপ
সংবাদসংস্থা • মালে |
মালে বিমানবন্দর আধুনিকীকরণে ভারতীয় সংস্থা জি এম আরের ৫০ কোটি ডলারের বরাত একতরফা ভাবে বাতিল করল মালদ্বীপ। এতে ক্ষোভ জানিয়ে ভারত বলেছে, মালদ্বীপের বিদেশি লগ্নিকারীদের কাছে এটি নেতিবাচক সঙ্কেত। |
|