গ্রিসের ত্রাণ প্যাকেজে সায়, সেনসেক্স উঠল ৩০৫ পয়েন্ট
ভারতের মূল্যায়ন স্থিতিশীল, প্রশংসায় মুডিজ
দ্বেগের মধ্যেও স্বস্তি। চড়া রাজকোষ ঘাটতি এবং মূল্যবৃদ্ধির চাপ নিয়ে সতর্ক করলেও ভারতের অর্থনীতির প্রশংসায় এ বার মুখ খুলল মুডিজ।
আর তারই জেরে মঙ্গলবার এক ধাক্কায় সেনসেক্স বেড়ে গেল ৩০৫ পয়েন্ট। পাশাপাশি তাতে ইন্ধন জুগিয়েছে ঋণভারে জর্জরিত গ্রিসকে ৪৩৭০ কোটি ইউরো (৩ লক্ষ ৯৩ হাজার কোটি টাকা) আর্থিক ত্রাণ দিতে ইউরোপীয় অঞ্চল ও আইএমএফের চুক্তি এবং ইউপিএ সরকার যে সংসদে সংখ্যালঘু নয়, সে ব্যাপারে মনমোহন সিংহের আশ্বাস।
আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডিজ তার ‘ক্রেডিট অ্যানালিসিস অন ইন্ডিয়া’ শীর্ষক রিপোর্টে ভারতের ঋণ পাওয়ার যোগ্যতাকে ‘স্থিতিশীল’ তকমা দিয়েছে। তারা বলেছে, ভারতের ‘বিএএথ্রি’ রেটিং অর্থনীতির কতকগুলি শক্তিশালী দিকের প্রতিই ইঙ্গিত করছে। এগুলি হল:
• বৃহৎ অর্থনীতি
• আর্থিক বৃদ্ধির তুলনায় ভাল হার
• বাড়তে থাকা সঞ্চয়, লগ্নির হার
• বেসরকারি শিল্পে প্রতিযোগিতা
গত মাসে অপর মূল্যায়ন সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরসের ভারতের মূল্যায়ন কমানোর হুমকি, ফিচ-এর নেতিবাচক রেটিং এবং সেই পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি অর্থমন্ত্রী পি চিদম্বরমের সরকারি খরচ কাটছাঁটের সিদ্ধান্তের মধ্যেই মুডিজ-এর এই মন্তব্য রুপোলি রেখা বলে মনে করছে শিল্পমহল ও শেয়ার বাজার।
তবে মুডিজ সাবধান করে দিয়ে বলেছে, ভারতে অর্থনীতির উপর এখনও চেপে বসে থাকা নিয়ন্ত্রণের ফাঁস, চড়া মূল্যবৃদ্ধি এবং রাজকোষ ঘাটতি দীর্ঘদিন যাবৎই রেটিং বাড়ানোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবে তাঁরা স্থিতিশীল মূল্যায়ন রেখেছেন, তার কারণ শক্তিশালী অর্থনীতির উপর ভর করে আর্থিক সংস্কার নিয়ে সরকার তার প্রতিশ্রুতি রাখবে, এই প্রত্যাশাই করে মুডিজ।
সেনসেক্স এ দিন ৩০৫ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ১৮,৮৪২ পয়েন্টে। মুডিজ-এর স্থিতিশীল রেটিং ছাড়াও গ্রিসের জন্য ৪৩৭০ কোটি ইউরো আর্থিক ত্রাণ প্যাকেজ দিতে দীর্ঘ ১২ ঘণ্টার বৈঠক শেষে ইউরোপ ও আইএমএফ রাজি হওয়ায় বিশ্ব জুড়েই চাঙ্গা হয়ে ওঠে শেয়ার বাজার। এর ফলে ডিসেম্বরে গ্রিসের হাতে আসবে ৩৪৪০ কোটি ইউরো, যা মোট ২৪,০০০ কোটি ইউরো-র ত্রাণ প্যাকেজেরই অঙ্গ। এর মধ্যেই গ্রিস হাতে পেয়েছে ১৫ হাজার কোটি ইউরো।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.