টুকরো খবর
সাতগ্রামের দু’টি পিট বন্ধ রাখার সিদ্ধান্ত
জল ঢুকে বিপজ্জনক হয়ে পড়ায় রানিগঞ্জের সাতগ্রাম এরিয়ার জেকে নগর কোলিয়ারির ১ ও ২ নম্বর পিট বন্ধ রাখার বিজ্ঞপ্তি দিল ইসিএল। মঙ্গলবার এই বিজ্ঞপ্তি দেওয়া হয়। ইসিএলের সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায় জানান, ওই দুই পিটে লাগোয়া মডার্ন সাতগ্রাম কোলিয়ারির ভূগর্ভস্থ জল ঢুকে পড়েছে। দ্রুত তা বের করা যায়নি বলে পিট দু’টি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ডিজিএমএসের তরফে দু’টি পিট নিরীক্ষণ করা হয়েছে। তবে ওই কোলিয়ারির কর্মী তথা আইএনটিইউসি নেতা বাবলু সিংহ অভিযোগ করেন, প্রথমে পাম্পের সাহায্যে জল বের করা হচ্ছিল। কিন্তু মাসখানেক আগে পাম্প খুলে নেওয়া হয়। তার পরে জল বের করার বিকল্প ব্যবস্থা করা হয়নি। উল্টে দু’টি পিট বন্ধ করে দেওয়া হল। ওই দুই পিটে যে কয়লা কেটে রাখা আছে তা তুলতেই এক বছর সময় লাগবে বলে দাবি তাঁর। জল বের করে সেই কয়লা তোলার ব্যবস্থা না হলে তাঁরা আন্দোলনে নামবেন বলেও জানান বাবলুবাবু। নীলাদ্রিবাবু অবশ্য এমন অভিযোগ উড়িয়ে জানান, প্রযুক্তিগত অসুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কয়লা চুরিতে বাধা, মারধর
ডাম্পার থেকে কয়লা চুরিতে বাধা দিতে প্রহৃত হলেন এক সিআইএসএফ কর্মী। সোমবার রাতে ঘটনাটি ঘটে রানিগঞ্জের আমকোলা কোলিয়ারির চুনাভাটির কাছে। কোলিয়ারি কর্তৃপক্ষ রানিগঞ্জ থানায় অভিযোগ জানান, সাইডিংয়ে কয়লা নিয়ে যাওয়ার সময়ে চুনাভাটির কাছে ডাম্পার থেকে কয়লা নামিয়ে নিচ্ছিল চোরেরা। বাধা দিতে গেলে এক সিআইএসএফ কর্মীকে মারধর করে পালায় দুষ্কৃতীরা। আইএনটিইউসি অনুমোদিত কোলিয়ারি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক তরুণ গঙ্গোপাধ্যায় অবশ্য ইসিএল কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে অভিযোগ করেন, সিআইএসএফ কর্মীরা কয়লা চোরেদের একাংশকে মদত দিচ্ছেন। ফলে অন্য চোরেরা সিআইএসএফ কর্মীদের উপরে চড়াও হচ্ছে। এ ক্ষেত্রেও তা-ই ঘটেছে বলে তরুণবাবুর দাবি। ইসিএলের সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায় জানান, ওই চিঠি তাঁরা পাননি। পেলে খতিয়ে দেখা হবে।

কাজ না পেয়ে ক্ষুব্ধ শ্রমিকেরা
দীর্ঘদিন কাজ না পাওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার স্টিল ফাউন্ড্রি বিভাগের প্রায় শ’পাঁচেক শ্রমিক-কর্মী কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখালেন। প্রায় ৫ ঘণ্টা বিক্ষোভ চলার পরে কর্তৃপক্ষের তরফে উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ থামে। শ্রমিক-কর্মীদের পক্ষে কারখানার স্টাফ কাউন্সিল সদস্য অভিযোগ করেন, কাঁচামালের অভাবে এই বিভাগের শ্রমিক-কর্মীরা কাজ পাচ্ছেন না। এ দিন কারখানার মুখ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অসীমকুমার মণ্ডল বিভাগটি পরিদর্শনে এলে শ্রমিক-কর্মীরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, অবিলম্বে কাঁচামাল সরবরাহ করে কাজের সুযোগ তৈরি করতে হবে। অসীমবাবু যত শীঘ্র সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

খনিতে বিক্ষোভ
ঠিকা শ্রমিকদের দৈনিক ন্যূনতম ৪৫০ টাকা বেতন, পরিচয়পত্র, চিকিৎসার সুযোগ-সহ একগুচ্ছ দাবিতে সেন্ট্রাল কাজোড়া কোলিয়ারি চত্বরে বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি অনুমোদিত ‘অল ইসিএল ঠিকা শ্রমিক কর্মচারী ইউনিয়ন’। তাদের নেতা গুরুদাস চক্রবর্তীর দাবি, স্থায়ী শ্রমিকদের সঙ্গে একই কাজ করার পরেও ঠিকা শ্রমিকেরা ন্যূনতম মজুরি পান না। চিকিৎসা-সহ অন্য পরিষেবার সুযোগ অমিল। প্রতিকারের দাবিতে তাঁরা এ দিন কোলিয়ারি কর্তৃপক্ষের হাতে দাবিপত্র তুলে দেন। খনি কর্তৃপক্ষ জানান, দাবিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

লরির ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে আসানসোল মোটর ভেহিক্যালস বিভাগের এক কর্মী। তিনি ওই দফতরের গাড়ির চালক। সোমবার রাতে ২ নম্বর জাতীয় সড়কের এথোড়া মোড়ের কাছে লরির ধাক্কায় তিনি মারা যান। পুলিশ জানায়, মৃতের নাম চন্দন সিংহ (৩৫)। বাড়ি হিরাপুর থানার রামবাঁধ এলাকায়। পুলিশ জানায়, সোমবার রাতে গাড়ি চালিয়ে জাতীয় সড়ক ধরে তিনি আসানসোলে ফিরছিলেন। সেই সময়ে একটি লরি তাঁকে ধাক্কা মারে।

বিজেপি-র পথসভা
দ্রব্যমূল্য বৃদ্ধি ও এফডিআই-এর বিরোধিতায় পথসভা করল বিজেপি প্রভাবিত আসানসোল তফসিলি জাতি মোর্চা। আসানসোল সিটি বাসস্ট্যান্ডের সামনে ওই সংগঠনের আসানসোল জেলা সভাপতি অরুণ হালদার এবং বিজেপি-র রাজ্য সভাপতি কৃষ্ণা ভট্টাচার্য বক্তৃতা করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.