|
|
|
|
মাওবাদী হামলার ছক, সতর্কতা জারি |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
যৌথ বাহিনীর অভিযান বন্ধের দাবিতে নতুন করে সরব হয়েছে ঝাড়খণ্ডের মাওবাদীরা। পুলিশ জানিয়েছে, ওই দাবিতে মাওবাদীদের হাতে লেখা পোস্টারও পড়েছে রাজ্যের নানা স্থানে। পাশাপাশি, ২৪ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ঝাড়খণ্ড জুড়ে ‘পিপলস লিবারেশন গেরিলা আর্মি’ (পিএলজিএ) সপ্তাহ পালনের প্রস্তুতিও চালাচ্ছে মাওবাদীরা। এরই মধ্যে পশ্চিম সিংভূমের সারন্ডার জঙ্গলে মাওবাদী জঙ্গিরা নতুন করে হামলার ছক কষছে বলে সতর্কবার্তা পাঠিয়েছে রাজ্য গোয়েন্দা পুলিশের বিশেষ শাখা। ‘পিএলজিএ’ পালন সপ্তাহে (২৪ নভেম্বর থেকে ২ ডিসেম্বর) মাওবাদী জঙ্গিরা রাজ্যের কিছু অঞ্চলে হামলা চালাতে পারে বলে পুলিশের আশঙ্কা। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে রাজ্যের সর্বত্র নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে, পশ্চিম সিংভূম, গিরিডি, লাতেহার, পলামু, গুমলা, সিমডেগা, চাতরা, বোকারো, রাঁচি, হাজারিবাগ এবং খুঁটি জেলায়। পিএলজিএ সপ্তাহ পালনের মধ্যেই ২৪ নভেম্বর ‘শহিদ দিবস’ পালনেরও কর্মসূচিও নিয়েছে মাওবাদীরা। গত বছর ২৪ নভেম্বর প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম মহকুমার গভীর জঙ্গলে যৌথ বাহিনীর গুলিতে নিহত হন সিপিআই (মাওবাদী) কমান্ডার কিষেণজি। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদেই ঝাড়খণ্ডের মাওবাদীরা ‘শহিদ দিবস’ পালন করবে।
এ দিকে পুলিশের জালে ধরা পড়ল গঢ়বা জেলার কট্রর মাওবাদী জঙ্গি মুখলাল যাদব। রাজ্য পুলিশের মুখপাত্র রিচার্ডস লাকড়া জানান, ধৃত ওই জঙ্গির কাছ থেকে পাওয়া গিয়েছে, উন্নতমানের একটি রাইফেল ও প্রায় দেড় হাজার তাজা কার্তুজ। |
|
|
|
|
|