সচিনের বোল্ড মনে করাচ্ছে গ্যাটিংকে
ম্যাজিক বল মানছেন না ওয়ার্ন
চিন তেন্ডুলকর যখন বোল্ড হয়ে সিঁড়ি বেয়ে প্যাভিলিয়নে ঢুকে যাচ্ছেন, স্যুট পরা স্ট্রিট স্মার্ট চেহারার ভদ্রলোককে তখন কমেন্ট্রি বক্স থেকে বেরোতে দেখা গেল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চ্যাট শো আছে একটু পরে। তাঁর ফাঁকেই প্রশ্নটা উড়ে গেল তাঁর দিকে।
পানেসরের ডেলিভারিটা দেখে কি আপনার মাইক গ্যাটিংকে মনে পড়ে গেল? লেগ স্টাম্পের বাইরে থেকে গ্যাটিংয়ের অফস্টাম্প তুলে নিয়েছিলেন আপনি। ইংরেজ স্পিনারের বলটাও তো প্রায় সে রকমই দাঁড়াল! তফাতের মধ্যে, এটা লেগ স্টাম্প লাইনে পড়ে হাত দেড়েক টার্নে অফস্টাম্প ফেলে দিল লিটল মাস্টারের! মুম্বই প্রেসবক্সে ততক্ষণে যা আলোচ্য বিষয়।
ওয়াংখেড়ের চায়ের কাপে তুফান যে বোল্ড ঘিরে। ছবি: উৎপল সরকার
উত্তরে প্রথমে তাচ্ছিল্যের তীব্র হাসি। এবং তার পর শেন কিথ ওয়ার্ন পরিষ্কার বলে দিলেন, “নিঃসন্দেহে ভাল বল। ভেরি গুড ডেলিভারি। কিন্তু গ্যাটিংকে করা আমার বলটার সঙ্গে কোনও তুলনা টানবেন না। ওটা আলাদা ছিল।”
অর্থাৎ, এক ঝটকায় যাবতীয় জল্পনায় ‘ফুলস্টপ’। শুক্রবার সকালে সচিনের বোল্ড হওয়ার দৃশ্য দেখে যা চালু হয়ে যায়। বলাবলি শুরু হয়, পানেসর কি তা হলে আচমকা একটা কীর্তি গড়ে বসলেন? ওয়ার্নের স্বপ্নের ডেলিভারির পাটাতনে তুলে আনলেন নিজেকে? বিকেলে মন্টি নিজেও বলছিলেন, “ওই বলটা করে অদ্ভুত তৃপ্তি পেয়েছি। বিশেষ করে সচিনকে আউট করতে পেরে।”
মন্টি তৃপ্তি পাচ্ছেন ঠিক কথা। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের আবার মনে হচ্ছে, পানেসরের ডেলিভারি নিঃসন্দেহে ভাল, কিন্তু ব্যাটসম্যানের নাম যেহেতু সচিন তেন্ডুলকর, তাই এত বেশি কথা হচ্ছে। উগ্র ভক্তদের আবদার সামলাতে-সামলাতে এ দিন ক্রিকেট সেন্টারের সামনে দাঁড়িয়ে সৌরভ বলছিলেন, “ওয়ার্নের ডেলিভারিটার সঙ্গে তুলনাটা একটু বাড়াবাড়ি হবে। তবে এটাও অসাধারণ।”
কিন্তু তাঁর ‘ছোটবাবু’-র হল কী?
নিউজিল্যান্ড সিরিজ ধরলে এ নিয়ে তিন-তিন বার বোল্ড হলেন সচিন। শুক্রবারেরটা তো ওয়াংখেড়ের উৎসবকে এক মিনিটে শ্মশান করে দিল। সৌরভের মনে হচ্ছে, ভুল শট বেছেছিলেন সচিন। তবে একই সঙ্গে জুড়ে দিচ্ছেন, ‘‘ক্রিকেটে এ রকম হয়েই থাকে। সচিন পারছে না, কী করা যাবে।” অরুণ লাল আবার সৌরভের মতো ব্যাপারটাকে হালকা করে দেখছেন না। বরং তাঁর মনে হয়েছে, অ্যাক্রস না গিয়ে সচিন যদি সোজা ব্যাটে খেলতেন, বেঁচে যাওয়া হয়তো সম্ভব ছিল। “মেনে নিচ্ছি, মন্টির বলটা আনপ্লেয়েবল ছিল। তবে সচিনকে কিন্তু অফ ফর্মও ভোগাচ্ছে।”

ঘাতক যখন বাঁ হাতি স্পিন
টেস্ট কেরিয়ারে ২৪ বার বাঁ হাতি স্পিনারের শিকার হয়েছেন সচিন তেন্ডুলকর
ভেত্তোরি ৫
পানেসর, হ্যারিস, প্রাইস ৩
অনুরাসুরি, জয়সূর্য ২
টাফনেল অ্যাডামস, জাইলস, রফিক, সাকিব, ক্লার্ক ১




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.