টুকরো খবর
পুরীর জগন্নাথ মন্দিরে আলো এ বার সৌর বিদ্যুতে
পুরীর মূল জগন্নাথ মন্দিরের প্রয়োজনীয় বিদ্যুতের অনেকটাই এ বার জোগাবে সূর্য। সেখানে ৩০ কিলোওয়াটের একটি সৌর বিদ্যুৎ ইউনিট বসানোর বরাত পেয়েছে কলকাতা ভিত্তিক সংস্থা বিক্রম সোলার। দূষণ কমানো ও বিকল্প শক্তির ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় অপ্রচলিত শক্তি মন্ত্রক ছাদে সৌর-বিদ্যুৎ প্রকল্প (রুফ টপ সোলার) গড়তে উৎসাহ দিচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, সেই সূত্রেই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুদান পেয়েছিলেন জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। কী ভাবে প্রকল্পটি হবে তা নির্ধারণ করার ভার তাঁরা দেন ‘ওড়িশা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি’ (ওআরইডিএ)-কে। এর পর ওআরইডিএ বিভিন্ন সংস্থার কাছ থেকে দরপত্র চায়। শেষ পর্যন্ত বরাত পায় বিক্রম সোলার। সংস্থাটি জানিয়েছে, খরচ হবে প্রায় ৪০ লক্ষ টাকা। বর্তমানে মন্দিরের দৈনিক বিদ্যুতের চাহিদা ৮০ কিলোওয়াট। এর মধ্যে ৩০ কিলোওয়াট বিদ্যুৎ আসবে ওই সৌর বিদ্যুৎ ইউনিটটি থেকে। বিক্রম সোলারের ম্যানেজিং ডিরেক্টর জ্ঞানেশ চৌধুরী জানিয়েছেন, এখন প্রকল্পটির কারিগরি কাজকর্ম চলছে। ডিসেম্বর মাসের মধ্যেই সমস্ত রকম যন্ত্রপাতি বসে যাওয়ার কথা। আর সব কিছু ঠিকঠাক চললে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির গোড়াতেই সৌর বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে যাবে সেখানে। দু’পক্ষের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, বিক্রম সোলার আগামী ১৫ বছর ধরে প্রকল্পটিতে পরিষেবা ও সহায়তা দেবে।

হিন্দ কপারের শেয়ারে ভাল সাড়া
রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপারের শেয়ার বিক্রি করতে গিয়ে ভাল সাড়া পেল কেন্দ্র। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সংস্থার ৫.৫৮% শেয়ার বিক্রি হয়েছে প্রায় ৮০৮ কোটি টাকায়। শেয়ার প্রতি গড় দাম ছিল ১৫৬.৫৬ টাকা। এই অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রির প্রথম উদ্যোগেই এতখানি সাফল্য দেখে উৎসাহিত অর্থমন্ত্রী পি চিদম্বরমও। তাঁর দাবি, এ বছর বিলগ্নিকরণের মাধ্যমে ৩০ হাজার কোটি টাকা তোলার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল বাজেটে, তা পূরণ হবে। ঠিক ছিল সংস্থায় সরকারের হাতে থাকা ৪% শেয়ার বেচা হবে। ন্যূনতম দর বেঁধে দেওয়া হয় ১৫৫ টাকা। কিন্তু জমা পড়ে ৫ কোটি ১৬ লক্ষ ১১ হাজার ৮৫৮টি শেয়ার কেনার আবেদন, যা ৫.৫৮% শেয়ারের সমান।

কর জমায় উৎসাহ
দেশ গড়ার জন্য কর দেওয়ার প্রয়োজনীয়তা বোঝাতে দেশের মানুষের সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন উত্তরাখন্ড হাই কোর্টের বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন কার্যকরী প্রধান বিচারপতি কল্যানজ্যোতি সেনগুপ্ত। সম্প্রতি নারায়ন জৈন এবং দিলীপ লয়ালকার ‘ইনকাম ট্যাক্স প্লিডিং অ্যান্ড প্র্যাকটিস’ শীর্ষক বইয়ের উদ্বোধনে এ কথা বলেন তিনি। আয়করদাতা এবং কর বিভাগের মধ্যে বিশ্বাস গড়ে তোলার উপর জোর দেন কলকাতার চিফ আয়কর কমিশনার (২) ডি দাশগুপ্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.