টুকরো খবর
ধর্ষণ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত
স্কুলছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত ‘পলাতক’ দুই রেলকর্মীর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল পুলিশ। শুক্রবার পুলিশের একটি দল অভিযুক্তদের বাড়িতে যায়। আদালতের নির্দেশেই এই পদক্ষেপ। গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বান্ধবীর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন একাদশ শ্রেণির ওই ছাত্রী। পথে কয়েকজন যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। শহরের মথুরাকাটি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার তদন্তে খড়্গপুরে আসেন আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গণধর্ষণের ঘটনায় মোট ৮ জন যুবক জড়িত। এদের নামও জানা যায়। ইতিমধ্যে ৬ জন গ্রেফতার হয়েছে। তবে তুলসীপ্রসাস বদ্রী ও ওয়াই বিজয় ভাস্কর নামে দুই অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে। দু’জনই রেলকর্মী। তুলসী থাকত মথুরাকাটিতে। অন্য দিকে, বিজয় থাকত নিউ সেটেলমেন্টে। শুক্রবার এদের বাড়ি থেকে অস্থাবর সম্পত্তি যেমন, টিভি-আলমারি-খাট ইত্যাদি বাজেয়াপ্ত করে পুলিশ। আগেই এই দুই অভিযুক্তের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছিল। আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল আদালত। তবে দুই অভিযুক্ত সেই নির্দেশ অগ্রাহ্য করে পালিয়ে বেড়াচ্ছে। অভিযুক্তদের খোঁজে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েছে। তবে তাদের খোঁজ মেলেনি।

শংসাপত্র বিলি নিয়ে বৈঠক
জাতিগত শংসাপত্র বিলির কাজে গতি আনতে বিডিওদের নিয়ে বৈঠক করলেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত। শুক্রবার মেদিনীপুর (সদর) বিডিও অফিসে এই বৈঠকে মহকুমার ৬টি ব্লকের বিডিওরা ছিলেন। জেলায় জাতিগত শংসাপত্র ধীর গতিতে বিলি হচ্ছে বলে অভিযোগ। পরিস্থিতি দেখে ক্যাম্প করে শংসাপত্র বিলির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তার পরই মহকুমাশাসক এবং বিডিওদের ‘তৎপর’ হতে নির্দেশ দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুরে ৯ হাজার ১৮৯টি শংসাপত্র বিলি বাকি রয়েছে। এর মধ্যে ঝাড়গ্রাম মহকুমায় ৪ হাজার ১০২টি, ঘাটালে ২ হাজার ৫৫৪টি, খড়্গপুরে ৫২০টি এবং মেদিনীপুরে (সদর) ২ হাজার ১৩টি শংসাপত্র বিলি হয়নি। এ ক্ষেত্রে কী সমস্যা হচ্ছে, কী ভাবে তা মেটানো যায়, তা নিয়েই এ দিন বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর।

পুজোয় নাটক
জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে মঞ্চস্থ হল নাটক ‘সুবর্ণ বৃত্ত’। বৃহস্পতিবার সন্ধ্যায় খড়্গপুর তালবাগিচায় অভিনীত হয় নাট্যদল ‘ক্ষণাদ’ প্রযোজিত এই নাটকটি। শ্যামলেন্দু সেন রচিত, কমল দণ্ড পরিচালিত একাঙ্ক সামাজিক নাটকটি দর্শকদের মুগ্ধ করে। অভিনয় করেছেন কমল দণ্ড, দেবব্রত ভট্টাচার্য, মানিক গোলদার, জয়ন্ত লাহা প্রমুখ। নাটকের আগে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে তালবাগিচার গ্রিনস্টার ক্লাবও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে বাউল গান পরিবেশন করেন দূরদর্শন-খ্যাত শিল্পী অমিতাভ চৌধুরী। বঙ্গবাণী ক্লাব, ইন্দা নিশান ক্লাবের উদ্যোগেও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভক্তিগীতি পরিবেশিত হয় মালঞ্চ এলাকার রামকৃষ্ণ বিবেকানন্দ মঠেও।

মোবাইল বাজেয়াপ্ত
ব্যবসায়ী রাধেশ্যাম গুপ্ত খুনে ধৃত শ্রীনু নাইডুর বাড়ি থেকে একটি মোবাইল বাজেয়াপ্ত করল পুলিশ। শুক্রবার শ্রীনুর বাড়িতে তল্লাশি চালানো হয়। গত ২৯ জুলাই রাতে রাধেশ্যামকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় শ্রীনু-সহ ৬ জন এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.