ফের আত্মহত্যা তিব্বতে
সংবাদসংস্থা • বেজিং |
ফের বিক্ষোভে উত্তাল হল তিব্বত। চিনা একনায়কতন্ত্রের প্রতিবাদে বহু দিন ধরেই আত্মহত্যা করছেন তিব্বতিরা। গত দু’দিনে আবার তিব্বতের চার জন বৌদ্ধ ভিক্ষু গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন। তাঁদের মধ্যে এক জন মহিলাও ছিলেন। এ ছাড়াও সোমবার চিনের কিংহাই প্রদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে আহত ২০ জন ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
তদন্তের গতিতে ক্ষুব্ধ সবিতার পরিবার
সংবাদসংস্থা • লন্ডন |
সবিতা-মৃত্যু তদন্ত নিয়ে তৈরি হল নতুন বিতর্ক। সবিতা হালাপ্পানাভারের বাবা জানিয়েছেন, তদন্তের গতিতে মোটেও খুশি নন তিনি এবং তাঁর পরিবার। সবিতার স্বামী প্রবীণ হালাপ্পানাভারও আয়ারল্যান্ড সরকারের উপর আস্থা হারাচ্ছেন। তাঁর উকিল জানিয়েছেন, তদন্তের স্বার্থে ইউরোপীয় আদালতের মানবাধিকার বিভাগ পর্যন্ত যেতেও রাজি প্রবীণ। সম্প্রতি আয়ারল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি হন ভারতীয় তরুণী সবিতা হালাপ্পানাভার। ক্যাথলিক ধর্মের নীতি এবং আইনের দোহাই দিয়ে প্রয়োজন সত্ত্বেও তাঁর গর্ভপাত করাতে অস্বীকার করেন ডাক্তাররা। এর ফলে রক্তে বিষক্রিয়া হয়ে মৃত্যু হয় তাঁর।
|
মঙ্গলে জনবসতি
সংবাদসংস্থা • লন্ডন |
মঙ্গল গ্রহে বাড়ি বানাবেন? এখনই টিকিট কাটুন। ভাড়া মাত্র ৫ লক্ষ ডলার। জনবসতি গড়তে আগামী দু’দশকে ৮০ হাজার মানুষকে এই লাল গ্রহে পাঠানোর পরিকল্পনা করেছেন স্পেস এক্স-এর প্রতিষ্ঠাতা এলন মাস্ক। আর্ন্তজাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে বেসরকারি ভাবে প্রথম বার সফল অভিযান চালান মাস্কই। তিনি জানান, এই পরিকল্পনা কঠিন হলেও অসম্ভব নয়। প্রথম অভিযানে ১০ জনকে পাঠানোর ইচ্ছা আছে তাঁর। এর জন্য পূর্ণাঙ্গ পরিকল্পনাও তৈরি করে ফেলেছেন তিনি।
|
আরাফতের দেহাবশেষ
সংবাদসংস্থা • রামাল্লা |
আট বছরের পুরনো কবর খুঁড়ে প্যালেস্তাইনি নেতা ইয়াসের আরাফতের দেহাবশেষ বার করা হল মঙ্গলবার। উদ্দেশ্য, তাঁর দেহে বিষাক্ত তেজস্ক্রিয় পোলোনিয়ামের উপস্থিতি পরীক্ষা করে দেখা। দেহাবশেষ সংগ্রহের পদ্ধতিটি কড়া নিরাপত্তার মধ্যে সারা হয়েছে। এর পর ফের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় কবর দেওয়া হয় তাঁর দেহাবশেষ। এখন অপেক্ষা, পরীক্ষার ফলাফল জানার।
|
আসছেন হিলটন
সংবাদসংস্থা • লস অ্যাঞ্জেলেস |
সঙ্গীতপ্রেমী মহলকে মাতাতে ভারতে আসছেন প্যারিস হিল্টন। ফ্যাশন ডিজাইনার হিসাবে সুপরিচিত হলেও এ বার গোয়ার একটি অনুষ্ঠানে ডিস্কো জকির ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই বছরেই ব্রাজিলের সঙ্গীত উৎসবে ডি জে হিসাবে আত্মপ্রকাশ করেছেন ৩১ বছরের প্যারিস। এই ভারত সফর নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তিনি।
|
তুষারঝড়ে বিপর্যস্ত
সংবাদসংস্থা • টোকিও |
তুষারঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গেল উত্তর জাপানে। এর ফলে ৪১,০০০টি বাড়ি অন্ধকারে ডুবে আছে। মঙ্গলবার হোক্কাইডো সাগর উপকূলে হঠাৎই ঝড় আছড়ে পড়ে। তার সঙ্গেই শুরু হয়ে যায় তুষারপাত। এই ঝড়ের ফলে ৯০টি ট্রেন এবং ১০টি বিমানের যাত্রা বাতিল হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গেই মেরামতির কাজ শুরু করা হয়েছে। |