ভারত কিংবা অন্য কোনও দেশে পালিয়ে যেতে পারেন রজত গুপ্ত। এই যুক্তিতে শুনানি চলাকালীন তাঁর জামিনে মুক্ত থাকার আর্জি খারিজ করতে মার্কিন আপিল আদালতের কাছে আবেদন জানালেন আমেরিকার সরকারি আইনজীবীরা। নিজের আত্মসমর্পণের দিন স্থগিত রাখার জন্য প্রাক্তন ম্যাকিনসে কর্ণধার যে আবেদন জানিয়েছেন, তা-ও নাকচ করতে আর্জি জানান তাঁরা।
ম্যানহাটনের অ্যাটর্নি প্রীত ভারারা ও মার্কিন আইনজীবীদের দাবি, ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে রজত গুপ্তের ব্যক্তিগত পরিচিতি প্রচুর। সাজা এড়াতে সেখানে পালাতে পারেন তিনি। তিনি এখন জামিনে মুক্ত। আত্মসমর্পণের দিন পিছোনোর আর্জি জানিয়েছিলেন তিনি। এই আর্জিরই বিরোধীতা করেন আইনজীবীরা।
ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক গোল্ডম্যান স্যাক্সের পরিচালন পর্ষদে থাকাকালীন বেআইনি ভাবে তার গোপন তথ্য পাচারের জন্য গত জুনে রজত গুপ্তকে দোষী বলে চিহ্নিত করে মার্কিন আদালত। দু’বছরের জন্য তাঁকে জেলে পাঠানোর শাস্তিও ঘোষণা করে তারা। সেই অনুযায়ী ৮ জানুয়ারি রজতবাবুর জেলে যাওয়ার কথা। এর পরই ফের মার্কিন আপিল আদালতের দ্বারস্থ হন তিনি। আবেদন জানান শুনানি চলাকালীন জামিনে মুক্তি ও আত্মসমর্পণের দিন পিছোনোর। এ দিন তারই বিরোধিতা করলেন আইনজীবীরা। আদালতে অবশ্য এই দুই আবেদনই খারিজ করে দেন বিচারপতি।
এ দিন অনেকটা একই ধরনের কেলেঙ্কারিতে ৫০ লক্ষ ডলার বন্ডে জামিন পেয়েছেন মার্কিন মুলুকের আর এক ভারতীয় বংশোদ্ভূত ম্যাথু মার্তোমা। হেজ ফান্ডে বেআইনি ভাবে মুনাফা উদ্দেশে গোপন তথ্য ব্যবহারের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যে প্রীত ভারারা রজতবাবুর বিরুদ্ধে আগাগোড়া আইনি লড়াই লড়েছেন, মার্তোমার বিরুদ্ধেও অভিযোগ এনেছিলেন তিনিই। ২৬ ডিসেম্বর এই মামলার শুনানি হবে। |